শিক্ষা মন্ত্রণালয় থেকে HSC ICT 2023 বিষয়ে মানবন্টন কমিয়ে দেয়া হয়েছে। নতুন মানবন্টনে পরীক্ষা হবে। তাই আমরা শিক্ষার্থীদেরকে নতুন সাজেশন তুলে ধরছি।
এক্ষেত্রে আমরা পাঁচটি অধ্যায় গুরুত্বপূর্ণ টপিক গুলো তুলে ধরছি। এখান থেকে শিক্ষার্থীরা যেকোনো দুটি অধ্যায়
অথবা তিনটি অধ্যায় ভালোভাবে যদি প্রস্তুতি গ্রহণ করে তাহলে অনেক ভালো ফলাফল করতে পারবে।

তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় আয়োজন করা হবে 75 নম্বরে। তবে এখানে লিখিত পরীক্ষা হবে মাত্র ৫০ নম্বরে। HSC ICT 2023
আরও পড়ুনঃ ICT পরীক্ষা নতুন নিয়মে – এইচএসসি পরীক্ষা ২০২৩
25 নম্বর থাকবে ব্যবহারিক শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত মানবন্টনে বলা হয়েছে। সৃজনশীল প্রশ্ন থাকবে আট টি সেখান থেকে
যেকোন তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ ৩০ নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকবে ২৫ টি সেখান থেকে শিক্ষার্থীরা
যেকোনো ২০ প্রশ্নের উত্তর দিবে অর্থাৎ ২০ নম্বর। এই মিলিয়ে শিক্ষার্থীদের সর্বমোট ৫০ নম্বর
পরীক্ষা হবে এবং পরীক্ষার সময় কমিয়ে দেয়া হয়েছে। সৃজনশীল শিক্ষার্থীরা তিনটি প্রশ্ন লেখার
জন্য ২ ঘন্টা সময় পাবে এবং বহুনির্বাচনী ২৫ মিনিট সময় দেওয়া হবে ২০ টি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য।
সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়েগুলো রয়েছে তা হল
- ১ম অধ্যায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( বিশ্ব ও বাংলাদেশ) আংশিক
- ২য় অধ্যায়ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
- ৩য় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস
- ৪র্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML
- ৫ম অধ্যায়ঃ প্রোগ্রামিং ভাষা
সৃজনশীল প্রশ্ন কাঠামো
- প্রথম অধ্যায়ঃ ১ টি সৃজনশীল প্রশ্ন
- দ্বিতীয় অধ্যায়ঃ ২ টি সৃজনশীল প্রশ্ন
- তৃতীয় অধ্যায়ঃ ২ টি সৃজনশীল প্রশ্ন
- চতুর্থ অধ্যায়ঃ ১ টি সৃজনশীল প্রশ্ন
- পঞ্চম অধ্যায়ঃ ২ টি সৃজনশীল প্রশ্ন
প্রথম অধ্যায়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ( বিশ্ব ও বাংলাদেশ ) আংশিক
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
- রোবটিক্স
- ক্রায়োসার্জারি
- মহাকাশ অভিযান
- প্রতিরক্ষা
- বায়োমেট্রিক্স
- ন্যানোটেকনোলজি
- ভার্চুয়াল রিয়েলিটি
দ্বিতীয় অধ্যায়ঃ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং
- তারবিহীন মাধ্যম
- কম্পিউটার নেটওয়ার্কিং
- ক্লাউড কম্পিউটিং
- কমিউনিকেশন সিস্টেম
- বিভিন্ন প্রজন্মের মোবাইল
- ক্লাউড কম্পিউটিং এর সুবিধা
- নেটওয়ার্ক ডিভাইস ও নেটওয়ার্কের কাজ
তৃতীয় অধ্যায়ঃ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসঃ
- বুলিয়ান অ্যালজেবরা ও ডিজিটাল ডিভাইস
- বুলিয়ান উপপাদ্য
- ডি-মরগ্যানের উপপাদ্য
- কোড ধারণা
- চিহ্ন সংখ্যা রূপান্তর
- বাইনারি যোগ বিয়োগ
- মৌলিক গেট
- সর্বজনীন গেট
- বিশেষ গেট
- এনকোডার
- ডিকোডার
- রেজিস্টার
- কাউন্টার
চতুর্থ অধ্যায়ঃ ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML
- HTML এর ধারনা, সুবিধা, নকশা, কাঠামো, লে আউট, ফরমেটিং, প্যারাগ্রাফ হেডিং, কালার
- ওয়েবসাইটের কাঠামো ও ধারণা
- ওয়েবসাইট ডিজাইন
- ওয়েব পেজ ডিজাইনিং
- ওয়েবসাইট পাবলিশিং
পঞ্চম অধ্যায়ঃ প্রোগ্রামিং ভাষাঃ
- ধ্রুবক
- চলক
- রাশিমালা
- কিওয়ার্ড
- ইনপুট আউটপুট স্টেটমেন্ট
- অ্যারো
- ফাংশন
- অনুবাদ প্রোগ্রাম
- প্রোগ্রাম তৈরির ধাপসমূহ
- অ্যালগরিদম
- ফ্লোচার্ট
- উচ্চস্তরের ভাষা
- প্রোগ্রামের ভাষা
- মেশিন ভাষা
- মধ্যম স্তরের ভাষা
1 Comment
😍😍😍