
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদেরকে আর্থিক ভাবে সহায়তা প্রদান করার জন্য। বর্তমানে দুইটি উপবৃত্তি প্রদান করা হয়েছে।
আজকে আমরা শিক্ষার্থীদের এই উপবৃত্তি সম্পর্কিত সকল তথ্যগুলো জানাবো। যাতে করে শিক্ষার্থীরা এখানে আবেদন করে টাকা পেতে পারে।
আরও পড়ুন
- এসএসসি ২০২৩ মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি ফলাফল প্রকাশ
- কলেজ ভর্তি ২০২৩ ফলাফল প্রকাশ – কোন কলেজে চান্স পেয়েছো ?
- ২ টি উপবৃত্তি দিচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট – আবেদন করুন
- শিক্ষার্থীরা ৮০০০ টাকা উপবৃত্তি পাবে – সবার আগে আবেদন করুন
মূলত অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে পারে না টাকার অভাবে। দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বই খাতা কিনা স্কুল কলেজের বেতন
এবং যাতায়াতের বিষয়টি বহন করতে পারে না। তাদের অভিভাবকরা টাকার যোগান দিতে পারে না। যার কারণে মাঝ পথে এসে
অনেক শিক্ষার্থীর পড়াশোনা থেমে যায়। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে,
সেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে উপবৃত্তি সম্পর্কিত সকল তথ্য আমরা নিজে তুলে ধরছি।
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি
ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের কে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার ট্রাস্ট কর্তৃপক্ষ সম্মিলিতভাবে নিয়ে প্রদান করে।
এখানে একটি অর্থ শিক্ষার্থীরা প্রতি মাসে পাবে এবং তারা প্রায় দুই বছর থেকে ৫ বছর এই টাকা পাবে।
সরাসরি শিক্ষার্থীর ব্যাংক একাউন্টে এই টাকা পৌঁছে যাবে, এখানে আবেদন করার সাথে সাথে টাকা দেওয়া হবে না।
আরও পড়ুন
- এসএসসি ২০২৩ মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি ফলাফল প্রকাশ
- কলেজ ভর্তি ২০২৩ ফলাফল প্রকাশ – কোন কলেজে চান্স পেয়েছো ?
- ২ টি উপবৃত্তি দিচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট – আবেদন করুন
- শিক্ষার্থীরা ৮০০০ টাকা উপবৃত্তি পাবে – সবার আগে আবেদন করুন
তাদের একটি আবেদন ফরম পূরণ করতে হবে, পরবর্তীতে সেই আবেদন ফরমটা শিক্ষা প্রতিষ্ঠানের নিকট জমা দেবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে
যাচাই-বাছাই করা হবে। সকল তথ্যের সর্বশেষ শিক্ষার্থীদের সেই তথ্যগুলো অনলাইনে প্রধানমন্ত্রী শিক্ষা সরকার ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে।
এর পরবর্তীতে যোগ্য শিক্ষার্থী নির্বাচন করবে প্রধানমন্ত্রী ট্রাস্ট কর্তৃপক্ষ বর্তমানে কার্যক্রম পরিচালনা করা হবে।
শুধুমাত্র একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কারণ ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষা কার্যক্রম বছরের শুরুতেই পরিচালনা করা হয়েছে।
