Scholarship

৮০০০ টাকা উপবৃত্তি পাবে সকল শিক্ষার্থী – আবেদন করুন

Pinterest LinkedIn Tumblr

শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের আর্থিক ভাবে সহায়তা প্রদান করার জন্য ৮ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হবে। অনলাইনে আবেদন করা যাবে এখানে।

আজকে আমরা এই উপবৃত্তি সম্পর্কে সকল তথ্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরব। যাতে করে শিক্ষার্থীরা এই উপবৃত্তির জন্য আবেদন করতে পারে।

আরও পড়ুন

অনেক শিক্ষার্থী টাকার অভাবে পড়াশোনা করতে পারে না। এই কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তার ট্রাস্ট কর্তৃপক্ষ

এবং শিক্ষা মন্ত্রণালয় কয়েকশো কোটি টাকা শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দিবে। তার মধ্যে শিক্ষার্থীরা এখানে ৮০০০ টাকার জন্য আবেদন করতে পারবেন।

মূলত মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষার্থীদের কে ৫০০০ টাকা প্রদান করা হয় এবং

উচ্চ মাধ্যমিক পর্যায়ে একাদশ ও দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদেরকে ৮০০০ টাকা উপবৃত্তি প্রদান করা হয়।

অনলাইনে মাধ্যমে আবেদন কার্যক্রম পরিচালনা করা হয় শিক্ষার্থীরা নিজেদের মোবাইল ফোন থেকে মাত্র ৫ মিনিট সময় ব্যয় করে

এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী চলতি বছরে একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছে তাদের

ভর্তি সহায়তা হিসেবেই ৮০০০ টাকা প্রদান করা হবে। মূলত ভর্তি হওয়ার পরবর্তীতে এই টাকা প্রদান করা হবে।

তার আগে শিক্ষার্থীরা এই টাকা পাবে না, যখন শিক্ষার্থী কলেজে ভর্তি হবে। তখন কলেজ অধ্যক্ষের নিকট থেকে প্রত্যয়ন পত্র

এখানে আবেদনের সাথে যুক্ত করতে হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের কাছে সকল আবেদন পত্র গুলো পৌঁছে যাবে,

সেখান থেকে যাচাই বাছাই করে চূড়ান্ত ফলাফল প্রকাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন কোন

শিক্ষার্থী এখানে টাকা পাবে এবং সরাসরি তার মোবাইল ব্যাংক একাউন্ট অথবা ব্যাংক একাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন

মূলত মাধ্যমিক পর্যায়ে আবেদন এখন চলছে না বছরের শুরুতে তাদের টাকা প্রদান করার শেষ হয়েছে।

অনেক শিক্ষার্থী তখন আবেদন করেছিল যাদের টাকা কিছু দিন আগে প্রদান করা হয়েছে। মূলত আবেদন কার্যক্রমের জন্য বেশ

কিছুদিন সময় শিক্ষা মন্ত্রণালয় নেয়। এখানে শিক্ষার্থীরা বিনামূল্যে আবেদন করবে তাদের কাছ থেকে কোন টাকা পয়সা নিবে না।

তাই এখানে আবেদন করলেই যে টাকা পাবে বিষয়টা এমন নয় এখানে অনেক যাচাই-বাছাই রয়েছে সেগুলো জেনে আবেদন করতে হবে।

একাদশ শ্রেণীর ভর্তি সহায়তা আট হাজার টাকার আবেদন কার্যক্রম আগামী কয়েকদিনের মধ্যে শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ প্রস্তুত করা হচ্ছে যা খুব শীঘ্রই প্রকাশ করা হবে এবং জানা যাবে শিক্ষার্থীরা কবে আবেদন করতে পারবে।

30 Comments

  1. আমার বাবা মারা গেছে। আমি পড়াশুনা করতে চাই অনেক কষ্ট করে এতোটুকু পড়ালেখা করছি দয়া করে আমাকে একটু সাহায্য করবেন যাতে আমি পড়ালেখা চালিয়ে যেতে পারি।

      • কিছু আর্থিক সুবিধা পেলে ভালো হতো কারণ অর্থের জন্য অনেক কিছুই বাধাগ্রস্থ হয় তাই সহায়তা করলে ভালো হয় 😢

      • Amar baba mara gase amra 6bon ami poralekha korte cai kintu ovaber songshare ei poralekha calano shomvob na ki amar onek shopno jibone valo kisu korar tai ei brtti ta paile ami onek upokrito hobo ami amr poralekha vlo kore calate parbo

      • আমি মেসে থাকি বা মা তেমন টাকা দিতে পারে না খুব কস্ট করে চলতে লাগে। ভাই আমার টা একটু দেখেন

      • Ami chumkye, amr baba Kono kaj kora na tai amr porasona korta kosto hosca, aktu jodi help paitam

