শিক্ষা মন্ত্রণালয় থেকে দরিদ্র মেধাবী রোগগ্রস্থ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কে কয়েকটি উপবৃত্তি প্রদান করছে। তা নিয়ে আজকে আমরা আলোচনা করব।
তোমরা যে সকল শিক্ষার্থী উপবৃত্তি পেতে চাও আর্থিকভাবে সমস্যা রয়েছে তারা কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের সমস্যার কথা জানাতে পারো।
আরও পড়ুন
- এসএসসি ২০২৩ মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি ফলাফল প্রকাশ
- কলেজ ভর্তি ২০২৩ ফলাফল প্রকাশ – কোন কলেজে চান্স পেয়েছো ?
- ২ টি উপবৃত্তি দিচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট – আবেদন করুন
- শিক্ষার্থীরা ৮০০০ টাকা উপবৃত্তি পাবে – সবার আগে আবেদন করুন
মূলত দরিদ্র মেধাবী রোগগ্রস্ত সুবিধা বঞ্চিত অভাবগ্রস্থ শিক্ষারদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য
শিক্ষা মন্ত্রণালয় থেকে কার্যক্রম পরিচালনা করা হয়। যেখানে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের কে ভালো একটি অর্থ প্রদান করে,
যার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা কার্যক্রম পরিচালনা করতে পারে। আজকে আমরা তিনটি সম্পর্কিত তথ্য শিক্ষার্থীদের কে
জানাবো যার আবেদন শিক্ষার্থীরা অনলাইন মাধ্যমে করতে পারবে এবং এখানে বেশ ভালো একটি অর্থ শিক্ষার্থীরা পাবে।
মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি –
এসএসসি পরীক্ষা যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের রেজাল্টের উপর ভিত্তি করে এই বৃত্তি প্রদান করা হবে।
এখানে শিক্ষার্থীরা মাসিক ৬০০ টাকা করে পাবে মেধাবৃত্তির ক্ষেত্রে এবং সাধারণ বৃত্তি ক্ষেত্রে শিক্ষার্থীরা মাসিক ৩৫০ টাকা করে পাবে।
বাৎসরিক মেধাবৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা 900 টাকা করে পাবে এবং সাধারণ বৃত্তি ক্ষেত্রে বাৎসরিক ৪৫০ টাকা করে পাবে।
এখানে কোন ধরনের আবেদন গ্রহণ করা হবে না, ২০২৩ সালের এসএসসি রেজাল্ট করা হবে উপর নির্ভর করে শিক্ষার্থীদেরকে
এই বৃত্তি প্রদান করা হবে। তাই এখানে শিক্ষার্থীদের আবেদন করার কোন সুযোগ নেই এর ফলাফল
কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে যখনই ফলাফল প্রকাশ করবে আমরা তোমাদেরকে জানিয়ে দিব।
আরও পড়ুন
- এসএসসি ২০২৩ মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি ফলাফল প্রকাশ
- কলেজ ভর্তি ২০২৩ ফলাফল প্রকাশ – কোন কলেজে চান্স পেয়েছো ?
- ২ টি উপবৃত্তি দিচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট – আবেদন করুন
- শিক্ষার্থীরা ৮০০০ টাকা উপবৃত্তি পাবে – সবার আগে আবেদন করুন
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার ট্রাস্ট উপবৃত্তি –
মূলত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের কে বিভিন্ন সময় উপবৃত্তি প্রদান করে।
এখানে আবেদন করতে হবে শিক্ষার্থীদের একটি আবেদন ফরম পূরণ করার মাধ্যমে, সে তথ্যগুলো শিক্ষার্থীরা পূরণ করে
শিক্ষা প্রতিষ্ঠানে তাদের শিক্ষার্থীদের জমা দিবে শিক্ষকরা সেই তথ্যগুলো অনলাইনে সাবমিট করবে।
মূলত এখানে আবেদন করতে হবে শিক্ষার্থীদের একটি আবেদন ফরমের মাধ্যমে। আবেদনের ফর্মে শিক্ষার্থীর সকল তথ্য সঠিক ভাবে
দিতে পারলে তার আবেদন হয়ে যাবে এবং শিক্ষার্থীরা এখানে টাকা পেতে পারে। এখন বর্তমানে শুধুমাত্র একাদশ শ্রেণির শিক্ষার্থীদের আবেদন শুরু হবে,
এর আগে ষষ্ঠ এবং স্নাতক পর্যায় আবেদন শেষ হয়েছে। একাদশ শ্রেণীর শিক্ষার্থীর আগামী কয়েক দিনের মধ্যে অনলাইন আবেদন করতে পারবে।
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তি সহায়তা –
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাস্ট কর্তৃপক্ষ থেকে শিক্ষার্থীদেরকে এককালীন একটি ভর্তি সহায়তা প্রদান করা হয়।
এখানে অনলাইনে মাধ্যমে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পর্যায়ে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়
উচ্চ মাধ্যমিক পর্যায় ৮ হাজার টাকা প্রদান করা হয় এবং স্নাতক পর্যায়ে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এরই মধ্যে মাধ্যমিক পর্যায়ে এবং উচ্চ মাধ্যমিক স্নাতক পর্যায়ে পাঁচ হাজার টাকা ও ১০০০০ টাকা প্রদান করা হয়েছে।
এখন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বিতরণ করা হবে, তাই শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পরামর্শ প্রদান করছি।
আগামী কয়েকদিনের মধ্যেই শিক্ষার্থীদের আবেদন শুরু হয়ে যাবে যখনি আবেদন শুরু হবে তখন আমরা শিক্ষার্থীদেরকে সে বিষয়গুলো জানাবো।
7 Comments
I wanted to apply for scholarships
May be Fack
Apply korbo kothay
Vorti shohaita trust er application kokhon theke start hbe?
Please help me
I am three sister. My s.s.c vocational result-2023 is gpa 5. My one sister read in east-west University., one sister read in class six. My father is a govt. Servant. Our family member are five.
I am three sister. My s.s.c vocational result-2023 is gpa 5. My one sister read in east-west University., one sister read in class six. My father is a govt. Servant. Our family member are five. Very difficult for me admission to the college.