HSC Exam 2022 New Short Syllabus – PDF Download Link
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত নতুন সংক্ষিপ্ত সিলেবাস HSC Exam 2022 আয়োজন করা হবে বলে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে HSC Exam 2022 নতুন নিয়মে আয়োজন করা হবে।
যেখানে পরীক্ষায় সময়, নম্বর এবং বিষয় পরিবর্তন করা হয়েছে। পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে
চলতি বছর HSC Exam 2022 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা আয়োজন করা হবে না।
এই বিষয়গুলো Subject Mapping এর মাধ্যমে মূল্যায়ন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুনঃ এইচএসসি পরীক্ষা ২০২২ কত নম্বরে A+/ A / A- / B /C / D
HSC Exam সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে এবারের পরীক্ষায় নতুন মানবন্টন আয়োজন করা হবে।
যেখানে পরীক্ষার সময় তিন ঘণ্টার পরিবর্তে নির্ধারণ করা হয়েছে দুই ঘণ্টায়।
যার মধ্যে শিক্ষার্থীরা এক ঘন্টা 40 মিনিট সময় পাবেন সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এবং 20 মিনিট সময় পাবে নৈবিত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।
তাছাড়া 100 নম্বরের পরিবর্তে যে সকল বিষয় ব্যবহারিক নেই সেখানে পরীক্ষা করা হবে ৫৫ নম্বরে।
যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 40 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15 নম্বর যা পরবর্তীতে 100 নম্বর রূপান্তর করে মূল ফলাফল প্রস্তুত করা হবে।
যে সকল বিষয় রয়েছে সেখানে 75 নম্বরের পরিবর্তে পরীক্ষা আয়োজন করা হবে 45 নম্বরে।
যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে 30 নম্বরে বহুনির্বাচনী প্রশ্ন থাকবে 15 নম্বর।
যা পরবর্তীতে 75 নম্বর রূপান্তর করা হবে এবং এর সাথে ব্যবহারিক খাতা নম্বর যোগ করে ফলাফল প্রস্তুত করা হবে।
ইতিমধ্যে HSC Exam 2022 ফরম ফিলাপ কার্যক্রম শুরু করেছে শিক্ষা বোর্ডগুলোর যেখানে বলা হয়েছে আগামী 8 জুন থেকে ফরম ফিলাপ কার্যক্রম শুরু।
শিক্ষা প্রতিষ্ঠান যে সকল শিক্ষার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেছে তারা ফরম ফিলাপ করতে পারবে।
H S C Exam 2022 ফরম ফিলাপে কত টাকা লাগবে জানতে এখানে ক্লিক করুন
এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইতিমধ্যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক
বোর্ড সকল বিষয়ের উপর সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করে। যে সিলেবাস পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে।
যে সকল শিক্ষার্থী এখনো নতুন সংক্ষিপ্ত সিলেবাস সংগ্রহ করা তাদের জন্য ডাউনলোড লিংক নিচে তুলে ধরা হলোঃ
Austin Espinosa