বর্তমানে রাজনৈতিক ভাবে দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে এই অবস্থায় আগামী কয়েক দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা ২০২৩ শুরু করছে শিক্ষা মন্ত্রণালয়।
কিন্তু শিক্ষার্থীরা দাবি তুলেছে তাদের পরীক্ষা ৫০ নম্বর আয়োজন করার কারণ তাদের এই পরিস্থিতির মধ্যে
পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করা যাচ্ছে না। তাছাড়া পরীক্ষার মত নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে,
এরকমের বেশ কিছু কারণে শিক্ষার্থীরাও যোগাযোগ মাধ্যমে 50 নম্বর পরীক্ষা আয়োজন করার জন্য আন্দোলন করছে।
আরও পড়ুনঃ
- পিছিয়ে নিতে পারে এইচএসসি পরীক্ষা ২০২৩ – যা বলল শিক্ষা বোর্ড
- নতুন নির্দেশনা এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে – জানুন সকলে
- এইচএসসি রুটিন ২০২৩ প্রকাশ – সকল বোর্ড রুটিন দেখুন
- ২ টি দুঃসংবাদ – এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে
সেখানে তারা বার বার দাবিয়ে তুলছে তাদের পরীক্ষা পিছিয়ে নেয়া হোক অথবা কোন ভাবে মানবন্টন কমিয়ে স্বাভাবিক নামে পরীক্ষায় আয়োজন করা হোক।
কিন্তু এভাবেই শিক্ষা মন্ত্রণালয় থেকে কি বলা হয়েছে তা নিয়ে আমরা কথা বলব, প্রায় ১২ লক্ষ শিক্ষার্থী চলতি বছরে
এইচএসসি পরীক্ষা ২০২৩ অংশগ্রহণ করার জন্য অপেক্ষায় রয়েছে। আগামী ১৭ তারিখে তাদের বাংলা প্রথম পত্র বিষয় মাধ্যমে
আনুষ্ঠানিক ভাবে পরীক্ষা শুরু করার কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সকল কার্যক্রম সেভাবে পরিচালনা করা হচ্ছে,
কিন্তু বর্তমানে জাতীয় নির্বাচন সামনে থাকায় রাজনৈতিকভাবে দেশের পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।
রাজধানী ঢাকাকে কেন্দ্র করে বিভিন্ন দলীয় সভা সমাবেশ মিছিল মিটিং সংঘর্ষ হচ্ছে। যার ফলে শিক্ষার্থীদের একটি ভোগান্ত তৈরি হচ্ছে।
এক্ষেত্রে তারা সুন্দর মত পরীক্ষা দিতে পারবে কিনা এ বিষয়ে নিয়ে এইচএসসি পরীক্ষা ২০২৩ শিক্ষার্থী দুশ্চিন্তা করছে।
আরও পড়ুনঃ
- পিছিয়ে নিতে পারে এইচ এস সি পরীক্ষা ২০২৩ – যা বলল শিক্ষা বোর্ড
- নতুন নির্দেশনা এইচএসসি পরীক্ষা ২০২৩ নিয়ে – জানুন সকলে
- এইচএসসি রুটিন ২০২৩ প্রকাশ – সকল বোর্ড রুটিন দেখুন
- ২ টি দুঃসংবাদ – এইচ এস সি পরীক্ষা ২০২৩ নিয়ে
শিক্ষার্থীদের দাবি প্রসঙ্গে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে কথা বললে তারা আমাদেরকে জানে
শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দাবি তুলতে পারে। আমরা তাদেরকে সম্মান জানাই তবে তাদের জন্য যেটা ভালো
সেটা অবশ্যই আমরা করব, এক্ষেত্রে আমরা পরীক্ষার আয়োজন করার চিন্তা ভাবনা করেছি।
কিন্তু কোন ধরনের নম্বর কমিয়ে অথবা সময় কমে আমরা পরীক্ষা নিব না অর্থাৎ পরীক্ষায় কোন কিছু পরিবর্তন হবে না।
যেহেতু শিক্ষার্থীরা সিলেবাস সম্পূর্ণ করেছে এবং তাদের পরীক্ষা সম্পর্কে প্রস্তুতি রয়েছে, তাই এই শেষ সময় আমরা পরীক্ষা
