২০২৩ সালের স্কুল কলেজ কত দিন ছুটি ? কত দিন ক্লাস হবে ? জানুন
2023 সালে স্কুল কলেজ কত দিন বন্ধ থাকবে সে প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেয়া হয়েছে। এখনো শিক্ষার্থীদের জেনে রাখা উচিত আসলে তাদের কত দিন ছুটি দেয়া হচ্ছে।
এখানে শিক্ষার্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে বিভিন্ন ধরনের ছুটি। কারণ শিক্ষার্থীরা যদি এখনই তারা জানতে
পারে সারাবছর তারা কখন কত দিন ছুটি পাবে তাহলে তাদের জন্য সুবিধা হবে বিভিন্ন পরিকল্পনা সাজানোর জন্য।
আরও পড়ুনঃ
- পদ্মা সেতু – Padma Bridge Paragraph – SSC HSC Exam Paragraph
- একটি Paragraph শিখলে তুমি পারবে সকল Paragraph – নিয়ম জানুন
- ডেঙ্গু হলে কিভাবে বুঝবেন ? ডেঙ্গু রোগের ঘরোয়া চিকিৎসা
শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটির ব্যাপারে জানিয়ে দেয়া হয়েছে যেখানে বলা হয়েছে 2023 সালে কি কারণে কত দিন ছুটি থাকবে সে বিষয়গুলো।
এছাড়া কলেজ পর্যায়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে
আগামী 1 ফেব্রুয়ারি এবং তাদের বার্ষিক পরীক্ষায় আয়োজন করা হবে আগামী 16 আগস্ট ও তার ফলাফল প্রকাশ করা হবে ৫ সেপ্টেম্বর।
এর পরবর্তীতে তাদের দ্বাদশ শ্রেণির ক্লাস কার্যক্রম পরিচালনা করা হবে। তাছাড়া 2023 সালে এইচএসসি পরীক্ষায়
অংশগ্রহণ করবে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 2023 সালে। এক্ষেত্রে তাদের নির্বাচনী পরীক্ষা প্রসঙ্গে
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আগামী 30 এপ্রিল তাদের নির্বাচনী পরীক্ষা শুরু হবে এবং 15
মে পরীক্ষা শেষ হবে এবং কলেজগুলোকে 21 মে এর মধ্যে ফলাফল প্রকাশ করতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ
- পদ্মা সেতু – Padma Bridge Paragraph – SSC HSC Exam Paragraph
- একটি Paragraph শিখলে তুমি পারবে সকল Paragraph – নিয়ম জানুন
- ডেঙ্গু হলে কিভাবে বুঝবেন ? ডেঙ্গু রোগের ঘরোয়া চিকিৎসা
2023 সালে স্কুল কলেজ ছুটির তালিকা নিচে তুলে ধরা হলোঃ
- শ্রী শ্রী সরস্বতী পূজা – 26 জানুয়ারি
- মাঘী পূর্ণিমা – 5 ফেব্রুয়ারি
- শবে মেরাজ- 19 ফেব্রুয়ারি
- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – একুশে ফেব্রুয়ারি
- শুভ দোলযাত্রা – 7 মার্চ
- শবে বরাত – 8 মার্চ
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস 17 ই মার্চ
- পবিত্র রমজান স্বাধীনতা দিবস নববর্ষ শবে কদর ঈদুল ফিতর গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে – 23 মার্চ থেকে 27 এপ্রিল
- মে দিবস – ১ মে
- বুদ্ধ দিবস – ০৪ মে
- পবিত্র ঈদুল আযহা – 25 জুন থেকে 6 জুলাই পর্যন্ত
- হিজরি নববর্ষ – 20 জুলাই
- আশুরা – 29 জুলাই
- জাতীয় শোক দিবস – 15 আগস্ট
- শুভ জন্মাষ্টমী – 6 সেপ্টেম্বর
- আখেরি চাহার সোম্বা – 13 সেপ্টেম্বর
- ঈদে মিলাদুন্নবী – 28 সেপ্টেম্বর
- দুর্গাপূজা – ২০ অক্টোবর থেকে 28 অক্টোবর
- কালীপূজা – ১২ নভেম্বর
- বিজয় দিবস ও শীতকালীন – ছুটি 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর
- সর্বমোট – 71 দিন ছুটি