  2. আমার বাবা মারা গেছে। আমি পড়াশুনা করতে চাই অনেক কষ্ট করে এতোটুকু পড়ালেখা করছি দয়া করে আমাকে একটু সাহায্য করবেন যাতে আমি পড়ালেখা চালিয়ে যেতে পারি।

  3. আমার বাবা একজন কৃষক।আমাদের পরিবারে সদস্য ৫ জন আমার বাবার পক্ষে ৫ জনের পড়ালেখার খরচ চালানো আনেক কষ্ট হয়ে যায়। তাই আমাকে এখন কাজ করতে বলতেচে কিন্তু আমি পড়তে চাই।আামাকে একটু সাহায্য করলে আমি আমার পড়াশোনা যাতে চালাতে োরি

    • আমি একজন ইন্টার মেডিয়েট পরীক্ষাথী ছাত্র
      আমার বাবার অকাল মৃত্যুতে আমাদের পরিবার এখন আর্থিক সংকটে, এমতাবস্থায় আমার পক্ষে লেখাপড়ার খরচ চালিয়ে যাওয়া সম্ভব নয়।
      আপনি আমাকে সাহায্য করলে আমি আপনার নিকট চির কৃতজ্ঞ থাকিব।

  4. আর্থিক ভাবে অনেক কষ্টে আছি।চার বোন ভাই নাই বাবা একজনের আয় করে।সংসার চালাতে কষ্ট কর হয়ে পড়েছে।যদি আথিক ভাবে সহায়তা করেন তাহলে আমাদের অনেক উপকার হয়।

  5. Md.Azimul islam roni Reply

    আর্থিক ভাবে অনেক কষ্টে আছি।চার বোন ভাই নাই বাবা একজনের আয় করে।সংসার চালাতে কষ্ট কর হয়ে পড়েছে।যদি আথিক ভাবে সহায়তা করেন তাহলে আমাদের অনেক উপকার হয়।

  6. আমার পরিবারের আর্থিক সমস‍্যার কারনে পড়ার খরোচ চালাতে হিম সিম খেতে হয় যদি একটু সাহায‍্য করতেন

    • আমার পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ,,,,,তাই আমার পড়াশোনার খরচ চালাতে এই টাকা পেলে আমি খুবই উপকৃত হতাম

  7. Saki mali majhi Reply

    আমি পরা লেখাা করতে চাই

  8. Amar baba mara gase amra 6bon ami poralekha korte cai kintu ovaber songshare ei poralekha calano shomvob na ki amar onek shopno jibone valo kisu korar tai ei brtti ta paile ami onek upokrito hobo ami amr poralekha vlo kore calate parbo

  9. Tama sikder Reply

    আমার বাবা সামান্য একজন কৃষক।আমরা তিন ভাই বোন।আমি ছোট। দাদা বড় হয়ে গেছে।এখন আমি।ওরা সামান্য কিছু কাজ করে নিজের লেখা পড়া করে।আমরা দিন আনি দিন খাই। আমার জিবন অনেক খারাপ সময় কাটিয়েছি।কোনো মতে এবার এসএসসি দিয়েছি।ফলাফল বেশি ভালো হয়নি।তবে আমার ইচ্ছা একটা ভালো কলেজে ভর্তি হওয়ার কিন্তু আমি পারবো না।আমার দিকে কেউ নজর রাখে না।মে আমি কি চাই।ঠিক মতো জামা কাপড় পড়তে পারি দশম শ্রেণীতে ভালো করে পরতে পারিনি।সবাই সবার কথা চিন্তা করে। শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে আকুল আবেদন আমার লেখাপড়া যদি একটু সাহায্য করতে।তাহলে অনেক উপকার হতো। আমার পরিবার অনেক সমস্যা আছে।তার কারনে লেখাপড়া সুযোগ পাই নায়। আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি আমাকে যদি কিছূ লেখাপড়া পড়তে সাহায্য করতেন।তাহলে আমার লেখা পড়া বন্ধ হতো না। আমার মতো কত ছেলে মেয়ে উভয়েই এই অবস্থা।কত সমস্যা।আমাকে একটু সাহায্য করেন।

  10. সিয়াম Reply

    আমার নাম সিয়াম আমার বাবা মারা গেছে। আমি পড়াশুনা করতে চাই অনেক কষ্ট করে এতোটুকু পড়ালেখা করছি দয়া করে আমাকে একটু সাহায্য করবেন যাতে আমি পড়ালেখা চালিয়ে যেতে পারি।প্লিজ,প্লিজ
    বিকাশ/নগদ=01865483882

  11. Tanim Hossen Reply

    আমার ফ্যামিলির অবস্থা অনেক খারাপ এই বৃওি টা পেলে অনেক ভালো হবে আমার জন্য

Write A Comment