৩ টি সুখবর এসএসসি রেজাল্ট নিয়ে – জানালো শিক্ষাবোর্ড
প্রিয় শিক্ষার্থীরা আমরা বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডের সাথে কথা বলছি তারা এসএসসি রেজাল্ট নিয়ে কয়েকটি সুখবর দিয়েছে।
বর্তমানের রেজাল্ট প্রস্তুত রয়েছে শতভাগ প্রস্তুত না থাকলেও প্রথম দিকে যে বিষয়গুলোর পরীক্ষা হয়েছিল। সে বিষয়গুলো রেজাল্ট তারা তৈরি করছে।
এছাড়া যে বিষয়গুলো পরীক্ষা শেষের দিকে তোমরা দিয়েছো, তার রেজাল্ট প্রায় তৈরি করা হচ্ছে যা বর্তমানে শিক্ষকদের কাছে আছে।
আরও পড়ুনঃ
- কোন বোর্ডে এসএসসি রেজাল্ট খারাপ হবে ? কোন বোর্ড পাস বেশি ?
- SSC Result 2023 প্রকাশ কত তারিখ ? জেনে নেও সকলে
- ৩ টি সুখবর এসএসসি রেজাল্ট নিয়ে – জানালো শিক্ষাবোর্ড
- এসএসসি ফলাফল ২০২৩ প্রকাশ যেদিন – বলল শিক্ষামন্ত্রনালয়
এসএসসি রেজাল্ট প্রকাশ করার জন্য অনেকগুলো ধাপ রয়েছে। তার মধ্যে একটি ধাপ হচ্ছে শিক্ষকরা খাতা দেখা।
এর পরবর্তীতে সেই রেজাল্ট চলে যায়, প্রধান পরীক্ষকের কাছে পরবর্তীতে প্রধান পরীক্ষক আরো
একবার যাচাই-বাছাই করেন শিক্ষকের সকল তথ্য ঠিক আছে কিনা। যদি প্রধান পরীক্ষক তা ঠিক
পান তাহলে পরবর্তীতে সেই নম্বর এবং খাতা চলে যায় শিক্ষা বোর্ডের কাছে এবং সেখানে রেজাল্ট তৈরি করা হয়।
এক্ষেত্রে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন আমরা প্রথম থেকে কয়েকটি পরীক্ষার খারাপ পেয়েছি।
যেখানে শিক্ষার্থীরা অনেক ভালোভাবে পরীক্ষা উত্তর দিয়েছে এবং অনেক ভালো নম্বর পেয়েছে যখন আমরা
সফটওয়্যার এনটি করছি খাতা নম্বর। তখন দেখছি তারা খুব সহজ ভাবে লিখতে পেরেছে এবং শিক্ষকরা অনেক বেশি বেশি নম্বর দিয়েছে।
শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তা বলেন, আমরা নির্দেশনা দিয়েছিলাম, যদি কোন শিক্ষার্থী একবার দুই নম্বরে কারণে
ফেল করে তাদেরকে যেন সেই নম্বরটি দিয়ে দেয়া হয় অর্থাৎ তাদেরকে পাস করে দেয়া হয় এবং শিক্ষকরা তেমনটাই করেছে।
আরও পড়ুনঃ
- কোন বোর্ডে এসএসসি রেজাল্ট খারাপ হবে ? কোন বোর্ড পাস বেশি ?
- SSC Result 2023 প্রকাশ কত তারিখ ? জেনে নেও সকলে
- ৩ টি সুখবর এসএসসি রেজাল্ট নিয়ে – জানালো শিক্ষাবোর্ড
- এসএসসি ফলাফল ২০২৩ প্রকাশ যেদিন – বলল শিক্ষামন্ত্রনালয়
এক্ষেত্রে আমরা নতুন করে কোন শিক্ষার্থীকে নম্বর দেওয়ার চেষ্টা করছি না। কারণ এখানে মূল্যায়ন করবে
শুধুমাত্র শিক্ষক এখানে বোর্ড থেকে কোন ধরনের নম্বর বাড়িয়ে বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত হবে না।
অন্য দিকে বহুনির্বাচনের খাতা দেখা হচ্ছে OMR মেশিন এর মাধ্যমে। যেটা বোড কর্তৃপক্ষ সম্পন্ন করছেন।
এ ক্ষেত্রে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন এই জায়গায় শিক্ষা মন্ত্রণালয় বোর্ড কর্তৃপক্ষ চাইলে কিছু নম্বর বাড়িয়ে দিতে পারে।
তবে সে বিষয়টি কখনোই, তারা সরাসরি জানায় না। যদি কোন শিক্ষার্থী তারা একবার দুই নম্বর বাড়িয়ে দেয় সেটা সম্পূর্ণ গোপনীয়।
এখানে প্রকাশ করার মত তেমন কোন কিছুই নেই। তবে যখন রেজাল্ট তৈরি করা হয় বিশেষ করে, নৈবিত্তিক
সৃজনশীল এবং বহুনি ব্যবহার একসাথে যোগ করা হয়। তখন যদি একবার নম্বরের কারণে কোন শিক্ষার্থী
ফেল করে তখন তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হতে পারে বলে ধারণা করছে কর্মকর্তারা।
Ssc ragalt