২০২৩ সালের এইচএসসি পরীক্ষা কবে হবে ? জানালো শিক্ষা মন্ত্রণালয়
২০২৩ সালের এইচএসসি পরীক্ষা কবে হবে সে প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানিয়েছে। সে বিষয় নিয়ে আমরা কথা বলব।
মূলত শিক্ষার্থীদের পড়াশোনা কার্যক্রম চলমান থাকলেও শিক্ষার্থীরা পরীক্ষা কবে হবে তা জানতে চাচ্ছে।
কারণেই বিষয়গুলো যদি শিক্ষার্থীরা জানতে পারে, তাহলে পরীক্ষার প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারবে।
রমজান ও ঈদ শিক্ষা প্রতিষ্ঠান ছুটি কত দিন ? কবে শুরু ও কবে শেষ ?
এব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় থেকে কথা বলা হয়, তারা জানায় পরীক্ষার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে
এবং পরীক্ষা কবে হবে সে ব্যাপারেও তারা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান
২০২৩ সালের এইচএসসি পরীক্ষা কয়েকটি ধাপ রয়েছে। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে শিক্ষার্থীদের কে নির্বাচনী
পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আগামী মার্চ মাসে তাদের নির্বাচনী পরীক্ষা শুরু করা হবে এবং মে মাসের মাঝামাঝি
সময় পর্যন্ত এ পরীক্ষায় আয়োজন করা হবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পরীক্ষা আয়োজন করার বিষয়টি
আমরা নির্ভর করছি এসএসসি পরীক্ষার উপরে। এক্ষেত্রে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন
এসএসসি পরীক্ষা আয়োজন করা হচ্ছে আগামী 30 এপ্রিল এবং ২৩ মে পরীক্ষা শেষ করা হবে।
আমরা সেই ভাবেই এইচএসসি পরীক্ষা করার জন্য চিন্তা ভাবনা করছি। কবে হতে পারে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষা
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান আগামী কোরবানি ঈদের পরে
অর্থাৎ জুলাই মাসে পরীক্ষা হবে না। জুলাই মাসের মাঝামাঝি সময়ে অথবা শেষের দিকে পরীক্ষায় আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এরই মধ্যে প্রশ্নপত্র তৈরি কাজও শুরু করা হয়েছে, তার ধারণা করা যাচ্ছে আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়ে
অর্থাৎ 10 থেকে 25 জুলাই এর মধ্যে পরীক্ষা আয়োজন করা হতে পারে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে,
খুব শীঘ্রই এবং সবাইকে জানিয়ে দেয়া হবে। প্রশ্নপত্র তৈরি প্রসঙ্গে বলা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস এর উপর নির্ধারণ
করে প্রশ্নপত্র তৈরি করছে। যে সকল শিক্ষার্থী এখন সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করেনি তাদের জন্য ডাউনলোড
লিঙ্ক আমি নিচে তুলে ধরছি, এখান থেকে শিক্ষার্থী ডাউনলোড করেছে পড়াশোনা করতে পারবে।