কোন মানবন্টন পরিবর্তন করব না। আমরা স্বাভাবিক নিয়মে পরীক্ষা আয়োজন করার লক্ষ্যে কাজ করছি,
যদি কোনো কারণে পরীক্ষা স্থগিত করতে হয় তখন আমরা দুই একটি পরীক্ষা স্থগিত করব। তবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়,
যদি পরিস্থিতি খারাপ হয় তখন হয়তো সিদ্ধান্ত পরিবর্তন হবে। কিন্তু এই মুহূর্তে পরীক্ষায় আয়োজন করার জন্য আমরা দিনরাত কাজ করছি।
এক্ষেত্রে বোর্ডে কর্মকর্তা আরো বলেন আমরা এইচএসসি পরীক্ষা ২০২৩ আয়োজন করব আশা করছি শিক্ষার্থীরা
এদের ব্যাপারে নিয়ে আর কোন ধরনের দাবি তুলবে না। এক্ষেত্রে তারা পরীক্ষায় এবং পড়াশোনা মনোযোগ দিবে।
4 Comments
Kothay lekhaporar somosya holo? Ja khushi tai? Edeshe kono justice nai. Ek srenir lokera sob Karcher, Ora Botta, Ora law maker, ukil, bicharpoti sob Ora. Amra sadaronera British dekhini kintu British amoler chaiteo shoshita, bronchita , nishpeshita.
Hmm, 1month later
প্রথম থমনে জানায় সালাম 🙏🙏🙏 আমি শরদিন্দু দাশ আমি যশোর বোর্ড থেকে বলছি আমি এবং আমার অনেক বন্ধুরা পরিক্ষা জনয় পুরো প্রস্তুতি নিতে পারি নি তার বিভিন্ন কারন রয়েছে যেমন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন কারনে প্রচুর দূর্যোগ সৃষ্টি হচ্ছে তার কারনে বিদ্যুত থেকে না এবং চারিদিকে ডুবে যাচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে , এবং সামনে রাজার ভোট এর কারনেও অনেক ঝামেলা হচ্ছে আবার ডেঙ্গু জরের প্রভাব বেড়ে চলেছে আর আমরা সল্প সময়ে পূরো সিলেবল্চ কমপিলিট করতে পারি নি পুরো সিলেবল্চ দুই বছরে শেষ করতে পারা যায় না সেখানে দেড় বছরে কি করে সম্ভব বিভিন্ন সমস্যা ছিলো আছে তাই আমরা শিক্ষামন্ত্রিরির কাছে আকুল আবেদন করছি যে আমাদের এস সমস্যা গুলো বিবে চনা করে আমার পরিক্ষা গুলো আপনি ৫০ মার্কের করে ২০২৩ সালের অসহায় পরিক্ষার্থীদের কে একটু ভালোভালো পরিক্ষা দেওয়ার সুযোগ করে দিন আকুল আবেদন 🙏🙏🙏
চট্টগ্রাম বোর্ডের মেক্সিমাম এইচএসসি পরিক্ষার্থী পানিবন্দি।অনেকের বই-খাতা তলিয়ে গেছে বন্যার পানিতে।ব্যাক্তিগতভাবে আমার অনেক বিষয়ের গুরুত্বপূর্ণ নোট’স নিখোঁজ। এরইমধ্যে ১৭ই আগষ্ট এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রীর অবিচল অবস্থান সম্পুর্ণ অর্বাচীন বালিকার প্রলাপ।এই স্বরণকালের ভয়াবহ বন্যার মধ্যে আপনি কোন যুক্তিতে পরীক্ষার ব্যাপারে এক পায়ে খাঁড়া???
আশা রাখব আপনার শুভ বুদ্ধির উদয় হবে…।অন্তত একমাস পিছিয়ে দিয়ে সুন্দর পরিবেশে পরিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার সুযোগ দেন নাহয় টাকলা মুরাদের ন্যায় গদি ছাড়েন।বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে, হাসিনার স্মার্ট বাংলাদেশে এই অবিচার মেনে নেওয়া হবে না।
ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী❤️