All News

HSC Exam 2022 ফরম ফিলাপ শুরু কবে ও কত টাকা লাগবে ? জানুন

Pinterest LinkedIn Tumblr

চলতি বছরে উচ্চ মাধ্যমিক পর্যায়ে HSC Exam 2022 শুরু হচ্ছে আগামী 22 জুন থেকে। ইতিমধ্যে শিক্ষা বোর্ডগুলোর পরীক্ষার সকল প্রস্তুতি শেষ করেছে।

পরীক্ষার প্রস্তুতি হিসেবে শিক্ষা বোর্ডগুলোর এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ কার্যক্রম শুরু করেছে।

যেখানে জানা গেছে পরীক্ষার ফরম ফিলাপে কত টাকা লাগবে ও কত মাসে বেতন শিক্ষা প্রতিষ্ঠান নিতে পারবে ও তার সাথে ফরম ফিলাপ শেষ কবে হবে।

চলতি বছরে HSC Exam 2022 নতুন নিয়মে আয়োজন করা হচ্ছে। যার মধ্যে সময় বিষয় এবং নম্বর পরিবর্তন করা হয়েছে।

প্রতি বছর 100 নম্বরের পরীক্ষা আয়োজন করা হলেও চলতি বছরে পরিক্ষা আয়োজন করা হচ্ছে অর্ধেক নম্বরে।

আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ২০২২ কত নম্বরে A+/ A / A- / B /C / D

এ ক্ষেত্রে সকল বিষয়ে ব্যবহারিক সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হচ্ছে 45 নম্বরে।

যার মধ্যে সৃজনশীল অংশ থাকবে ৩০ নম্বর এবং বহুনির্বাচনী অংশ থাকবে ১৫ নম্বর।

অন্যদিকে যে সকল বিষয় ব্যবহারিক নেই সেখানে পরীক্ষার আয়োজন করা হচ্ছে 55 নম্বরে।

যার মধ্যে সৃজনশীল অংশ থাকবে ৪০ নম্বর এবং বহুনির্বাচনী অংশ থাকবে ১৫ নম্বর।

শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বাদে আয়োজন করা হচ্ছে।

এই বিষয়টি জেএসসি এবং এসএসসি সাবজেক্ট ম্যাপিং মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে।

তাছাড়া শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রতি বছর পরীক্ষা আয়োজন করা হয় তিন ঘণ্টায় – কিন্তু চলতি বছরে পরিক্ষা আয়োজন করা হবে দুই ঘন্টা।

2 ঘন্টা সময়ের মধ্যে শিক্ষার্থীরা প্রথম দিকে নৈবিত্তিক প্রশ্নের জন্য 20 মিনিট সময় পাবে।

পরবর্তীতে এক ঘন্টা 40 মিনিট সময় দেওয়া হবে সৃজনশীল প্রশ্ন লেখার জন্য।

শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় কোন ধরনের নির্বাচনী পরীক্ষা হবে না।

তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে যে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে আগামী 13 জুন থেকে।

এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ কবে শুরু হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয় চলতি

বছরের আগামী জুন মাসে 8 তারিখে ফরম ফিলাপের কার্যক্রম শুরু করবে শিক্ষা বোর্ডগুলো।

এক্ষেত্রে যে সকল শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে তারা ফরম ফিলাপ করতে পারবে।

ফরম ফিলাপ করতে হলে শিক্ষার্থীদের নির্ধারিত ফি ও সকল ডকুমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

পরবর্তীতে শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীদের এই ফরম ফিলাপ কার্যক্রম সম্পন্ন করবে।

কত টাকা লাগবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় একাধিক কর্মকর্তা জানান এখন পর্যন্ত নোটিশ প্রকাশ করা হয়নি।

তবে তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি যেহেতু পরীক্ষা হবে না এই বিষয়ে ফরম ফিলাপ ফি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ২২০০-২৪০০ টাকা লাগবে।

মানবিক বিভাগের শিক্ষার্থীদের ২০০০-২২০০ টাকা লাগবে এর সাথে শিক্ষা প্রতিষ্ঠান একাদশ এবং দ্বাদশ শ্রেণীর 24 মাসের বেতন নিতে পারবে।

সে ক্ষেত্রে যেসব শিক্ষার্থী বেতন ইতিমধ্যে দিয়েছে তাদের কাছ থেকে বেতন নিতে পারবে।

Write A Comment