এখন শুধুমাত্র একাদশ শ্রেণির শিক্ষার্থীদের এখানে আবেদন করতে পারবে, খুব শীঘ্রই আবেদন ফরম প্রদান করা হবে সেখানে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তি সহায়তা প্রদান
শিক্ষার্থীদেরকে এখানে বড় ধরনের একটি অর্থ এককালীন প্রদান করা হবে। ভর্তি সহায়তা হিসেবে মূলত অনেক শিক্ষার্থী টাকার অভাবে ভর্তি হতে পারে না।
তাই তাদেরকে এই ভর্তির সহায়তা প্রদান করা হবে, তবে অবশ্যই এখানে ভর্তি হওয়ার পরে শিক্ষার্থী টাকা পাবে।
তার আগে টাকা পাবে না, এখানে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা মাধ্যমিক পর অনলাইনে এর মাধ্যমে
মাধ্যমিক পর্যায়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে ৫০০০ ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষার্থীর প্রদান করে থাকে। এখন সেই টাকা প্রদান করা হচ্ছে না,
কারণ এই টাকা তারা বছরে শুরুতে প্রদান করে এখন একাদশ শ্রেণির যে সকল শিক্ষার্থী ভর্তি হচ্ছে।
তাদের কয়েক দিনের মধ্যে আবেদন শুরু হবে সেখানে তাদেরকে ৮ হাজার টাকা প্রদান করা হবে।
যখন এই আর্থিক সহায়তা আবেদন কার্যক্রম শুরু হবে তখন শিক্ষার্থীদেরকে সে বিষয়গুলো জানিয়ে দেবো।
আমি খুব দরিদ্র পরিবারের মেয়ে।এই উপবৃত্তি টা পেলে আমার খুব উপকার হতো
Calling me…….. Are you make a what’s app number
01883516997
আমি একজন দিন মজুর এর মেয়ে আমাদের পরিবারে খুব অভাব আমি ssc তে GPA- 5 পেয়েছি কিন্তু টাকার অভাবে ভালো কলেজে ভর্তি হতে পারতাছি না আমার ছোট বোন ২য় শ্রেণীতে পড়ে কিন্তু টাকার অভাবে আমার বাবা পড়াতে পারছে না। এই উপবৃত্তি টা পেলে অনেক উপকার হতো।
আমি নবম শ্রেণীর ছাত্র আমাকে এই উপবৃত্তি প্রদান করাহলেআমি লেখা পড়া করা
সুবিধা হবে আমার বাবা একজন কৃষক আমার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে আমার পরিবারের সে কথা ভেবে আমায় এই উপবৃত্তি প্রদান করলে লেখাপড়া
করতে সুবিধা হবে
আমি একজন দিন মজুর এর মেয়ে আমাদের পরিবারে খুব অভাব আমি ssc তে GPA- 5 পেয়েছি কিন্তু টাকার অভাবে ভালো কলেজে ভর্তি হতে পারতাছি না আমার ছোট বোন ২য় শ্রেণীতে পড়ে কিন্তু টাকার অভাবে আমার বাবা পড়াতে পারছে না। এই উপবৃত্তি টা পেলে অনেক উপকার হতো।
পাবো কি না যানি না তবে পেলে অনেক অনেক উপকৃত হতাম
!!!পাবো কি না যানি না তবে পেলে অনেক অনেক উপকৃত হতাম !!
আবেদন করেন পেতেও পারেন।। আমি পাইছিলাম ২০২০ সালে এইচএসসি পরীক্ষা পর।
Vai eikhane jei form fillup kror joma dewar kotha bolse oi form ta kivabe +kothay pabo?
কি ভাবে আবপদন করতে হবে।কবে থোকে শুরু হবে
এপ্লাই করে পাইতেও পারেন।। আমি পাইছি ১০০০০ টাকা।। ২০২০ সালের ব্যাচ
এই বৃত্তি টা আমার অনেক প্রয়োজন । আমি বৃত্তি টা পেলে অনেক উপকার হবে । কলেজ ভর্তি বই কেনায় সহায়তা করবে
Eikhane je form fillup kore joma dewar kotha bola hoise oi form ta kivabe+ kothay pabo?
