৩ টি নিয়মে এসএসসি ফলাফল ২০২২ দেখুন – সঠিক ওয়েবসাইট
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা তিনটি প্রক্রিয়ার মাধ্যমে তাদের এসএসসি ফলাফল ২০২২ খুব সহজে দেখতে পারবেন। আজকে আমরা তিনটি প্রক্রিয়া নিয়ে কথা বলবো।
কিভাবে শিক্ষার্থীরা তাদের ফলাফলগুলো দেখতে পারবে। দুইটি নিয়ম হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে।
আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা A+/GPA5 পেতে কয়টি বিষয়ে A+ পেতে হবে ?
- ২ টি সুখবর ssc পরীক্ষা ২০২২ নিয়ে – সুখবর জেনে নেও সবাই
- মাত্র ১ মিনিটে এসএসসি রেজাল্ট দেখুন – SSC Result 2022 Check
- Braking News: SSC Result 2022 Publish – All Board Check Now
যেখানে অবশ্যই শিক্ষার্থীদের মোবাইল ফোন এবং ইন্টারনেট থাকতে হবে, এখানে কোন ধরনের টাকা লাগবেনা।
বিনামূল্যে শিক্ষার্থীরা এই ফলাফলগুলো দেখতে পারবে। আরেকটি নিয়ম হচ্ছে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা
ফলাফল দেখতে পারবেন, এখানে অবশ্যই কিছু টাকা চার্জ তাদেরকে দিতে হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ 2 থেকে 3 টাকা পর্যন্ত লাগতে পারে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ওয়েবসাইট ব্যতীত অন্য কোন ভাবেই ফলাফল দেখা যাবে না।
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় যেদিন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করবে সেই সময় অনেক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা
একসাথে ওয়েবসাইটে ফলাফল দেখার জন্য চেষ্টা করবে যার কারণে ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যেতে পারে।
আরও পড়ুনঃ
- Check SSC Result 2022 by SMS – এসএসসি রে জা ল্ট দেখুন
- Marksheet সহ এসএসসি রেজাল্ট ২০২২ দেখার ২ টি নিয়ম
- ২ টি সুখবর – এস এস সি রেজাল্ট ২০২২ নিয়ে – জেনে নেও
- ২০২২ সালের এসএসসি পরীক্ষা কত নম্বর পেলে A+ A A- B C D
তাই শিক্ষার্থীদের সকল নিয়ম জেনে রাখা উচিত যার মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই এর ফলাফল গুলো দেখতে পারে।
এসএসসি ফলাফল দেখার প্রথম নিয়মঃ
- শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- পরীক্ষার নাম এসএসসি সিলেক্ট করতে হবে
- পরীক্ষার সাল 2022 সিলেক্ট করতে হবে
- পরীক্ষা বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- শিক্ষার্থী রোল নম্বর সামনে ফাঁকা করে বসাতে হবে
- রেজিষ্ট্রেশন নম্বর ফাঁকা ঘরে বসত হবে
- দুটি সংখ্যার যোগ করে তার যোগফল সামনের ফাঁকা করে বসাতে হবে
- সাবমিট বাটনে ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে
ওয়েবসাইট লিঙ্ক

আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা A+/GPA5 পেতে কয়টি বিষয়ে A+ পেতে হবে ?
- ২ টি সুখবর ssc পরীক্ষা ২০২২ নিয়ে – সুখবর জেনে নেও সবাই
- মাত্র ১ মিনিটে এসএসসি রেজাল্ট দেখুন – SSC Result 2022 Check
- Braking News: SSC Result 2022 Publish – All Board Check Now
মার্কশীট সহ এসএসসি ফলাফল ২০২২ দেখার নিয়মঃ
- শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
- পরীক্ষার নাম এসএসসি সিলেক্ট করতে হবে
- পরীক্ষা সাল 2022 সিলেক্ট করতে হবে
- পরীক্ষা বোর্ডের নাম সিলেক্ট করতে হবে
- পরীক্ষার ধরন ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেট করতে হবে
- শিক্ষার্থী রোল নম্বর সামনের ফাঁকা করে বসাতে হবে
- শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার সামনে ফাঁকা করে বসাতে হবে
- ছবিতে উল্লেখিত চারটি সংখ্যা সামনে ফাঁকা করে বসাতে হবে
- গেট রেজাল্ট ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে
ওয়েবসাইট লিঙ্ক

এসএমএসের মাধ্যমে এসএসসি ফলাফল দেখার নিয়ম
এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীর এসএসসি ফলাফল দেখার জন্য যেকোনো সিম অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে-
টাইপ করতে হবে – SSC < >বোর্ডের প্রথম তিন সংখ্যা <> রোল নাম্বার <> 2022 এর পর পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে
Regalt