20 জেলায় ঘূর্ণিঝড় পূর্বাভাস নদী বন্দরে সতর্কতা সংকেত
বাংলাদেশের উপর দিয়ে বড় ধরনের ঘূর্ণিঝড় পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার এই ঝড়ের পূর্বাভাস দেয়া হয়েছে।
শনিবার 29 এপ্রিল দুপুর একটার দিকে অভ্যন্তরীণ নদীবন্দর আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য জানানো হয়।
ঘূর্ণিঝড় কারণে এসএসসি ২০২৩ পেছানো হবে কি ? জানালো শিক্ষাবোর্ড
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে রংপুর-দিনাজপুর রাজশাহী বগুড়া পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ
ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার জেলার উপর দিয়ে পশ্চিম
এবং উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি অথবা ঘূর্ণিঝড় হতে পারে তার সাথে ঝড়ো বাতাস হতে পারে।
আবহাওয়া অফিস থেকে আরও বলা হয় এইসব জেলাগুলোতে বৃষ্টি হবে তার সাথে দমকা অথবা ঝড়ো
হাওয়া বয়ে যেতে পারে। তাই নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত পাঠানো হয়েছে, তাদেরকে এক নম্বর সতর্কতা
সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী 24 ঘন্টা আবহাওয়া আরেকটিবার জানানো হয়েছে,
যেখানে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
এছাড়া দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতের ঘটনা ঘটতে পারে।
আবহাওয়া অধিদপ্তর থেকে আরও বলা হয়েছে নদী বন্ধুগুলোকে যথেষ্ট সচেতন থাকতে হবে এবং যারা মাঠে
কাজ করতে যাচ্ছে। তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ গত কয়েক দিনে বজ্রপাতে
অনেক মানুষ মারা গিয়েছে। তাই এরকম ঘটনার জন্য আবার না করে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
প্রতিবছর এপ্রিল এবং মে মাসের দিকে কালবৈশাখী ঝড় সহ বিভিন্ন ধরনের ঝড় সাগরের সংগঠিত হয়।
যা বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় যার কারণে বাংলাদেশের প্রাকৃতিক ভাবে অনেক ক্ষতিগ্রস্ত সম্মুখীন হয়।
অন্য দিকে 30 এপ্রিল চলতিপথে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আশা করা যাচ্ছে যে পড়েছে স্বাভাবিক নিয়মে করা হবে।
যদি কোনো ধরনের খারাপ পরিস্থিতি তৈরী হয় তখন নতুন সিদ্ধান্ত জানানো হতে পারে কিন্তু এই মুহূর্তে পরীক্ষা আয়োজন করা হচ্ছে।