এই বৃত্তিটা আমার জন্য খুব উপকার হবে
Amr poribar onek doridro tar jonno amr taka proyojon Ami classe niyomito chatri chilam amr ma nei Ami etim amr Ekta vai ache Ami GPA-5 PAOYA chatri doiya Kore sahajjo korben amr Salam niben
পেলে উপকার হতো
Chondrika das
4 DAYS AGOREPLY
আমি রায়হান।আমার বাবা একজন সামান্য কৃষক
আমি টাকার অভাবে কোচিং সেন্টার এ ভর্তি হতে পারছি না। আমি এই উপবৃওি টা পেলে অনেক উপকৃত হবো।
আমার বাবা একজন দিনমজুর,, আমার এই উপবৃত্তি টা খুব উপাকার হবে
এপ্লাই করার শেষ তারিখ কত। যদি কেউ জেনে থাকেন … Pls জানা এয়েন
আমার বাবা একজন দিনমজুর,, আমার এই উপবৃত্তি টা খুব উপাকার হবে
আমার বাবা একজন দিনমজুর,, আমার এই উপবৃত্তি টা খুব উপাকার হবে
আমার বাবা একজন দিনমজুর,, আমার এই উপবৃত্তি টা খুব উপাকার হবে
My father is a farmer ! AMake upobrithi ta dile Ami and my family upocritho hotam
যদি সত্যিই উপবৃত্তি টা পেতাম অনেক ভালো হতো।01319877115
উপবৃত্তের জন্য আবেদন করতে চাই
এই উপবৃত্তের পাইলে অনেক উপকৃত হবো
Amio peyechi 7010tk Nogod Account e apnr kono help lagle amake watsappa korte paren
01912-797946
আমি মধ্যেবৃত্ত ঘরের একজন গরিব ছেলে। আসলেই কই এটা সত্যি কথা?সত্যি হলে উপবৃত্তি দিয়ে উপকার করবেন দয়া করে? শিক্ষা উপবৃত্তি দিয়ে উপকার করবেন।বিকাশ নম্বার ০১৭৩০৫৩১২১৫
আমি চন্দ্রিকা আমার বাবা একজন সামান্য কৃষক
আমি টাকার অভাবে কোচিং সেন্টার এ ভর্তি হতে পারছি না। আমি এই উপবৃওি টা পেলে অনেক উপকৃত হবো।
আমি খুব গরিব ঘরের ছেলে। আমার বাবা একজন কৃষক। কৃষি কাজ করে আমাকে মাধ্যমিক শিক্ষা পড়ার অর্থ দিয়েছেন এখন আমার বাবা আর টাকা দিতে পারেন না। এই টাকা পেলে আমি খুব উপকৃত হতাম।
এই বৃত্তিটা পেলে আমার অনেক উপকার হবে
আসসালামু আলাইকুম আমার বাবা একজন দিনমজুর এই উপবৃত্তিটা পেলে আমার লেখাপড়া আরো সুন্দরভাবে চালানো যেত আমার বাবার পক্ষে একা চালানো অসম্ভব হয়ে পড়ছে তাই প্রতিপক্ষকে আমার বিষয়টা বোঝার অনুরোধ রইল
আসসালামু আলাইকুম আমার বাবা একজন ব্যবসায়ী, এই উপবৃত্তিটা পেলে আমার লেখাপড়া আরো সুন্দরভাবে চালানো যেত আমার বাবার পক্ষে একা চালানো অসম্ভব হয়ে পড়ছে তাই প্রতিপক্ষকে আমার বিষয়টা বোঝার অনুরোধ রইল।আশাকরি আমাকে সহায়তা করবেন।
উপকৃত হব
আসসালামু আলাইকুম আমার বাবা একজন ব্যবসায়ী, এই উপবৃত্তিটা পেলে আমার লেখাপড়া আরো সুন্দরভাবে চালানো যেত আমার বাবার পক্ষে একা চালানো অসম্ভব হয়ে পড়ছে তাই প্রতিপক্ষকে আমার বিষয়টা বোঝার অনুরোধ রইল।আশাকরি আমাকে সহায়তা করবেন।
আছসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আমার আকুল আবেদন আর্থিক সহযোগিতা কামনা করছি এই যে আমি একজন সাধারণ পরিবারের সন্তান ও আমার বাবা একজন সাধারণ আনসার সদস্য ও মা একজন গৃহিণী সু দৃষ্টি কামনা করছি নিউ সয়েজ নাম্বার ঢাকা কমার্স কলেজ ভর্তি প্রস্তুতি নিয়েছি সবার সহযোগিতা ভালো বাসা দোয়া কামনা করছি 01770507018/-605560/2021114937
ঢাকা কমার্স কলেজ ভর্তি প্রস্তুতি নিয়েছি a a1269402
আমি এসএসসি ২০২৩ সালে জিপিএ ৫.০০ পেয়েছি। সৈয়দপুর বিজ্ঞান সরকারি কলেজে চান্স পেয়েছি।
টাকার অভাবে ভর্তি হতে পারতেছিনা। আমার বোন চতুর্থ শ্রেণীতে পড়ে। আমার বাবা অত্যন্ত দরিদ্র। আর্থিক সহায়তা পেলে লেখাপড়ার পথ সুখম হতে পারে বলে মনে করি