SMS এর মাধ্যমে এসএসসি ফলাফল ২০২৩ দেখুন – দ্রুত রেজাল্ট দেখুন

এসএসসি ফলাফল ২০২৩ সবার আগে এবং দ্রুত দেখতে চাইলে এসএমএসে কোন বিকল্প নেই। শুধুমাত্র মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল দেখা যাবে।
আজকে আমরা এসএমএস পাঠানোর সকল নিয়ম এবং যাবতীয় তথ্যগুলো তুলে ধরবো। শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছো।
তোমরা একটি বিষয়ে জেনে রাখো যখন ফলাফল প্রকাশ করা হবে তখন কয়েক লক্ষ শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা
একসাথে ওয়েবসাইটে ফলাফল দেখার চেষ্টা করবে যার কারণে ওয়েবসাইটে ফলাফল দেখা নিয়ে ঝামেলা হতেই পারে।
এসএসসি নিয়ে আরও তথ্য পড়ুনঃ
- সবচেয়ে বেশি ফেল করছে যে শিক্ষা বোর্ড – SSC Result 2023
- কয়টার সময় এসএসসি রেজাল্ট ২০২৩ দেখা যাবে – জানুন
- All Board SSC Result 2023 Marksheet With Subject Number
- কোন বোর্ডে কত GPA 5 পেয়েছে ? SSC Result 2023
- কিভাবে এসএসসি রেজাল্ট ২০২৩ দেখা যাবে ? রেজাল্ট দেখার নিয়ম
তাই তোমাদেরকে এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার পরামর্শ প্রদান করছি।
এক্ষেত্রে কিভাবে তোমরা এসএমএস পাঠাবা কত টাকা এসএমএসে কাটা হবে, সব বিষয়গুলো আমরা তুলে ধরছি এসএমএস পাঠাতে পারবা।
যে সকল সিম থেকে SMS দেওয়া যাবে তা হল –
- রবি
- গ্রামীণফোন
- বাংলালিংক
- টেলিটক
- এয়ারটেল
এসএমএস পাঠানোর ক্ষেত্রে প্রতিটি সিম কোম্পানি তোমার মোবাইলে ব্যালেন্স থেকে ২ টাকা ৬৬ পয়সা
কেটে নিয়ে যাবে। তাই অবশ্যই এই টাকা রেখে তারপর তোমাকে এসএমএস পাঠাতে হবে। তুমি একটি সিম
দিয়ে যত খুশি ততগুলো এসএমএস পাঠাতে পারবে। এক্ষেত্রে কোনো ধরনের লিমিটেড অপশন নেই।
এসএমএস পাঠানোর নিয়মঃ
নিচের মোবাইলে মেসেজ অপশনে গিয়ে তোমাদেরকে এসএমএস পাঠাতে হবে সেখানে গিয়ে তোমাদের উপর নিচে উল্লেখিত তথ্যগুলো লিখতে হবে।
এসএসসি স্পেস পরীক্ষার বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস রোল নাম্বার স্পেস পরীক্ষার সাল পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নাম্বারে
উদাহরণ – SSC Dha 253645 2023 send to 16222
প্রতিটি বোর্ডের প্রথম তিন অক্ষরের কোড নিচে তুলে ধরা হলো
- ঢাকা শিক্ষা বোর্ড – DHA
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড – CHI
- কুমিল্লা শিক্ষা বোর্ড – CUM
- রাজশাহী শিক্ষা বোর্ড – RAJ
- দিনাজপুর শিক্ষা বোর্ড – DIN
- বরিশাল শিক্ষা বোর্ড – BAR
- ময়মনসিংহ শিক্ষা বোর্ড – MYM
- সিলেট শিক্ষা বোর্ড – SYL
- যশোর শিক্ষা বোর্ড – JES
- কারিগরি শিক্ষা বোর্ড – BTEB
- মাদ্রাসা শিক্ষা বোর্ড – MAD
শিক্ষার্থীরা খুব সহজে এসএমএস পাঠাতে পারবে তাই এসএমএস পাঠানোর জন্য পরামর্শ থাকবে কারণ সবার আগে দ্রুত ফলাফল দেখার জন্য
এসএমএস এ কোন বিকল্প নেই তাই এসএমএস পাঠিয়ে শিক্ষার্থীদের সবার আগে ফলাফল দেখতে পারবে।
Gausodi