1 বা 2 মার্ক বাড়িয়ে দিয়ে এসএসসি 2023 খাতা দেখছে শিক্ষকরা

বর্তমানে শিক্ষকরা পরীক্ষার খাতা দেখছেন। এসএসসি 2023 পরীক্ষা বর্তমানে অনেকগুলো বিষয় শেষ করা হয়েছে। কিভাবে খাতা দেখছে তা জানতে চাওয়া হয়েছিল শিক্ষকদের কাছে।
তারা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে, এছাড়া অনেক শিক্ষার্থী আমাদের কাছে জানতে চাচ্ছে।
আরও পড়ুনঃ
- SSC Exam 2023 Pass Mark Koto – CQ MCQ Pass Mark
- SSC Exam 2023 A+ A A- B C D F Grade Point
- এসএসসি রেজাল্ট ২০২৩ কবে প্রকাশ হবে জানালে শিক্ষা মন্ত্রণালয়
একবার দুই নম্বর বাড়িয়ে খাতা দেখা হচ্ছে, কিনা সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে।
বর্তমানে শিক্ষকরা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ও ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দেখছে।
যেখানে তারা নম্বর প্রদান করবে এবং তার কাছে জমা দিবে। পরবর্তীতে সেই নম্বর উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করা হবে,
কিন্তু অনেক শিক্ষার্থী এগুলো নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে। কারণ শিক্ষার্থীরা এসএসসি 2023 খারাপ দিয়েছে,
যার কারণে তারা ফেল করবে বলে আশঙ্কা করছে। এক্ষেত্রে শিক্ষকরা জানায় তারা পাচ্ছে,
সেখানে অনেক ভালো লেখতে পারছে। শিক্ষকদের সাথে কথা হয়েছিল আমাদের, আরও বিস্তারিত।
আরও পড়ুনঃ
- SSC Exam 2023 Pass Mark Koto – CQ MCQ Pass Mark
- SSC Exam 2023 A+ A A- B C D F Grade Point
- এসএসসি রেজাল্ট ২০২৩ কবে প্রকাশ হবে জানালে শিক্ষা মন্ত্রণালয়
যেখানে তারা বলেন আমরা 200 থেকে 300 খাতা পেয়েছি। খাতা গুলো আমরা বর্তমানে দেখছি যেখানে অনেক
শিক্ষার্থী অনেক ভালোভাবে উত্তর গুলো উপস্থাপন করেছেন। এক্ষেত্রে শিক্ষার্থী উপস্থাপন করেছে তাদের
বেশির ভাগ শিক্ষার্থীকে আমরা অনেক বেশি নম্বর দিয়েছে। আবার যেসব শিক্ষার্থী যেমন-তেমন করেছে তাদেরকে
আমরা পাশ করিয়ে দেওয়া সর্বোচ্চ চেষ্টা করছে। অনেক শিক্ষার্থী 1 বা 2 নম্বরের ফেল করছে তবে তার সংখ্যা খুবই কম।
এক্ষেত্রে আমরা চেষ্টা করি শিক্ষার্থীদের অনেক বেশি নম্বর প্রদান করা। 2 বা 1 নম্বরে শিক্ষার্থী যদি ফেল করে থাকে
তা থেকে পাস করে যাওয়ার চেষ্টা করছি। যে তারা লিখে থাকে তাহলে তারা পাস করতে পারবে।
কিন্তু যদি একদমই না লেখে অর্থাৎ নাম্বার কোন জায়গায় না থাকে তাহলে কিভাবে নম্বর দিবে।
তাই শিক্ষার্থীদের কে সবসময় জন্য পরামর্শ থাকবে তারা যেন পরীক্ষায় খাতায় সম্পূর্ণ উত্তর দিয়ে আসে।
এছাড়া বাকি সকল বিষয়গুলো খাতা আসতেছে। যা শিক্ষকরা দেখবে এবং পরবর্তীতে সে নম্বর বোর্ডের কাছে পাঠাবে।
এখানে জানিয়ে রাখছি নৈবিত্তিক এর সম্পূর্ণ বিষয়টি কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হবে।
তাই এখানে শিক্ষার্থীদের আলাদাভাবে সুযোগ-সুবিধা প্রদান করার কোন ধরনের সম্ভাবনা নেই এ বিষয় নিয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
mcq নম্বর বারিয়ে দিবে কী স্যার?