চলতি বছর অর্থাৎ 2023 সালে স্কুল-কলেজ বলতে শিক্ষাপ্রতিষ্ঠান কত দিন বন্ধ থাকবে সে সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিষয়টি সরকারি ছুটি হিসেবে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে
আরও পড়ুনঃ পদ্মা সেতু – Padma Bridge Paragraph – SSC HSC Exam Paragraph
এ বিষয়গুলো জানিয়ে দেয়া হয়েছে। সকল শিক্ষার্থীদের জেনে রাখা উচিত তারা সারা বছরে কত দিন বন্ধ পাবে
এবং কিভাবে কিভাবে বন্ধ দেয়া হচ্ছে তাদের। মূলত এক বছরে প্রায় ৬ মাসে কাছাকাছি শিক্ষার্থীরা বন্ধ পাবে
অর্থাৎ 2023 সাল থেকে সরকারিভাবে শুক্র-শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেই দৃষ্টিকোণ থেকে ৫২ সপ্তাহে
শিক্ষার্থীরা ১০৪ দিন বন্ধ পাবেন, তার সাথে সরকারের বিভিন্ন ধরে বন্ধ রয়েছে। আজকে আমরা সকল বিষয়গুলো তুলে ধরছি।
এছাড়াও একাডেমিক কার্যক্রম প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একাদশ শ্রেণির ক্লাস কার্যক্রম পরিচালনা করা হবে
আগামী 1 ফেব্রুয়ারি থেকে এবং তাদের বার্ষিক পরীক্ষা হবে 16 ই আগস্ট ও শেষ হবে 31 আগস্ট রেজাল্ট প্রকাশ 5 সেপ্টেম্বর।
আরও পড়ুনঃ একটি Paragraph শিখলে তুমি পারবে সকল Paragraph – নিয়ম জানুন
দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা শুরু হবে 30 এপ্রিল ১৫ মে শেষ হবে এবং ফলাফল প্রকাশ করা হবে আগামী 21 মে।
2023 সালে শিক্ষাপ্রতিষ্ঠান কত দিন ছুটি থাকবে তা নিচে তুলে ধরা হলো
সরস্বতী পূজা 26 জানুয়ারি
মাঘী পূর্ণিমা 5 ফেব্রুয়ারি
শবে মেরাজ 19 ফেব্রুয়ারি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি
শুভ দোলযাত্রা 7 মার্চ
শবে বরাত 8 মার্চ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস 17 ই মার্চ
পবিত্র রমজান – স্বাধীনতা দিবস – শবে কদর বাংলা নববর্ষ 23 মার্চ থেকে 27 এপ্রিল
মে দিবস 1 মে
বুদ্ধ পূর্ণিমা 4 মে
পবিত্র ঈদুল আযহা 25 জুন থেকে 6 জুলাই
হিজরি নববর্ষ 20 জুলাই
আশুরা 29 জুলাই
জাতীয় শোক দিবস 15 আগস্ট
শুভ জন্মাষ্টমী আখেরি চাহার সোম্বা 13 সেপ্টেম্বর
ঈদে মিলাদুন্নবী 28 সেপ্টেম্বর
দুর্গাপূজা 20 অক্টোবর থেকে 28 অক্টোবর
কালীপূজা 12 নভেম্বর
বিজয় দিবস শীতকালীন অবকাশ 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর
সর্বমোট ছুটি 71 দিন
অর্থাৎ শিক্ষার্থীরা সাপ্তাহিক বন্ধ করছে প্রায় ১০৪ দিন এবং সরকারি ছুটি পাচ্ছে 71 দিন সব মিলিয়ে 175 দিনের মতো শিক্ষার্থীরা ছুটি পাচ্ছে।
সেই দৃষ্টিকোণ থেকে দেখা যায় প্রায় ছয় মাসের মত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা বন্ধুই পাবে এবং বাকি ছয় মাস তাদের ক্লাস কার্যক্রম পরিচালনা করা হবে।
ছুটির তালিকা PDF Download link


5 Comments
I am sitoden
তথ্য প্রেরণের জন্য ধন্যবাদ।
Thanks
বাম বোলে বাম বাম ডান্ডির মারে সুদ্দাম
ভুল তথ্য প্রকাশের আগে সঠিকটা জেনে নিন।
২০২৩ সালে নতুন কারিকুলামের শ্রেণি পাঠদানের জন্য শিক্ষাক্রম বিস্তরণ ট্রেনিংয়ে সকল শিক্ষক জানুয়ারি মাসের সব শুক্রবার শনিবার ট্রেনিং নিচ্ছেন।
তাছাড়া সকল জাতীয় দিবসে শিক্ষক শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত থাকেন।