উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা ২০২৩ আয়োজন করা নিয়ে কয়েকটি সুখবর রয়েছে। যে বিষয়গুলো সকল শিক্ষার্থীদের জানা প্রয়োজন।
বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে এইচএসসি পরীক্ষা ২০২৩ সকল প্রস্তুতি গ্রহণ করল সর্বশেষ কয়েকটি
পরীক্ষার স্থগিত ঘোষণা করেছে। এক্ষেত্রে শুধুমাত্র তিনটি বোর্ডের অধীনে ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র
এবং বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা হবে না। বন্যার কারণে তাদের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুনঃ
- স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৩ – নতুন সিদ্ধান্ত
- সুখবর এইচএসসি পরীক্ষা নিয়ে – পরীক্ষা হবে না
- এইচএসসি রুটিন ২০২৩ প্রকাশ – সকল বোর্ড রুটিন দেখুন
- ২ টি দুঃসংবাদ – এইচএসসি পরীক্ষা নিয়ে
এই তিনটি বোর্ড ব্যতীত বাকি সকল বোর্ডে পরীক্ষা আয়োজন করা হবে। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে শিক্ষার্থীদের
পরীক্ষার প্রশ্ন তৈরি করা হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের উপরে, তাই সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে না এইদিক থেকে শিক্ষার্থীরা অনেক সুযোগ-সুবিধাই পাবে।
শিক্ষা মন্ত্রণালয় জানে 2022 সালের সিলেবাসের ২০২৩ সালের ব্যবহার করা হয়েছে। তাই ২০২২ সালে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী জন্য।
আমরা শিক্ষার্থীদের কে পরামর্শ দিব 2022 সালে প্রশ্নগুলোর জন্য, তারা ভালোভাবে প্রস্তুতি নেয় কারণ ওখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষা কমন পড়বে।
আরো একটি সুখবর হিসেবে শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি জানিয়েছে এবারে এইচএসসি পরীক্ষা ২০২৩ শিক্ষার্থীদেরকে
অনেক সুযোগ সুবিধা প্রদান করা হবে। বিশেষ করে যাদের নাম্বার পরীক্ষার সময় শিক্ষকরা যথেষ্ট সহজভাবে তাদেরকে গার্ড দিবে।
কোন ধরনের কঠিন প্রস্তুতি তৈরি করবে না, কারণ শিক্ষার্থীরা বর্তমানে আন্দোলন করছিল পরীক্ষা পিছিয়ে আনার দাবিতে।
আরও পড়ুনঃ
- স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৩ – নতুন সিদ্ধান্ত
- সুখবর এইচএসসি পরীক্ষা নিয়ে – পরীক্ষা হবে না
- এইচএসসি রুটিন ২০২৩ প্রকাশ – সকল বোর্ড রুটিন দেখুন
- ২ টি দুঃসংবাদ – এইচএসসি পরীক্ষা নিয়ে
যেহেতু শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা পিছিয়ে নিতে পারেনি তাই তারা শিক্ষার্থীদেরকে নানান সুযোগ-সুবিধা প্রদান করবে।
এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে যখন শিক্ষার্থীদের খাতা দেখা শুরু হবে তখনই শিক্ষার্থীদেরকে
সেই সুযোগ-সুবিধা গুলো প্রদান করা হবে, যাতে করে খেলা দেখায় শিক্ষার্থীরা বেশি নম্বর পায়।
এক্ষেত্রে এক বা দুই নম্বর বাড়িয়ে দেওয়া বা অনেক শিক্ষার্থী ফেল করে থেকে, পাস করিয়ে দেওয়ার মতো বিষয়গুলো তারা করবে।
