HSC Exam 2022 নতুন মানবন্টনে কত নম্বর পেলে A+ A A- B C D ?
উচ্চ মাধ্যমিক পর্যায়ে চলতি বছরের HSC Exam 2022 নতুন সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হবে বলে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
তাছাড়া পরীক্ষা উপলক্ষে নতুন মানবন্টন প্রকাশ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যেখানে পরীক্ষা সময় পরীক্ষার বিষয় এবং নম্বর পরিবর্তন করা হয়েছে।
এবারের পরীক্ষায় যেহেতু নতুন মানবন্টন আয়োজন করা হবে তাই অনেক শিক্ষার্থী জানতে চাই নতুন মানবন্টন এ কত নম্বর পেলে কোন গ্রেড।
আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ২০২২ ফরম ফিলাপ কবে শুরু ও কত টাকা লাগবে ?
বিষয়গুলো অবশ্যই শিক্ষার্থীদের জানতে হবে পরীক্ষার আগে এতে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে। চলুন দেখে নেওয়া যাক-
চলতি বছর HSC Exam 2022 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বাদ দিয়ে আয়োজন করা হবে।
তাছাড়া মূল পরীক্ষার আয়োজন করা হবে তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘন্টায়। যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে এক ঘন্টা 40 মিনিট এবং নৈবিত্তিক প্রশ্ন থাকবে 20 মিনিট।
100 নম্বরের পরিবর্তে এবার পরীক্ষায় হবে 45,50 এবং 55 নম্বর। চলুন দেখে নেই কত নম্বরে কোন বিষয়ে পরীক্ষা আয়োজন করা হবে-
100 নম্বরের পরিবর্তে 55 নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে তাহলোঃ
- বাংলা প্রথম পত্র
- হিসাব বিজ্ঞান
- ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
- ফিন্যান্স ব্যাংকিং ও বীমা
- উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
- অর্থনীতি
- সমাজকর্ম
- সমাজবিজ্ঞান
- পৌরনীতি
- ইতিহাস
- যুক্তিবিদ্যা
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
- ইসলাম শিক্ষা
৭৫ নম্বরের পরিবর্তে ৪৫ নম্বরে যে সকল বিষয়ে পরীক্ষা হবে তাহলোঃ
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- জীববিজ্ঞান
- উচ্চতর গণিত
- ভূগোল
- কৃষিশিক্ষা
- গার্হস্থ্য অর্থনীতি
১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বরের যে সকল বিষয়ে পরীক্ষা হবে তা হলোঃ
- বাংলা দ্বিতীয় পত্র
- ইংরেজি প্রথম পত্র
- ইংরেজি দ্বিতীয় পত্র
কত নম্বর পেলে কোন গ্রেড ?
55 নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড তা নিচে তুলে ধরা হলোঃ
- ৫৫ নম্বরের মধ্যে ৪৪ পেলে A+
- 55 নম্বরের মধ্যে ৩৮.৫ পেলে A
- ৫৫ নম্বরের মধ্যে ৩৩ পেলে A-
- ৫৫ নম্বরের মধ্যে ২৭.৫ পেলে B
- 55 নম্বরের মধ্যে ২২ পেলে C
- ৫৫ নম্বরের মধ্যে ১৮.৫ পেলে D
50 নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড তা নিচে তুলে ধরা হলোঃ
- ৫০ নম্বরের মধ্যে ৪০ পেলে A+
- 50 নম্বরের মধ্যে ৩৫ পেলে A
- ৫০ নম্বরের মধ্যে ৩০ পেলে A-
- 50 নম্বরের মধ্যে ২৫ পেলে B
- ৫০ নম্বরের মধ্যে ২০ পেলে C
- ৫০ নম্বরের মধ্যে ১৬ পেলে D
45 নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড তা নিচে তুলে ধরা হলোঃ
- 45 নম্বরের মধ্যে ৩৬ পেলে A+
- ৪৫ নম্বরের মধ্যে ৩১.৫ পেলে A
- ৪৫ নম্বরের মধ্যে ২৭ পেলে A-
- 45 নম্বরের মধ্যে ২২.৫ পেলে B
- ৪৫ নম্বরের মধ্যে ১৮ পেলে C
- ৪৫ নম্বরের মধ্যে ১৫ পেলে D
Thanks
Hi