Scholarship

২ টি উপবৃত্তি পাবে এসএসসি ২০২৩ শিক্ষার্থীরা – কত টাকা দিবে ?

Pinterest LinkedIn Tumblr

আর্থিক ভাবে শিক্ষার্থীদেরকে সহায়তা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বর্তমানে পরিচালনা করা হচ্ছে কয়েকটি উপবৃত্তি কার্যক্রম।

আজকে আমরা শিক্ষার্থীদের কে জানাবো কিভাবে শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারে।

প্রতিবছরই শিক্ষা মন্ত্রণালয় থেকে কয়েকশো কোটি টাকা প্রদান করা হয়। গত বছর শিক্ষা মন্ত্রণালয়

এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষের মাধ্যমে ১১৯৯ কোটি টাকা উপবৃত্তি প্রদান করা হয়েছিল।

আরও পড়ুন

এরকম ভাবে বিভিন্ন সময় শিক্ষা বোর্ডগুলো থেকে উপবৃত্তির নোটিশ প্রকাশ করে উপবৃত্তি প্রদান করা হয়।

আজকে আমরা এসএসসি পরীক্ষা ২০২৩ যারা পাস করেছে। তাদের জন্য দুই উপবৃত্তি তথ্য জানাবো।

এখানে শিক্ষার্থীরা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবে, আবার কিছু ক্ষেত্রে সরাসরি তাদেরকে উপবৃত্তির টাকা প্রদান করা হবে।

মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি –

যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাশ করেছে এবং ভালো ফলাফল করেছে। তাদের মধ্য থেকে দরিদ্র মেধাবীর রোগা গ্রস্থ

সুবিধে বঞ্চিত শিক্ষার্থীদের কে খুঁজে বের করে। মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীর এখানে একটি ভালো অর্থ উপবৃত্তি পাবে।

দুই বছর ২৪ মাস শিক্ষার্থীদের এখানে টাকা প্রদান করা হবে। মেধাবৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা মাসিক ৬০০ টাকা করে পাবে এবং বাৎসরিক তারা আরো ৯০০ টাকা করে পাবে।

সাধারণ বৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা মাসিক ৩৫০ টাকা পাবে এবং বাৎসরিক আরো ৪৫০ টাকা করে পাবে।

এখানে কোন ধরনের আবেদন গ্রহণ করা হবে না, তাদের রেজাল্টের উপর ভিত্তি করে প্রতিটি বোর্ড তালিকা প্রকাশ করবে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি –

সমন্বিত উপবৃত্তি বলতে বোঝানো হয়েছে যে সকল শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে তাদেরকে এইচএসসি পর্যায়ে দুই বছর

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষের প্রদান করবে। এখানে শিক্ষার্থীরা কয়েক হাজার উপবৃত্তি পাবে।

তাদেরকে প্রতি ছয় মাসে একটি করে কিস্তির মাধ্যমে ৩ হাজার টাকা থেকে চার হাজার টাকা প্রদান করা হবে।

এভাবে শিক্ষার্থীরা দুই বছর টাকা পাবে, এখানে আবেদন করতে হবে। একটি আবেদন ফরম পূরণ করার মাধ্যমে,

এর পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সেগুলো জমা দেওয়া হবে। এরপর যাচাই-বাছাই করে যোগ্য শিক্ষার্থী

নির্বাচন করে, এই উপবৃত্তির মূল ফলাফল প্রকাশ করবে এবং সরাসরি শিক্ষার্থীদের কাছে টাকা চলে আসবে।

উপবৃত্তির আবেদন কার্যক্রম আগামী কয়েক দিনের মধ্যে শুরু হবে। যেখানে শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

যখন এর আবেদন শুরু হবে তখন আমরা শিক্ষার্থীদেরকে জানিয়ে দিব এবং কিভাবে আবেদন করবে সে বিষয়গুলো বলবো।

আরও পড়ুন

6 Comments

  1. Rumman Ahmed Reply

    I am a son of a very poor family. We are five brothers and sisters. My father is a farmer and we eat what he earns at the end of the day. My father struggles to support us all with this little income and pay for our education. So if I get this scholarship then I can continue my studies.

  2. Rumman Ahmed Reply

    I am a son of a very poor family. We are five brothers and sisters. My father is a farmer and we eat what he earns at the end of the day. My father struggles to support us all with this little income and pay for our education. So if I get this scholarship then I can continue my studies.

  3. Dear sir, l’am got GPA 5 in SSC exam . I belong in a poor family .My father is so ill.He can’t bear my educational cost.I really need this trust.My bikash no is : 01712518722

Write A Comment