HSC Exam

HSC Exam 2022 From Fill Up কবে ও কত টাকা লাগবে ?

Pinterest LinkedIn Tumblr

উচ্চ মাধ্যমিক পর্যায় চলতি বছরের HSC Exam 2022 আগামী 22 আগস্ট থেকে শুরু হবে বলে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের website এ ইতিমধ্যে HSC পরীক্ষা উপলক্ষে নতুন নম্বর বন্টন এবং সময় বন্টন প্রকাশ করা হয়েছে।

যেখানে দেখা গেছে এবারের আয়োজন করা হবে তিন ঘণ্টার পরিবর্তে দুই ঘণ্টায়।

এই দুই ঘন্টা সময়ের মধ্যে শিক্ষার্থীরা প্রথমদিকে 20 মিনিট সময় পাবে MCQ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।

আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ২০২২ কত নম্বরে A+/ A / A- / B /C / D

পরবর্তীতে এক ঘন্টা 40 মিনিট সময় দেয়া হবে সৃজনশীল / CQ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।

পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় জানায় পরীক্ষার প্রস্তুতি শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো।

যার মধ্যে পরীক্ষার্থীদের from fill up ও নতুন short syllabus রয়েছেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড সকল বিষয়ের উপর short syllabus প্রকাশ করেছে।

যে সকল শিক্ষার্থী এখনো short syllabus সংগ্রহ করেননি তাদের সুবিধার্থে short syllabus ডাউনলোড লিংক নিচে তুলে ধরা হলোঃ

আরও পড়ুনঃ HSC Exam 2022 New Short Syllabus – Download Link

এইচএসসি পরীক্ষা 2022 এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টি বাদ দিয়ে আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

এই বিষয়টির JSC এবং SSC থেকে মূল্যায়ন করা হবে এক্ষেত্রে JSC থেকে 25 শতাংশ এবং SSC থেকে 45 শতাংশ নেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে এবারের পরীক্ষায় আয়োজন করা হবে নতুন মানবন্টন।

যার মধ্যে ব্যবহারিক সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হবে মাত্র 45 নম্বরে

পরবর্তীতে 75 নম্বর রূপান্তর করা হবে এর মধ্যে থাকবে 30 নম্বর সৃজনশীল এবং 15 নম্বর নৈবিত্তিক।

যে সকল বিষয়ের ব্যবহারিক নেই সেখানে পরীক্ষার আয়োজন করা হবে 55 নম্বরে

যা পরবর্তীতে 100 নম্বর রূপান্তর করা হবে এর মধ্যে থাকবে 40 নম্বর এবং বহুনির্বাচনি 15 নম্বর।

আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষা রুটিন বা সময়সূচি প্রকাশ ২০২২ – ডাউনলোড করুন

অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এবারে HSC পরীক্ষার্থীদের কোন ধরনের টেস্ট পরীক্ষা নিতে পারবে না শিক্ষাপ্রতিষ্ঠান।

তবে প্রস্তুতিমূলক পতিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিতে পারবে । যা আগামী 19 জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে ইতিমধ্যে HSC exam 2022 রুটিন প্রস্তুত করা হয়েছে। যেকোনো সময় প্রকাশ করা হবে।

HSC ফরম ফিলাপ কবে শুরু হবে জানতে চাই শিক্ষা মন্ত্রণালয় জানায় আগামী 8 জুন থেকে ফরম ফিলাপ কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ২০২২ পাস মার্ক কত নম্বর নতুন মানবন্টন

যেসব শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে তারা ফরম ফিলাপ করতে পারবে।

ফরম ফিলাপের জন্য বিজ্ঞান বিভাগে 2000-2400 টাকা দরকার হবে 24 মাসে বেতন নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান।

তাছাড়া মানবিক ও ব্যবসায় বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে ফরম ফিলাপের জন্য 1800-2200 টাকা দরকার হবে এসেছে 24 মাসের বেতন নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান গুলো।

2 Comments

Write A Comment