সকল খবর

19 জোড়া যমজ শিশু ভর্তি ভিকারুননিসায়

অদ্ভুত এক নিয়মের বেড়াজালে আটকে ছিল 19 জোড়া শিশুর ভবিষ্যৎ । আইনি বাধা না থাকলেও কেবল জমজ হওয়ার কারণে স্কুল গুলোতে ভর্তি হতে পারছিল না তারা । অবশেষে হাইকোর্ট নির্দেশনা দিয়েছে 19 জন শিশুকে এবং শিক্ষার্থীকে স্কুলে ভর্তি করার ব্যাপারে ।

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হলো 19 জন শিশু ও শিক্ষার্থী । এখন আর কোন বাধা রইলো না একসঙ্গে একই স্কুলে পড়ার । অভিভাবকরাও অনেকটা চিন্তামুক্ত রয়েছে হাইকোর্টের এ নির্দেশনার পর থেকে ।

করোনা পরিস্থিতির ভিতরে ব্যাপারটা একটু ভিন্ন হলেও তাদের জীবনযাত্রা চলমান থাকুক । তাইতো ভিন্ন স্কুলে পড়তে হবে ভেবে হতাশা ছিলেন অবিভাবকরা । সর্বশেষ সবকিছু সমাপ্তি ঘটলো ।

জীবনের গল্প এই বাঁধভাঙ্গা আনন্দ ডানা মেলেছে ১৯ জোড়া প্রজাপতির । স্বপ্ন গুলোকে পূরণ হোক হতাশাগুলো চলে যাক সেই কামনা রইল ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button