Scholarship

৮ হাজার টাকা আর্থিক অনুদান পাবে – আবেদন করুন মোবাইল থেকে

Pinterest LinkedIn Tumblr

শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদেরকে ৮০০০ টাকা পর্যন্ত আর্থিক অনুদান প্রদান করা হবে। যেখানে শিক্ষার্থীরা খুব সহজে টাকা পেতে পারে।

মূলত শিক্ষা মন্ত্রণালয়ে প্রতি বছরই তাদেরকে এই টাকা প্রদান করে। অনলাইনে মাধ্যমে শিক্ষার্থীরা এখানে আবেদন করে ৮০০০ টাকা ভর্তির সহায়তা পেতে পারে।

আরও পড়ুন

আজকে আমরা এই আর্থিক সহায়তা নিয়ে সকল তথ্যগুলো জানাবো। মূলত অনেক শিক্ষার্থী টাকার অভাবে

পড়াশোনা ঠিক মতো করতে পারেনা। অনেক দরিদ্র অনেক দরিদ্র শিক্ষার্থী টাকার অভাবে স্কুলে বা কলেজে যেতে পারে না

অথবা তাদের বই খাতা কেনার সামর্থ্য নেই। এই অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ

শিক্ষার্থীদেরকে এককালীন একটি সহায়তা প্রদান করে। এছাড়া বিভিন্ন ধরনের উপবৃত্তি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে প্রদান করা হয়।

যে সকল শিক্ষার্থী দরিদ্র মেধাবী রোগাগ্রস্থ সুবিধা বঞ্চিত তারা এখানে আবেদন করলেই টাকা পাবে। আবেদন করার পর যাচাই বাছাই

কার্যক্রম পরিচালনা করা হবে। সেখানে যদি তারা টিকে যায় তাহলে তার মোবাইল ব্যাংক একাউন্টে ৮ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে।

মূলত উচ্চ মাধ্যমিক পর্যায়ে এখানে 8000 টাকা প্রদান করা হয়। কিন্তু মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষার্থীরা শুধুমাত্র 5000 টাকা পায়।

বর্তমানে একাদশ শ্রেণির জন্য শিক্ষার্থীরা এখন আবেদন করতে পারবে, বর্তমান একাদশ শ্রেণীতে যারা ভর্তি হচ্ছে

অর্থাৎ ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে। তারা এখানে ভর্তির সময় তার জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

আরও পড়ুন

সেখান থেকে যোগ্য প্রার্থী নির্বাচন করে মূল টাকা প্রদান করা হবে। তাছাড়া শিক্ষামন্ত্রণালয় থেকে আরও বেশ

কিছু সুযোগ-সুবিধা শিক্ষার্থীদেরকে প্রদান করা হবে। এখানে আবেদন করার সময় শিক্ষার্থীকে সকল তথ্য সঠিকভাবে দিতে হবে।

পরবর্তীতে সে তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয় যাচাই বাছাই করে উপবৃত্তি প্রদান করবে এবং আবেদন করার সময় মোবাইল ব্যাংক একাউন্ট তথ্য দিয়ে দিতে হবে

পরবর্তীতে তার কাছে একাউন্ট সরাসরি টাকা পাঠিয়ে দিবে, বর্তমানে এইভাবে টি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না।

আগামী কয়েকদিনের মধ্যে কার্যক্রম পরিচালনা করা হবে, তখন শিক্ষার্থীর এখানে অনলাইনে আবেদন করতে পারবে।

যখন আর্থিক অনুদান আবেদন কার্যক্রম শুরু হবে তখন আমরা শিক্ষার্থীদের কি সে বিষয়গুলো জানিয়ে দেবো।

14 Comments

    • জান্নাতুল ফেরদৌস Reply

      আমি অনেক গরীব আমার বাবা আমাদের সাথে থাকেন না আমার মা মানুষের বাড়িতে কাজ করে আমার লেখা পড়ার টাকা চালান আমি এইস এস সি ২৪ এর শিক্ষর্থী 01831481703

  1. আমি এইচএসসি শিক্ষার্থী আর্থিক কারণে পড়ালেখা করতে সমস্যা হচ্ছে সেই জন্য দয়া করে সাহায্য করেন
    বিকাশ নাম্বার 01682417864

    • Pushpita Roy Reply

      Amr baba onk ososto. Uni amr lekha pora r chalte parsen na. Ai obostai ami HSC student.jodi paren amake help korben vaiya.Bikash:01949311723

    • Vaiya amar lekha pora bondo hoye jacce. Ami porte chai vaiya. Amr baba pokke r somvov hoye utse na. Please vaiya. Bikash number :01949311723

    • Jibon ahmed Reply

      assalamualaikum ami hsc debo amake sahajjo korun
      Bkash number : 01980523904

  2. Vaiya amar lekha pora bondo hoye jacce. Ami porte chai vaiya. Amr baba pokke r somvov hoye utse na. Please vaiya. Bikash number :01949311723

  3. এসএসসি পরীক্ষা ২০২৩ দিয়েছি আমার বাবা খুব গরীব তিনি একজন কৃষক আমার বাবা টাকা দিতে সম্যসা হয় তাই আমাকে লেখা পড়া খরচ কাজ করে চালাতে হয়। বিকাশ নাম্মার দিলাম ০১৭৩৩০২১৮৮৭

  4. নরনাহার Reply

    এইচএসসি ২০২৪ পরিকখা দিবো আমার বাবা খুব গরিব আমার বাবা অন্যের জমিতে কাজ করে মাএ কয়েকটা টাকা উপাজন করে তাতে আমার পড়া লেখার খরচ দিতে পারছে না আমার পড়া লেখা বন্ধ হয়ে যাচ্ছে ভাইয়া আপনি একটু সাহায্য করলে আবার পড়া লেখার সুযোগ পাবো ০১৬২৩১৬৫২৫৬ এটা আমার বিকাশ নামবার দয়া করে টাকা টা পাঠিয়ে দিয়েন আমার পরিকখার জন্য কিছু বই কিনতে হবে যা আমার বাবা দিতে পারছেনা

  5. I sincerely thank the honorable Prime Minister. If you get this grant, no student like me will have to worry about reading. Thank you Bangladesh Govt.

Write A Comment