HSC Admission

HSC Admision 2023 Result Check Online

Pinterest LinkedIn Tumblr

প্রথম পর্যায়ে প্রায় ১৩ লাখের বেশি শিক্ষার্থী HSC Admision 2023 জন্য অনলাইনে আবেদন করেছিল। যেখানে একটি কলেজ নির্বাচন করে দেয়া হবে।

মূলত শিক্ষার্থীরা একাধিক কলেজে আবেদন করতে পেরেছে। যেখানে সর্বোচ্চ আবেদন করার সুযোগ ছিল দশটি করে।

SSC 2023 Scholarship Result – All Board PDF

যে এখান থেকে শিক্ষার্থীর আবেদন যাবে বিভিন্ন কলেজের কাছে তারপরে তাকে একটি কলেজ নির্বাচন করবে।

শিক্ষা মন্ত্রণালয় বলেছে শিক্ষার্থীদের মেধাবক্রম পছন্দ ক্রোম এবং আসন সংখ্যার উপর ভিত্তি করে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

এখন সে নির্বাচন কার্যক্রম শেষ একাদশ ভর্তির ফলাফল শিক্ষার্থীরা দেখতে পারবে, অবশ্যই তার নিজের মোবাইল ফোন থেকে

শিক্ষার্থীদের ফলাফল দেখার ব্যবস্থা রয়েছে। কিভাবে শিক্ষার্থীরা ফলাফল দেখবে সে বিষয় নিয়ে আমরা কথা বলব।

একাদশ ভর্তি রেজাল্ট এর পরবর্তী করণীয়-

প্রথম পর্যায়ে রেজাল্ট প্রকাশ করার শেষে শিক্ষার্থীদের কাজ হচ্ছে নিশ্চয়ন করা। যদি শিক্ষার্থীর কলেজ পছন্দ হয়ে

যায় তাহলে সে নিশ্চায়ন করতে পারবে নিশ্চয়ন করার জন্য তাদেরকে ৩৩৫ টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠাতে হবে।

তাহলে শিক্ষার্থী ওই কলেজ নিশ্চয়ই হবে এক্ষেত্রে শিক্ষার্থী যদি মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হয়।

তাহলে মাইগ্রেশন এর ফলাফল শিক্ষার্থীরা দেখতে পারবে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে,

যে সকল শিক্ষার্থী কলেজ নিশ্চয় করবে না তারা আবার দ্বিতীয় পর্যায়ে ১৫০ টাকা ফ্রি আবেদন করতে পারবে।

HSC Admision 2023 ফলাফল দেখার নিয়ম-

শিক্ষার্থীরা যদি একাদশ ভর্তি ফলাফল দেখতে চায় তাদের নিচের নিয়ম অনুসরণ করে তাকে ফলাফল দেখতে হবে।

আমরা নিচে বুঝিয়ে দিচ্ছে কিভাবে শিক্ষার্থীরা ফলাফল গুলো নিজের মোবাইল ফোন থেকে দেখতে পারবে।

  • ভর্তি বিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
  • রেজাল্ট দেখুন বাটনে ক্লিক করে প্রবেশ করতে হবে
  • এসএসসি পরীক্ষার রোল নাম্বার বসাতে হবে
  • এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে
  • পরীক্ষার বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
  • পরীক্ষার সাল সঠিকভাবে সিলেক্ট করতে হবে
  • ভেরিফিকেশনে পাঁচটি সংখ্যা সামনে ফাঁকা ঘরে বসাতে হবে
  • ভিউ রেজাল্ট অপনে ক্লিক করলে ফলাফল চলে আসবে

রেজাল্ট দেখার নিয়ম

7 Comments

  1. Sumaiya swapnil Reply

    Ami quota te fq diyechillam kintu shekane ekhin genral dhekache kno?

  2. Sumaiya swapnil Reply

    Ami quota te fq diyechillam kintu shekane ekhin general dhekache kno?

Write A Comment