HSC Exam

২ টি দুঃসংবাদ – এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে

Pinterest LinkedIn Tumblr

এইচএসসি পরীক্ষা ২০২৩ বর্তমানে আগামী ১৭ তারিখে শুরু হচ্ছে। সারা দেশে নানান পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা এই পরীক্ষা নিয়ে যথেষ্ট চিন্তা করছে।

অভিভাবকদের সাথে কথা বলে এ ব্যাপারে আমরা জানতে পারি। তাছাড়া শিক্ষার্থীরা তত দীর্ঘদিন ধরে

বিষয় নিয়ে বলে যাচ্ছে। বর্তমানে রাজনৈতিকভাবে দেশের পরিস্থিতি মোটেও ভালো যাচ্ছে না,

এই অবস্থায় তারা যদি এইচএসসি পরীক্ষা ২০২৩ দিতে যায় কোন ধরনের সমস্যা হয় তা নিয়ে মূলত চিন্তা।

আরও পড়ুনঃ ৩ টি সুখবর এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে – জেনে নেও

এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে কয়েকটি দুঃসংবাদ দিয়েছে।

যে বিষয়গুলো শিক্ষার্থীদের জানা দরকার। প্রথমত তাদের পরীক্ষা নিয়ে বলা হয়েছে, যখন রাজনৈতিক ভাবে দেশে পরিস্থিতি খারাপ হবে।

তখন যদি তাদের পরীক্ষা হয়, তখন তাদের পরীক্ষা স্থগিত হতে পারে বিশেষ করে ঢাকা শহর অর্থাৎ ঢাকা বোর্ডের যদি পরীক্ষা নিতে

গিয়ে ঝামেলা তৈরি হয় তাহলে সকল বোর্ডের পরীক্ষা চলমান থাকবে শুধুমাত্র ঢাকা বোর্ডের পরীক্ষা স্থগিত হতে পারে।

শিক্ষার্থীরা বলছে যদি এরকম করো তারা যদি পরীক্ষা পরিচ্ছন্ন করে, তা আমাদের কোন সমস্যা নেই।

কারণ এখানে পরীক্ষা হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদি পরীক্ষা একবার স্থগিত হয়, সে পরীক্ষাটা পরবর্তীতে তারা আবার

নিতে পারবে সময় করে। কিন্তু যদি তারা সকল পরীক্ষা স্থগিত করে ফেলে তখন অনেক ধরনের বড় ঝামেলা তৈরি হবে।

অন্যদিকে প্রশ্নপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে।

একই সিলেবাসের উপর ২০২২ সালের শিক্ষার্থীদের প্রশ্ন তৈরি করা হয়েছিল। তাই এখানে শিক্ষার্থীদের জন্য একটু হলেও পড়াশোনা করে,

এইচএসসি পরীক্ষা ২০২৩ দিতে যায়। কারণ সিলেবাসের যতই সহজ হোক না কেন প্রশ্ন কঠিন হতে পারে।

কিছু ক্ষেত্রে প্রশ্ন আরো বেশি কঠিন হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষার্থীদের কে যথেষ্ট সচেতন হতে হবে

এবং ভালোভাবে পড়াশোনা করে, পরীক্ষা দিতে যেতে হবে। যাতে করে ভালোভাবে যারা পরীক্ষা দিতে পারে।

বর্তমানে শিক্ষা বোর্ডগুলো কাজে পরীক্ষা সকল প্রস্তুতি নিয়ে কাজ করছে, শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগামী ১৭ তারিখ

বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। সকল বিষয়গুলো পরীক্ষা চলমান থাকবে, যদি কোন রাজনৈতিক

পরিস্থিতি খারাপ হয় তখন আমরা নতুন সিদ্ধান্ত নিব। কিন্তু এই মুহূর্তে পরীক্ষা আয়োজন করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করছি।

20 Comments

    • আসসালামু আলাইকুম ,আমি চট্টগ্রাম বিভাগের ইসলামিয়া ডিগ্রী কলেজের ছাত্র। আমি ২০২৩ এর একজন পরীক্ষার্থী কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এখনো আমার সিলেবাস কমপ্লিট করতে পারি নাই 😭😭। কারন এত অল্প সময়ে সব সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। যেখানে দুই বছরে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে সকল ছাত্র-ছাত্রীদের জন্য অসম্ভব হয়। সেখানে আমরা মাত্র দেড় বছরে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারবো? আমার জানামতে আমার অনেক ফ্রেন্ড পরীক্ষা দিচ্ছে না। কারণ তারা জানে তারা পরীক্ষা দিলে যতটুকু মার্ক আশা করছিল ততটুকু মার্ক আসবে না। এমনকি আমি নিজেও আমার বাবা-মায়ের সাথে কথা বলছি যে আমি পরীক্ষা দিব না। কিন্তু বাবা মায়ের জোরে আমি পরীক্ষা দিচ্ছি। 😂😂😂 আমারও পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই। কারণ আমি এখনো সিলেবাস কমপ্লিট করতে পারিনি। তাই মাননীয় (শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর )কাছে আমাদের আকুল আবেদন , পরীক্ষা পিছে নেন না হয় (পঞ্চাশ মার্কের )পরীক্ষা নিন,🤲🤲🤲 তাছাড়া দেশের অবস্থা ততটা ভালো না ডেঙ্গুর প্রভাব বাংলাদেশে বেডেই চলছে। তারপরে অনেক ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারতেছে না।

