একাদশ শ্রেণি কলেজ পরিবর্তন নোটিশ প্রকাশ – আবেদন শুরু
কলেজ পর্যায়ে একাদশ শ্রেণি কলেজ পরিবর্তন , গ্রুপ পরিবর্তন বিষয় পরিবর্তন ও ভর্তি বাতিল বিষয়ক প্রকাশ করেছে।
অনলাইনের মাধ্যমে সকল কার্যক্রম সম্পন্ন করা হবে। এখানে আমরা সে বিষয়গুলো নিয়ে কথা বলবো।
একটি Paragraph শিখলে তুমি পারবে সকল Paragraph – নিয়ম জানুন
প্রথমেই জানিয়ে রাখি প্রতিটি বোর্ড আলাদা আলাদা ভাবে তাদের কার্যক্রম গুলো পরিচালনা করে, কোন নির্ধারিত
বোর্ড একসাথে কার্যক্রম সম্পন্ন করে না। তাই আলাদা আলাদা ভাবে প্রতিটি বোর্ডের নোটিশ প্রকাশ করা আবশ্যক।
বর্তমানে শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের নোটিশ প্রকাশ করেছে, যেখানে জানিয়েছে শিক্ষার্থীরা আগামী বুধবার
থেকে অনলাইনের মাধ্যমে গ্রুপ সাবজেক্ট পরিবর্তন ও ভর্তি বাতিল এবং কলেজ ট্রান্সফারের কার্যক্রম সম্পন্ন করতে পারবে।
কত টাকা লাগবে সেটা নোটিশে বলে দেয়া হয়েছে, শিক্ষার্থীদের সুবিধের নিচে তুলে ধরা হলোঃ
- প্রতি বিষয় পরিবর্তন – 200 টাকা
- গ্রুপ / বিভাগ পরিবর্তন – 800 টাকা
- অনলাইন টিসি – 700 টাকা
- বিটিসি 700 টাকা
- ভর্তি বাতিল 800tk
- শিফট ভার্সন ছবি পরিবর্তন চতুর্থ বিষয় বাতিল কোন টাকা লাগবে না
আবেদন করার সময়সীমা প্রসঙ্গে ঢাকা শিক্ষা বোর্ড থেকে বলা হয়েছে। আগামী 12 এপ্রিল থেকে
শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং 12 মে পর্যন্ত আবেদন করার সময়সীমা দেয়া হয়েছে।
সময়সীমা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা এখানে আবেদন করবে।
এখানে শিক্ষার্থীদেরকে গ্রুপ পরিবর্তন সাবজেক্ট পরিবর্তন এবং ভর্তি বাতিলের কার্যক্রম নিজ কলেজ থেকে করতে হবে
অর্থাৎ সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। কলেজে লগইন অপশন এ গিয়ে, এখানে শিক্ষার্থী তার
তেমন কোন কিছু করার নেই। তারা সকল তথ্য শিক্ষকদের কাছে দিবে, সেখানে আবেদন করে
দিবে অর্থাৎ সরাসরি শিক্ষার্থীদের কে সাবজেক্ট গ্রুপ পরিবর্তনের জন্য আবেদন করতে হবে না।
কিন্তু কলেজ পরিবর্তন অর্থাৎ অনলাইন কলেজ ট্রান্সফারের ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই
অনলাইনে আবেদন করতে হবে। এখানে কলেজ কোন ধরনের সহযোগিতা করবে না, তারা অনলাইনে আবেদন করবে।
একাদশ শ্রেণি অনলাইনে আবেদন করা শেষে যাচাই-বাছাই করে, বর্তমানের কলেজ তাকে ছাঁটাই করবে এবং যে কলেজে
যেতে ইচ্ছুক সেখানে তাকে প্রবেশ করার অনুমতি দিবে। এভাবে তার অনলাইন কার্যক্রম সম্পন্ন করবে।
অন্যদিকে বোর্ড থেকে টান্সফার করতে চাইলে শিক্ষার্থীকে সরাসরি আবেদন ফরম পূরণ করতে হবে।
প্রতিটি বোর্ড আলাদা আলাদা আবেদন ফরম রয়েছে সেখানে আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে।
আবেদন ফরমে শিক্ষার্থী যাবতীয় সকল তথ্য পূরণ করতে হবে, তাছাড়া শিক্ষার্থী ব্যক্তিগত তথ্য যুক্ত করতে হবে।
সর্বশেষ বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট থেকে স্বাক্ষর এবং যেখানে যেতে চাই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিকট থেকে স্বাক্ষর দিতে হবে।
Hsc 2022 2023