Scholarship

৬৭ হাজার টাকা উপবৃত্তি দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক – আবেদন করুন

Pinterest LinkedIn Tumblr

ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ আর্থিকভাবে ৬৭ হাজার টাকা উপবৃত্তি প্রদান করছে, শিক্ষার্থীরা ২৪ মাসে টাকা পাবে।

এখানে শিক্ষার্থীদেরকে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। এরপরে শিক্ষার্থীর যাচাই-বাছাই

করে টাকা প্রদান করা হবে, আমরা এখানে শিক্ষার্থীদের উপবৃত্তি সম্পর্কিত সকল তথ্য তুলে ধরব।

আরও পড়ুনঃ

কত টাকা উপবৃত্তি প্রদান করা হবে –

ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ নোটিসের মাধ্যমে জানিয়েছে প্রতি মাসে ২৫০০ টাকা করে প্রদান করা হবে এবং বছরে আরো ৩৫০০ টাকা প্রদান করা হবে।

সর্বমোট শিক্ষার্থীদেরকে ৬৭ হাজার টাকা আর্থিক উপবৃত্তি প্রদান করছে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ।

উপবৃত্তি আবেদন করতে কি কি তথ্য লাগবে –

উপবৃত্তি আবেদন করার জন্য শিক্ষার্থীদেরকে পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কবে পিতা-মাতার পাসপোর্ট

সাইজের রঙের ছবির স্ক্যান কপি এসএসসি পরীক্ষার নম্বর প্রথম প্রশংসাপত্র স্ট্যান্ড কপি দরকার হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ –

ডাচ-বাংলা ব্যাংক কর্তৃপক্ষ আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ গুলো জানিয়েছে আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে নিচে তুলে ধরছি।

  • আবেদন শুরু ৩০ জুলাই
  • আবেদন শেষ ২৪ আগস্ট
  • আবেদনের প্রাথমিক ফলাফল প্রকাশ 30 আগস্ট
  • কাগজপত্র জমা দেওয়ার তারিখ 31 আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর
  • চূড়ান্ত ফলাফল পত্রিকা এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে

আবেদন করার সঠিক নিয়ম

ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তির জন্য শিক্ষার্থীরা যদি আবেদন করতে চায়, তাহলে ডাচ-বাংলা ব্যাংকের নির্ধারিত ওয়েবসাইটে শিক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

সেখানে তাদের আবেদন করার জন্য একটি অপশন দিবে, সেই অপশনে শিক্ষার্থীর সকল তথ্যগুলো সঠিকভাবে

দিতে পারলে তার আবেদন কার্যক্রম সম্পন্ন হবে। আমরা শিক্ষার্থীদেরকে আবেদনের সম্পূর্ণ ধাপগুলো তুলে ধরছি,

প্রথমে শিক্ষার্থী এসএসসি স্কলারশিপ সামনে এপ্লাই অপশনে ক্লিক করে আবেদন কার্যক্রম শুরু করবে।

পার্সোনাল ইনফরমেশন –

পার্সোনাল ইনফরমেশন অপশনে গিয়ে শিক্ষার্থী নিজের নাম বাবা-মায়ের নাম নিজের সফল তথ্য ঠিকানা

মোবাইল নাম্বার সুন্দরভাবে সেখানে লিখে দিতে হবে। তাহলে শিক্ষার্থীর পার্সোনাল ইনফরমেশন সম্পন্ন

হবে এবং শিক্ষার্থীরা কার্যক্রম সম্পন্ন হলে নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে।

এডুকেশনাল ইনফরমেশন

এডুকেশনাল ইনফরমেশন অপশনে শিক্ষার্থীর পরীক্ষার নাম তার গ্রুপ বোর্ডের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন

নম্বর পাশের সাল শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং জিপিএ সহ সকল তথ্য চাওয়া হবে। সে তথ্যগুলো শিক্ষার্থী সঠিক

ভাবে দিতে পারলে তার এই অপশনটি সম্পন্ন হবে এবং পরবর্তী অপশন এসে তার তথ্যগুলো দিতে পারবে।

ফ্যামিলি ইনফরমেশন

ফ্যামিলি ইনফরমেশন অপশন এ ক্লিক করে পিতা সকল তথ্য দিতে হবে। বিশেষ করে পিতার পেশা কি

এবং তার আয় কত তার শিক্ষাগত যোগ্যতা কত ? এই বিষয়গুলো উল্লেখ করতে হবে এবং মায়ের ইনফরমেশন দিতে হবে অর্থাৎ মায়ের সকল তথ্যগুলো দিতে হবে।

এভাবে তথ্যগুলো দিবে তার সাথে তার ভাই বোন এবং অন্য কেউ আয় করছে কিনা সে তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে।

স্কলারশিপ ইনফরমেশন

স্কলারশিপ ইনফরমেশন অপশন এ ক্লিক করে শিক্ষার্থী তার উপবৃত্তি সম্পর্কিত তথ্য দেবে অর্থাৎ শিক্ষার্থীর আগে

কোন দল উপবৃত্তি পাচ্ছে কিনা, তার ভাই-বোন কোনদিন পায় কিনা তারা সরকারি কোনো উপবৃত্তি

পায় কিনা সে তথ্যগুলো দিতে হবে যদি শিক্ষার্থীর কোন পূর্বে উপবৃত্তি পায় সে সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।

ফটো আপলোড

এই অপশনে শিক্ষার্থীকে তার ছবিগুলো আপলোড করতে হবে, বিশেষ করে তার নিজের ছবি স্ক্যান কপি তার বাবা-মায়ের ছবি

ডিসকাউন্ট কপি এবং তার সার্টিফিকেট ছবি স্ক্যান কপি তার সাথে তার টেস্ট মনিয়ার এর স্ক্যান কপি সুন্দর করে।

আপলোড করে দিতে হবে সর্বশেষ শিক্ষার্থীকে একটি ক্যাপচার পূরণ করে তার আবেদন সাবমিট করতে হবে।

অনলাইন আবেদন করার লিংক

5 Comments

  1. বিষয়টি অবশ্যই শিক্ষার্থী দের জন্য আশাবাদী। তবে এটা সত্যি কি-না? মনে সন্দেহ উঁকি দিচ্ছে। সত্য হলে তা হবে আনন্দদায়ক ও আশাব্যাঞ্জক।

  2. Tasmeia shadat Reply

    Amar kob dorkar ata ami pele kob kosi hobooo..amra kob gorib

Write A Comment