    • Reduan hossain Reply

      আসসালামু আলাইকুম ,আমি ঢাকা বিভাগের শহিদ তাজ উদ্দিন আহমেদ সরকারও ডিগ্রী কলেজের ছাত্র। আমি ২০২৩ এর একজন পরীক্ষার্থী কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি এখনো আমার সিলেবাস কমপ্লিট করতে পারি নাই 😭😭। কারন এত অল্প সময়ে সব সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। যেখানে দুই বছরে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে সকল ছাত্র-ছাত্রীদের জন্য অসম্ভব হয়। সেখানে আমরা মাত্র দেড় বছরে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারবো? আমার জানামতে আমার অনেক ফ্রেন্ড পরীক্ষা দিচ্ছে না। কারণ তারা জানে তারা পরীক্ষা দিলে যতটুকু মার্ক আশা করছিল ততটুকু মার্ক আসবে না। এমনকি আমি নিজেও আমার বাবা-মায়ের সাথে কথা বলছি যে আমি পরীক্ষা দিব না। কিন্তু বাবা মায়ের জোরে আমি পরীক্ষা দিচ্ছি। 😂😂😂 আমারও পরীক্ষা দেওয়ার ইচ্ছা নেই। কারণ আমি এখনো সিলেবাস কমপ্লিট করতে পারিনি। তাই মাননীয় (শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর )কাছে আমাদের আকুল আবেদন , পরীক্ষা পিছে নেন না হয় (পঞ্চাশ মার্কের )পরীক্ষা নিন,🤲🤲🤲 তাছাড়া দেশের অবস্থা ততটা ভালো না ডেঙ্গুর প্রভাব বাংলাদেশে বেডেই চলছে। তারপরে অনেক ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারতেছে না।

    • পরিক্ষার সময় পিছানো হোক বা 50 নম্বরে পরীক্ষা নেয়া হোক।

  1. আমি বীরগঞ্জের এক জন ছাত্র আমি সিলিবাস কম্পিলিত করতে পারি নাই তাই বলছি যে পরিখা পিছাই দিলে ভাল হয়

  2. আমি সিরাজগঞ্জ থেকে বলছি

    আমাদের পূর্ণ প্রস্তুতি নেয়া হয়নি পরিক্ষা পিছিয়ে দিতে বলছি না কিন্তু (৫০ নম্বরের পরিক্ষা) এবং [তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ]কে বাদ দিয়ে পরিক্ষা অনুষ্ঠিত করা হোক৷

    দেশের রাজনৈতিক অবস্থা তেমন ভালো না৷
    এই দিনে ডেঙ্গু জ্বরের প্রভাব বেড়েই চলে ছে

    তাই কতৃপক্ষের কাছে আকুল আবেদন বিষয় গুলি বিবেচনায় আনা হোক৷

    আমরা চাইনা আমাদের খারাপ রেজাল্ট হোক
    বাবা মার মুখে হাসি ফুটিয়ে নিজের জীবন ঘড়তে চাই৷
    এই প্রত্তাসা করে শেষ করছি

    – ধন্যবাদ

    • Amader upor diya onk passer jassa exam of even picanor chye (50) marks exam nawya hok.. Akul abandon apnader kase 🙂amra chi life a valo kisu korta doiya kora amader dik ta aktw dheken

  3. পরিক্ষার সময় পিছানো হোক বা 50 নম্বরে পরীক্ষা নেয়া হোক।

  4. পরীক্ষা পিছালে বা ৫০ মার্ক এর পরীক্ষা হলে তোমাদেরই ভবিষ্যৎ সমস্যা হবে বিশেষ করে যারা অনেক দূু এগিয়ে যেতে চাও পরীক্ষা পেছানোটা মোটেই ভালো কাজ না মনো বল আরো নষ্ট হয়ে যাবে তোমাদের

  5. ৫০ মার্কের এক্সাম নেওয়া হোক নয়তো পরীক্ষা পিছানো হোক দেশের অবস্থা ভালো না তারপরও ছাত্র-ছাত্রীদের সিলেবাস এখনো কমপ্লিট হয় নাই এত অল্প সময়ে সিলেবাস কমপ্লিট করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

  6. ৫০ মার্কের এক্সাম নেওয়া হোক নয়তো পরীক্ষা পিছানো হোক । ছাত্র-ছাত্রীদের সিলেবাস এখনো কমপ্লিট হয় নাই ।এত অল্প সময়ে সিলেবাস কমপ্লিট করা অসম্ভব ।

  7. পরীক্ষা পিছিয়ে দেয়া ই ভালো

  8. সজীব Reply

    পরিক্ষা পিছানো হোক কারণ পরিক্ষা পিছালে আমার একটু ভালো হয়,,, আমি যাকে ভালোবাসি সে এক জন পরিক্থার্থী সে ২ মাস পর পরিক্ষা দিলে সে ভালো রেজাল্ট করবে এবং আমাকে চাইতে পারবে তার আম্মু আব্বুর কাছে,, প্লিজ পরিক্ষার সময় পরিবর্তন করেন,,

Write A Comment