HSC Exam

HSC Exam 2022 – ৪৫, ৫০, ৫৫ ভিতর কত পেলে কোন গ্রেড ?

Pinterest LinkedIn Tumblr

উচ্চ মাধ্যমিক পর্যায়ে 12 লক্ষ শিক্ষার্থী চলতি বছরে HSC Exam 2022 অংশগ্রহণ করার জন্য অপেক্ষায় রয়েছে।

কিন্তু তাদের পরীক্ষিত নতুন নিয়মে আয়োজন করার কারণে তারা অনেকেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে যে 45 50 55

নম্বরের মধ্যে কত নম্বর পেলে তারা কোন গ্রেড পাবেন ? আজকের শিক্ষার্থীদের সামনে সে বিষয়গুলো তুলে ধরব।

আরও পড়ুনঃ

তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষার্থীদের কে জানিয়ে রাখছি। মূলত 45 নম্বর পরীক্ষা হবে যে সকল বিষয়ের ব্যবহারিক খাতা রয়েছে

সেগুলোতে – বিষয়গুলো নাম হলঃ পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, কৃষিশিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি, ভূগোল ।

অন্যদিকে ৫৫ নম্বরে পরীক্ষা হবে যে সকল বিষয়ের ব্যবহারিক খাতা নেই সেখানে। অর্থাৎ বাংলা প্রথম পত্র, হিসাব বিজ্ঞান,

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ফিন্যান্স ব্যাংকিং ও বীমা, ইতিহাস, ইসলামের

ইতিহাস ও সংস্কৃতি, যুক্তিবিদ্যা, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, পৌরনীতি, ইসলাম শিক্ষা বিষয়।

শুধুমাত্র ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র ও বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে মাত্র 50 নম্বরের।

এক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে আগের নিয়মে এক্ষেত্রে শিক্ষার্থীরা যাচাই-বাছাই করার অনেক সুযোগ সুবিধা পাবে এবারের পরীক্ষায়।

আরও পড়ুনঃ

এবার আমরা দেখি নেই শিক্ষার্থীরা এই 45, 50 বা 55 নম্বরের মধ্যে কত নম্বর পেলে A+ A A- B C D F পাবে।

প্রথমেই ৫৫ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড পাবে তা হলঃ

 • A+ পেতে হলে 55 নম্বরের মধ্যে 44 পেতে হবে
 • A পেতে হলে 55 নম্বরের মধ্যে 38.5 পেতে হবে
 • A- পেতে হলে 55 নম্বরের মধ্যে 33 পেতে হবে
 • B পেতে হলে 55 নম্বরের মধ্যে 27.5 পেতে হবে
 • C পেতে হলে 55 নম্বরের মধ্যে 22 পেতে হবে
 • D পেতে হলে 55 নম্বরের মধ্যে 18.33 পেতে হবে

৪৫ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড পাবে তা হলঃ

 • A+ পেতে হলে 45 নম্বরের মধ্যে 36 পেতে হবে
 • A পেতে হলে 45 নম্বরের মধ্যে 31.5 পেতে হবে
 • A- পেতে হলে 45 নম্বরের মধ্যে 27 পেতে হবে
 • B পেতে হলে 45 নম্বরের মধ্যে 22.5 পেতে হবে
 • C পেতে হলে 45 নম্বরের মধ্যে 18 পেতে হবে
 • D পেতে হলে 45 নম্বরের মধ্যে 15 পেতে হবে

৫০ নম্বরের মধ্যে কত নম্বর পেলে কোন গ্রেড পাবে তা হলঃ

 • A+ পেতে হলে 50 নম্বরের মধ্যে 40 পেতে হবে
 • A পেতে হলে 50 নম্বরের মধ্যে 35 পেতে হবে
 • A- পেতে হলে 50 নম্বরের মধ্যে 30 পেতে হবে
 • B পেতে হলে 50 নম্বরের মধ্যে 25 পেতে হবে
 • C পেতে হলে 50 নম্বরের মধ্যে 20 পেতে হবে
 • D পেতে হলে 50 নম্বরের মধ্যে 16.5 পেতে হবে

আরও পড়ুনঃ

Write A Comment