২ টি সুখবর এসএসসি পরীক্ষা ২০২২ সকলের জন্য – জেনে নেও
দেশের সাধারণ নয় শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 20 লাখের অধিক শিক্ষার্থী চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ অংশগ্রহণ করেছে।
এক্ষেত্রে তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে দুইটি গুরুত্বপূর্ণ সুসংবাদ জানিয়ে দিয়েছে।
এ ক্ষেত্রে কি কি সুসংবাদ রয়েছে শিক্ষার্থীদের জন্য তা আমরা কথা বলবো। মূলত চলতি বছর এসএসসি
আরও পড়ুনঃ
- এসএসসি ২০২২ কত নম্বর Grace দিবে ? জানালো শিক্ষা মন্ত্রণালয়
- ১ বা ২ নম্বর দিয়ে পাস বা এ+ দিবে কি ? এসএসসি পরীক্ষা ২০২২
- যেভাবে এসএসসি পরীক্ষা ২০২২ খাতা দেখা হবে – জেনে নেও
পরীক্ষা নানান সমস্যার মধ্যে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে চলতি বছর এসএসসি
পরীক্ষায় বন্যার কারণে কয়েকবার স্থগিত হয়েছে। তাছাড়া প্রশ্ন ফাঁসের মতো ঘটনাও ঘটেছে।
এই অবস্থা শিক্ষার্থীদের মন-মানসিকতা খারাপ একই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর আগে গত 19 জুন
পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল কিন্তু শেষ সময়ে এসে পরীক্ষা স্থগিত ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।
পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয় গত 15 সেপ্টেম্বর এবং সেভাবেই পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে
এবং পরীক্ষা আয়োজন করা হচ্ছে। এক্ষেত্রে পরীক্ষা শেষের দিকে আগামী 1 অক্টোবর পরীক্ষা আনুষ্ঠানিক ভাবে শেষ হবে।
আরও পড়ুনঃ
- এসএসসি ২০২২ কত নম্বর Grace দিবে ? জানালো শিক্ষা মন্ত্রণালয়
- ১ বা ২ নম্বর দিয়ে পাস বা এ+ দিবে কি ? এসএসসি পরীক্ষা ২০২২
- যেভাবে এসএসসি পরীক্ষা ২০২২ খাতা দেখা হবে – জেনে নেও
শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের যেসব সুবিধা দেয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিক্ষার্থীরা
যারা এক বা দুই নম্বরের জন্য ফেল করবে তাদেরকে এক বা দুই নম্বর দিয়ে পাস করিয়ে দেয়া হবে।
অর্থাৎ শিক্ষার্থীদের পাসের হার যেন বেশি হয় এবং ফেলের হার যেন কম হয় সে ব্যাপারে শিক্ষকদের সচেতন থাকতে বলা হয়েছে।
যদি কোনো শিক্ষার্থী সৃজনশীলে লিখে আসে যদি উত্তর ভুল হয় তবে সে কিছুটা নম্বর শিক্ষকের নিকট থেকে পাবে।
২য় সুখবর নিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয় যে সকল শিক্ষার্থী কিছু নম্বরের জন্য ভালো গ্রেড পয়েন্ট মিস করবে
অর্থাৎ এ প্লাস পেতে যদি শিক্ষার্থীর দুই বা তিন নম্বর দরকার হয়। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রীর নির্দেশ দিয়েছে সে নম্বর
জন্য শিক্ষার্থীদের কে দিয়ে দেয়া হয় যাতে তারা গ্রেট পয়েন্ট ভাল পায় কারণ দুই এক নম্বরের জন্য অনেক সময়
অনেক শিক্ষার্থী ভালো করে এবং এ প্লাস মিস করে এক্ষেত্রে শিক্ষামন্ত্রণালয় সে ব্যাপারে যথেষ্ট সচেতন রয়েছে।
অনেক ধন্যবাদ এই পোস্টটির জন্য । এসএসসির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করলে আরো খুশি হতাম বিশেষ করে সাজেশন ।
Sir amar match e mcq borat korte pari nai doya kore 2 1 ekta pass korai dile apnar nikot chiro kitoggo takibo are bakhi sob subjecte alhamdulillah valo hoyeche..??