2022-23 শিক্ষাবর্ষে সকল বোর্ডের অধীনে সকল শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়। টাকার অভাবে অনেক শিক্ষার্থী পড়াশোনা করতে পারে না।
সেই সকল দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কে সহযোগিতা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আরও পড়ুনঃ সকল শিক্ষার্থীদের ২টি উপবৃত্তি প্রদান করা হচ্ছে – আবেদন নিয়ম
শিক্ষার্থীরা উপবৃত্তি আবেদন করতে পারবে এবং আবেদনের পরবর্তীতে তাদের এই উপবৃত্তি প্রদান করা হবে।
এক্ষেত্রে সকল শিক্ষার্থী আবেদনের সুযোগ রয়েছে, তবে সবাইকে উপবৃত্তি প্রদান করা হবে না যারা শুধুমাত্র উপবৃত্তি জন্য
যোগ্য তাদেরকেই শিক্ষা মন্ত্রণালয় উপবৃত্তি দিবে। আজকে আমরা সেখান থেকে গুরুত্বপূর্ণ দুটি উপবৃত্তি
সম্পর্কে জানাবো যেখানে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং খুব সহজে বৃত্তি পেতে পারবে।
- প্রথম উপবৃত্তি ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি সকলের জন্য
- দ্বিতীয় উপবৃত্তি ষষ্ঠ এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য
প্রথম উপবৃত্তি প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে।
আরও পড়ুনঃ সকল শিক্ষার্থীদের ২টি উপবৃত্তি প্রদান করা হচ্ছে – আবেদন নিয়ম
মূলত তাদের ভর্তি সহায়তা প্রদান করা হবে, যেখানে এককালীন একটি অর্থ প্রদান করা হবে তাদের ভর্তি হওয়ার জন্য।
ইতিমধ্যেই স্কুল পর্যায়ে ভর্তি কার্যক্রম শেষ করা হলেও শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করবে শিক্ষা মন্ত্রণালয়
আবেদন নিয়ম প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে এসে ই ভর্তি
অপশনে গিয়ে শিক্ষার্থীদের আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করার ব্যবস্থা রাখা হয়েছে।
কোন ধরনের মেনুয়াল আবেদন গ্রহণ করা হবে না, এখানে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে শিক্ষার্থীরা
আরও পড়ুনঃ একাদশ শ্রেণী সকলকে উপবৃত্তি দেওয়া হচ্ছে – আবেদন সকল নিয়ম
অনলাইনের মাধ্যমে আবেদন করবে। সেখান থেকে তাদের যোগ্য প্রার্থী নির্বাচন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে,
যারা যারা চূড়ান্ত তালিকা উত্তীর্ণ হবে তাদেরকে উপ বৃত্তি প্রদান করা হবে এবং তাদের ব্যাংক একাউন্টে উপ বৃত্তি অর্থ চলে যাবে।
দ্বিতীয় উপ বৃত্তি রয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ষষ্ঠ এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন।
যেখানে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে, অনলাইনের মাধ্যমে কিন্তু প্রথমত শিক্ষার্থীদের একটি আবেদন ফরম
পূরণ করে শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। পরবর্তীতে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সে আবেদনের কার্যক্রম সম্পন্ন করা হবে
আরও পড়ুনঃ সকল শিক্ষার্থীদের ২টি উপবৃত্তি প্রদান করা হচ্ছে – আবেদন নিয়ম
অর্থাৎ এখানে শিক্ষার্থীদের সরাসরি অনলাইনে আবেদন করতে হচ্ছে না। তার আবেদন ফরম পূরণ করে
স্কুলে বা কলেজে দিলে শিক্ষকরা সে কাজগুলো করে দিবে, এই উপ বৃত্তি শিক্ষার্থীদের দুই বছর প্রদান করা হবে।
কিস্তির মাধ্যমে প্রতি মাসে শিক্ষার্থীকে টাকা প্রদান করা হবে, যে সকল শিক্ষার্থীর জন্য যোগ্য হবে তাদের
তালিকা প্রকাশ করা হবে এবং তাদের ব্যাংক একাউন্টে নির্দিষ্ট সময় পরপর টাকা চলে আসবে।
14 Comments
যেসব গরীব দুঃখী শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার যোগ্য তাদের না দিয়ে দিচ্ছে ধনী কোন ব্যক্তির ছেলে মেয়েকে।এটা হচ্ছে হয়তো স্কুল কতৃক।
তাই বলি সুষ্ঠু ভাবে দিতে পারবে দিন।দয়া করে যাছাই করুন এবং বন্টন করুন।
উপবৃত্তি
MASUD
উপবৃত্তি
উপবৃত্তি
আমি একজন শিক্ষার্থী কুমার কোটা দাখিল মাদ্রাসায়
পড়ি কিন্তু কোন উপবৃত্তি পাই না আমি ক্লাস টেনে পড়ি
শিক্ষা মন্ত্রীর কাছে আমার বিশেষ আবেদন যে আমাকে উপবৃত্তি দেয়া হোক
আমাদের মাদ্রাসায় শিক্ষক আমাকে ইচ্ছা করে উপবৃত্তি দেয় নাই আমার সাথে দুর্নীতি করা হয়েছে
আমি এর বিচার চাই
1/শিক্ষকের নাম সনদ কুমার
2/শরিফুল
3 মনিরুল
আমি এদের বিচার চাই
Thanks a lot. I need it very much. Thank you, Bangladesh.
Amk plz help koran
I am a good student. My academic background was so fine but economically i am weak so i can,t manage everything. So plz help me
M
MASUD
I am good student.
I am good student.
100 জনের মধ্যে কয়জন পাবে