HSC Exam

HSC Exam 2022 – খারাপ ৩ টি সংবাদ পরীক্ষার্থীদের জন্য

Pinterest LinkedIn Tumblr

উচ্চ মাধ্যমিক পর্যায়ে 12 লক্ষ শিক্ষার্থী বর্তমানে HSC Exam 2022 অংশগ্রহণ করেছে ইতিমধ্যে তাদের কয়েকটি বিষয়ে পরীক্ষা শেষ হয়েছে।

এই অবস্থায় এসে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার্থীদের ৩ টি খারাপ সংবাদ দিয়েছে। সে বিষয়গুলো শিক্ষার্থীদের জানা উচিত।

আরও পড়ুনঃ

মূলত পরীক্ষায় আয়োজন করা হয়েছে নতুন নিয়মে। যার কারণে শিক্ষার্থীরা অনেক ধরনের হতাশা গ্রস্থ মধ্যে রয়েছে।

অনেকেই এর নিয়ম বুঝতে পারছে না অনেকে বুঝতে পারলেও সঠিকভাবে তা ব্যবহার করতে পারছে না।

সর্বোপরি অনেকের পরীক্ষা খারাপ হচ্ছে। এই অবস্থায় এসে শিক্ষা মন্ত্রণালয় প্রথমদিকে যেটা বলেছে এবারে শিক্ষার্থীদের

সৃজনশীল প্রথম পত্র ও দ্বিতীয় পত্র আলাদা আলাদা পাস করতে হবে অর্থাৎ কোন শিক্ষার্থী প্রথম পত্র সৃজনশীল আলাদা পাস

করতে হবে নৈবিত্তিক আলাদা বাস করতে হবে। আবার দ্বিতীয় পত্র আলাদা পাস করতে হবে এবং প্রথম ও দ্বিতীয় পত্র একসাথে পাস করা যাবে না।

আরও পড়ুনঃ

আলাদা পাশ করতে হবে এবং গ্রেড নির্ণয়ের ক্ষেত্রে প্রথম পত্র ও দ্বিতীয় পত্র একসাথে মিলিয়ে নির্ণয় করা হয়।

তাছাড়া এবারে পরীক্ষায় খাতা দেখার ব্যাপারে শিক্ষকরা জানায় আমাদের কাছে খাতা দেখা নিয়ে কথাবার্তা বলা

হয়েছে খুব শীঘ্রই খাতাগুলো চলে আসবে, বিশেষ করে বাংলা ও ইংরেজি খাতাগুলো আমরা দেখা শুরু করব।

শিক্ষা বোর্ডগুলোর জানিয়েছে এবার জন্য কোন ধরনের সুযোগ-সুবিধা তেমন না দেয়া হয়।

স্বাভাবিক নিয়মে HSC Exam 2022 দেখা হবে যে যত নম্বর পাবে পরীক্ষার খাতা একই নম্বরে দেয়া হবে কোন ধরনের বাড়তি নম্বর জানো না দেয়া হয়।

এখানে শিক্ষকরা বলছে আমরা প্রতিবছরই এক বা দুই নাম্বারি অনেকেই পাস করিয়ে দেয়। আবার অনেকে এক বা

দুই নম্বর বাড়িয়ে প্লাসের জন্য সহযোগিতা করে দিই কিন্তু এবছর সেরকম সুযোগ সুবিধা মনে হয় শিক্ষার্থীরা পাবে না।

আরও পড়ুনঃ

পরীক্ষা নিয়োগ প্রসঙ্গে শিক্ষার্থীদের বড় একটি অভিযোগ রয়েছে অনেকের নিয়ম বুঝতে পেরেছে যেখানে তারা

ভালো পরীক্ষা দিচ্ছে আবার অনেকে নিয়ম বুঝতে না পারার কারণে অনেক খারাপ পরীক্ষা দিচ্ছে।

সব মিলিয়ে শিক্ষাবোর্ড আশা করা যাচ্ছে এ বছর পাসের হার স্বাভাবিক থাকলেও এ প্লাস এর সঙ্গে কিছুটা হলেও

কম হবে এবং শিক্ষার্থীদের পরীক্ষা হচ্ছে সবগুলো বিষয়ে অর্থাৎ 6 টি বিষয় পরীক্ষা হচ্ছে 12 টি পত্র।

শুধুমাত্র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে জেএসসি এবং এসএসসি রেজাল্ট এর মাধ্যমে মূল্যায়ন করা হবে।

আরও পড়ুনঃ

Write A Comment