৩ টি নিয়মে এসএসসি ফলাফল ২০২২ দেখুন মোবাইল থেকে
20 লাখ শিক্ষার্থী চলতি বছর এসএসসি পরীক্ষা ২০২২ অংশগ্রহণ করেছে এরই মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত করেছে শিক্ষা বোর্ড।
কিভাবে শিক্ষার্থীরা এই ফলাফল দেখতে পাবে তা নিয়ে আমরা আজকে কথা বলব। শিক্ষা মন্ত্রণালয় থেকে
তিনটি নিয়ম এর মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল দেখা যায়। শিক্ষা বোর্ড ফলাফল তৈরি করে অনলাইনে সাবমিট করবে।
আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা A+/GPA5 পেতে কয়টি বিষয়ে A+ পেতে হবে ?
- ২০২২ সালের এসএসসি পরীক্ষা কত নম্বর পেলে A+ A A- B C D
- এসএসসি পরীক্ষা ২০২২ পাসের হার কত ? ফেইল হার কত ?
- 3 টি দুঃসংবাদ SSC Result 2022 2022 নিয়ে – জেনে নাও
এর পরবর্তীতে শিক্ষার্থীরা অনলাইন থেকে ফলাফল গুলো দেখতে পারবে। এর মধ্যে দুইটি প্রক্রিয়ার শিক্ষার্থীরা অনলাইনের
ওয়েবসাইটের মাধ্যমে তার ফলাফল দেখতে পারবে, আরেকটি নিয়ম হচ্ছে এসএমএসের মাধ্যমে ফলাফল দেখা যাবে।
তাই শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা এই তিনটি বিষয় তুলে ধরছি। এ বছর এসএসসি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হবে আগামী 28 নভেম্বর।
এরইমধ্যে সেভাবে সকল প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। প্রধানমন্ত্রী ওই দিন উপস্থিত থেকে আনুষ্ঠানিক
ভাবে এই ফলাফল প্রকাশ করবেন এর পরবর্তীতে শিক্ষার্থীরা মূলত তাদের ফলাফল গুলো দেখতে পারবে।
আরও পড়ুনঃ
- Good News: SSC Result 2022 Published – Check Now
- ২ টি দুঃসংবাদঃ ২০২২ সালের এসএসসি রেজাল্ট নিয়ে – জেনে নিন
- SSC Result 2022 Marksheet With Number – All Education board
এসএসসি ফলাফল ২০২২ দেখার প্রথম নিয়মঃ
এস এস সি পরীক্ষার ফলাফল দেখতে হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে সকল তথ্য দিয়ে ফলাফল দেখতে পারবে। আমরা ধাপগুলো নিচে তুলে ধরছিঃ
- শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট লিঙ্ক নিচে তুলে ধরা হলো
- পরীক্ষার নাম এসএসসি সিলেক্ট করতে হবে
- পরীক্ষার সাল 2022 সিলেক্ট করতে হবে
- পরীক্ষা বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- শিক্ষার্থীর রোল নম্বর সঠিকভাবে বসাতে হবে
- শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে বসাতে হবে
- দুটি সংখ্যার যোগফল সামনের ফাঁকা করে বসাতে হবে
- সাবমিট বাটনে ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে
এস এস সি ফলাফল দেখার দ্বিতীয় নিয়মঃ
মার্কশিট সহ যদি শিক্ষার্থীরা তাদের ফলাফলগুলো দেখতে চায় তাহলে এই ওয়েবসাইটে ভিজিট করে সকল তথ্য দিতে হবে।
আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা A+/GPA5 পেতে কয়টি বিষয়ে A+ পেতে হবে ?
- ২০২২ সালের এসএসসি পরীক্ষা কত নম্বর পেলে A+ A A- B C D
- এসএসসি পরীক্ষা ২০২২ পাসের হার কত ? ফেইল হার কত ?
- 3 টি দুঃসংবাদ SSC Result 2022 2022 নিয়ে – জেনে নাও
এক্ষেত্রে কিছু বোর্ড রেজাল্ট প্রকাশের সাত থেকে দশ দিন পরে মার্কশীটসহ ফলাফল প্রকাশ করে থাকে।
- শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট লিঙ্ক নিচে তুলে ধরা হলো
- পরীক্ষার নাম এসএসসি সিলেক্ট করতে হবে
- পরীক্ষার সাল 2022 সিলেক্ট করতে হবে
- পরীক্ষার বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- রেজাল্ট এর ধরন ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে
- শিক্ষার্থী রোল নম্বর বসাতে হবে
- শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে
- ছবিতে উল্লেখিত চারটি সংখ্যা সামনের ঘরে লিখতে হবে
- সাবমিট বাটনে ক্লিক করলে ফলাফল চলে আসবে
এসএসসি পরীক্ষার ফলাফল দেখার তৃতীয় নিয়মঃ
এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা তৃতীয় নিয়ম হিসেবে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন,
বাংলাদেশের যেকোন মোবাইল অপারেটর সিম থেকে এসএমএস পাঠানো যেতে পারে এক্ষেত্রে অবশ্যই
2 থেকে 3 টাকা পর্যন্ত এই এসএমএস এর চার্জ কাটবে সেই টাকা ব্যালেন্স দেখে এই এসএমএস করতে হবে।
আরও পড়ুনঃ
- Good News: SSC Result 2022 Published – Check Now
- ২ টি দুঃসংবাদঃ ২০২২ সালের এসএসসি রেজাল্ট নিয়ে – জেনে নিন
- SSC Result 2022 Marksheet With Number – All Education board
এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীর এসএসসি ফলাফল দেখার জন্য যেকোনো সিম অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে-
টাইপ করতে হবে – SSC < >বোর্ডের প্রথম তিন সংখ্যা <> রোল নাম্বার <> 2022 এর পর পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে
Dhonnobad apnak. I got result .