মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এখন SSC Board Challenge Result 2023 প্রকাশ করা হবে।
কিন্তু কবে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জার ফলাফল হাতে পাবে তা নিয়ে আমরা আজকে কথা বলব।
বর্তমানে কার্যক্রম প্রায় শেষের দিকে। টেলিটক সিমের মাধ্যমে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করতে পেরেছেন।
আরও পড়ুনঃ
- All Board Marksheet – SSC Result 2023 Check
- একাদশ ভর্তি ২০২৩ কবে শুরু হবে ? ভর্তি নিয়ে সকল তথ্য
- ২ টি উপবৃত্তি দিচ্ছে এসএসসি ২০২৩ সকলকে – আবেদন নিয়ম
- SSC Board Challenge Result 2023 | এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট

এক্ষেত্রে এসএমএসের মাধ্যমে শিক্ষার বোর্ড চ্যালেঞ্জ করার জন্য বলা হয়েছিল। প্রতিটি পত্র প্রতি 125 টাকা চার্জ নির্ধারণ করা হয়েছিল।
এই টাকা দিয়ে শিক্ষার্থীদের কে এসএমএস পাঠাতে হবে টেলিটক সিম দিয়ে। এসএমএস পাঠিয়ে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করতে পেরেছে।
এখন তাদের বোর্ড চ্যালেঞ্জার ফলাফল প্রকাশ করা হবে। তার আগে শিক্ষার্থীরা আমাদের কাছে জানতে চাচ্ছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কমে যায় কিনা ?
তাদেরকে আমরা সরাসরি জানিয়ে রাখি বোর্ড চ্যালেঞ্জে কখনো রেজাল্ট কমে যায় না। সব সময় রেজাল্ট বাড়ে
অর্থাৎ হয় বাড়বে কিন্তু কখনো নাম্বার কমবে না। এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানে আমরা বোর্ড চ্যালেঞ্জার
বিষয়গুলো ভালোভাবেই দেখছি। অনেক শিক্ষার্থী বিগত বছরগুলোতে ফেল করা থেকে পাস করেছে।
অনেক ভালো ফলাফল অনেক শিক্ষার্থী করেছে। আমরা শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করছি আশা করা যাচ্ছে,
বছর শিক্ষার্থীর অনেক ভালো ফলাফল করবে। কোন শিক্ষার্থী যদি তার নাম্বারে অসন্তুষ্ট হয় তাহলে অবশেষে
শিক্ষার্থী খাতে আবার পুনরীক্ষণের জন্য আবেদন করতে পারবে যাকে মূলত বোর্ড চ্যালেঞ্জ বলা হয়।
আরও পড়ুনঃ
- All Board Marksheet – SSC Result 2023 Check
- একাদশ ভর্তি ২০২৩ কবে শুরু হবে ? ভর্তি নিয়ে সকল তথ্য
- ২ টি উপবৃত্তি দিচ্ছে এসএসসি ২০২৩ সকলকে – আবেদন নিয়ম
- SSC Board Challenge Result 2023 | এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট
এখানে শিক্ষার্থীদের খাতা আরো একবার দেখা হবে সেখানে শিক্ষার্থী কোন নম্বর অতিরিক্ত পাবে কিনা তার
রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর ঠিক আছে কিনা এসব দেখে তারপর তার বোর্ড চ্যালেঞ্জার ফলাফল প্রকাশ করে।
SSC Board Challenge Result 2023 কবে প্রকাশ করা হবে এমন প্রশ্ন করলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলে বোর্ড
চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করার জন্য আমরা তারিখ নির্ধারণ করেছি আগামী ২৪ আগস্ট থেকে ২৮ আগস্ট সময়ের মধ্যে।
এর মধ্যে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে। কারণ এখানে বর্তমান যে পরিমাণ আবেদন করবে
তার উপর নির্ভর করে আমরা ফলাফল প্রকাশ করব। যদি বেশি আবেদন করে তাহলে একটু ফলাফল
প্রকাশ করতে দেরি হবে, আর যদি কম আবেদন পড়ে তাহলে আমরা তাড়াতাড়ি ফলাফল প্রকাশ করে দিব।
তাই SSC Board Challenge Result 2023 আগামী 24 আগস্ট থেকে ২৮ আগস্ট এর মধ্যে যে কোন একদিন প্রকাশ করা হবে।
কারণ 29 আগস্ট শিক্ষার্থীদের একাদশ ভর্তির আবেদন পরিবর্তন করার সুযোগ দিবে তাই এখানে অবশ্যই এর আগেই ফলাফল পরিবর্তন করা হবে প্রকাশ করা হবে।
5 Comments
স্যার আমার কী রেজাল্ট আর ভালো আসবে আমার জন্য দুয়া করবেন যেন আমার ভালো ফলাফল আসে
English
sir ami ki 5.00 pabo
Sir,1 mark short thakle ki dibe eibar?
Mcq e ki borad theke sei 1mark diye pass kore dibe.
Plz,bolben ki ektu 🙏
Doya kore ektu help koriyen
Reply diyen Please
Sir,1 mark short thakle ki dibe eibar?
Mcq e ki borad theke sei 1mark diye pass kore dibe.
Plz,bolben ki ektu 🙏
Doya kore ektu help koriyen
Reply diyen Please