তারা বলে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করো তোমাদের সুযোগ সুবিধা আমরা প্রদান করব, যাতে তোমাদের কোন সমস্যা না হয়।
এক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণ না করলে বা পরীক্ষার খাতায় যদি সুন্দর ভাবে কোন কিছু না লেখে তাহলে কিন্তু শিক্ষকের কোনভাবে নম্বর দিতে পারবে না।
এরকম আরো বেশ কিছু সুযোগ সুবিধার কথা শিক্ষা মন্ত্রণালয় থেকে ভাবা হচ্ছে। শিক্ষা বোর্ড গুলো থেকে প্রতিটি কেন্দ্রের সাথে মিটিং করছে।
সেখানে তারা এই বিষয়গুলো উল্লেখ করছে, যেখানে শিক্ষার্থীদেরকে সুযোগ-সুবিধা প্রদান করার বিষয়টি বলা হয়েছে।
তাছাড়া ব্যবহারিক শিক্ষার্থীদের জন্য বেশি করে নম্বর প্রদান করা হয় সেজন্য বোর্ডগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।
3 Comments
আসালামু আলাইকুম ,প্রিয় স্যারওমেম,
আমাদের এইচএসসি পরিক্ষা যেহেতু ১৭-০৮-২০২৩তারিখে,খুব অল্প দিনের পর পর এই পরিক্ষার সময় দেওয়া হলো ,তাতে কিন্তু আমরা ভালো মতো তেমন কিছু অর্জন করতে পারি নাই,
তাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের পরিক্ষার খাতা একটু সহজ করে দেখার জন্য অনুরধ করলাম ,,,
বিনিত নিবেদন
এই যে আপনাদের একান্তর ব্যাচ এইচএসসি ২০২৩
বিভাগ-ময়মনসিংহ
বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ / আপনাদের উপর শান্তি বর্ষিত হউক। আমি একজন HSC-23 পরীক্ষার্থী। আমি আমার কলেজের ৮৫০ জন শিক্ষার্থীর মতামতের ভিত্তিতে, সকলের পক্ষ থেকে আবেদন পত্র দাখিল করছি। আমারা সিলেবাসের তুলনায় সময় অনেক কম পেয়েছি। মহামান্য শিক্ষক মন্ডলী, নরম-দশম শ্রেণিতে আমরা ভীত মজবুত করতে পারিনি,যা কলেজে এসে শিখতে হয়েছে বিধাই আমরা মূল কলেজের পড়াটা নিতে পারিনি। আমাদের খাতা মানবিক ভাবে দেখার জন্য অনুরোধ করছি। কি লেখা আছে তা দয়া করে পড়বেন না, কতটুকু লেখা আছে তা দেখে নামবার দিয়ে যাবে দয়া করে। কেউ যদি লেখায় ৫৫ পায় তাকে ৬০ দিবেন অনুরোধ। রেজাল্ট তৈরিকারী মহোদয় গনের কাছে অনুরোধ করছি একটুর জন্য + মিস হলে দয়া করে দিয়ে দিবেন। একটুর জন্য ফেইল হলে দয়া করে পাশ করিয়ে দিবেন। দেখেন আমরা + পেলে পাশ করলে আপনাদের খতি নেই। আমরা তো আপনাদেরই সন্তান। আপনারাই আমাদের মেরেধরেআজ এত বড় করেছেন,, শেষ বেলাই একটু সহানুভূতি কি পেতে পারিনা! আজ কত কষ্ট করে আমরা পড়াশোনা করি,, যদিও পূর্বের তুলনায় তুচ্ছ তবুও অনেক কষ্টের টাকা। কি জবাব দিবো নিজেকে? কি জবাব দিবো জনম দুঃখী মা কে!
সবিনয় অনুরোধ করছি যে মহোদয় ও মহোদয়া গন আমাদের অনুরোধ আইনিভাবে বিবেচনা না করে নিজ জায়গা হতে হৃদয় দিয়ে বিবেচনা করবেন।
আপনাদের শিক্ষার্থী (আমার কলেজের ৮৫০ জনসহ সমগ্র বাংলাদেশের সহপাঠীদের পক্ষে)
মোহাম্মদ আল-আমীন হোসেন
সরকারি ব্রজলাল কলেজ, খুলনা।
আসসালামুয়ালাইকুম।। আমি এইচএসসি ২০২৩ পরীক্ষার্থী।ঢাকা বোর্ড থেকে। আমাদের পরীক্ষা হবে শ্রীপুর কেন্দ্রে।।যদিও সরকারি নির্দেশ পরীক্ষার হলে সুযোগ সুবিধা পাবো।। কিন্তু আমাদের এই কেন্দ্র রাজনৈতিক কারণে আমাদের উপর কঠোর হয়।।যা প্রতিশোধ পরায়ণ