মাধ্যমিক পর্যায়ের চলতি বছর SSC Exam 2022 নতুন মানবন্টন আয়োজন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে।
এ ক্ষেত্রে নতুন মানবন্টন শিক্ষার্থীদের প্রশ্ন কেমন হবে তা নিয়ে শিক্ষার্থীরা দুশ্চিন্তার মধ্যে রয়েছে।
বিশেষ করে গণিতের মত কঠিন বিষয় গুলোর প্রশ্ন নিয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি চিন্তিত।
আজকে আমরা কথা বলবো এসএসসি পরীক্ষা ২০২২ গণিত প্রশ্ন কেমন হবে তা নিয়ে।
এক্ষেত্রে পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে কোন ধরনের বিভাগ থাকবে কিনা ? কেমন হবে ? এই বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরব।
আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা ২০২২ নতুন রুটিন প্রকাশ – দেখে নেও সকল বোর্ড
- SSC Exam 2022 – ৪৫,৫০,৫৫ নম্বরে কত পেলে কোন গ্রেড ?
- এসএসসি পরীক্ষা ২০২২ জরুরী নির্দেশনা — না জানলে মহাবিপদ
- পূজার কারণে এসএসসি ২০২২ রুটিন পরিবর্তন – যা বলল শিক্ষা মন্ত্রী
- ২০২২ সালের এসএসসি পরীক্ষা যে ৬ টি ভুল করা যাবে না – জেনে নেও
চলতি বছর এসএসসি পরীক্ষার কয়েকটি নিয়ম পরিবর্তন করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 100 নম্বরের
পরীক্ষা আয়োজন করাবে মাত্র ৫৫ নম্বরে। তাছাড়া তিন ঘন্টা পরীক্ষা দেওয়ার কথা কিন্তু সেখানে শিক্ষার্থীরা
পরীক্ষা দিবে মাত্র দুই ঘণ্টায়। পরীক্ষার সময় এবং নম্বর কমানো হয়েছে তাই শিক্ষার্থীরা যথেষ্ট সুযোগ সুবিধা পাবে।
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে গণিতে মূলত ১১ টি সৃজনশীল প্রশ্ন থাকবে যেখানে বীজ গণিত
ত্রিকোণমিতি পরিসংখ্যান জ্যামিতি মত বিভাগ থেকে প্রশ্নগুলো থাকবে এবং শিক্ষার্থীরা যে কোন চারটি প্রশ্নের উত্তর দিবেন
এবং 30 টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে শিক্ষার্থীরা যে কোন ১৫ টি প্রশ্নের উত্তর দিবে অর্থাৎ এখানে শিক্ষার্থীদের যাচাই-বাছাই করার সুযোগ দেয়া হচ্ছে।
মানবন্টনে গেছে চারটি সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর থাকবে এবং 15 টি বহুনির্বাচনী প্রশ্নের জন্য 15 নম্বর থাকবে।
সর্বমোট 55 নম্বর পরীক্ষার উত্তর দিতে হবে। কিন্তু শিক্ষার্থীদের প্রশ্ন তৈরি করা হচ্ছে কিন্তু 100 নাম্বারে।
আরও পড়ুনঃ
- SSC Exam 2022 – ৪৫,৫০,৫৫ নম্বরে কত পেলে কোন গ্রেড ?
- এসএসসি পরীক্ষা ২০২২ জরুরী নির্দেশনা — না জানলে মহাবিপদ
- পূজার কারণে এসএসসি ২০২২ রুটিন পরিবর্তন – যা বলল শিক্ষা মন্ত্রী
- ২০২২ সালের এসএসসি পরীক্ষা যে ৬ টি ভুল করা যাবে না – জেনে নেও
সেই দিক থেকে শিক্ষার্থীরা 100 নম্বর থেকে যাচাই-বাছাই করে ৫৫ নম্বরের উত্তর দিবে।
তাই বলা যাচ্ছে SSC Exam 2022 প্রশ্ন গণিত বিষয়ে যথেষ্ট সহজ তৈরি করা হবে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়
জানিয়েছে প্রশ্ন তৈরি করা হচ্ছে স্বাভাবিক নিয়মে। কোন ধরনের সুযোগ-সুবিধা শিক্ষার্থীরা পাবে না।
অর্থাৎ কিছু প্রশ্ন সহজ থাকবে আবার কিছু প্রশ্ন কঠিন থাকবে। সব মিলিয়ে এটা প্রশ্ন তৈরি করা হবে।
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যদি শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ দুই থেকে তিনটি অধ্যায়ে ভালোভাব
পড়ে যায় তাহলে তাদের পাস করা সম্ভব এবং যদি চার থেকে পাঁচটি অধ্যায় ভালোভাবে অংক করে যায় তাহলে তাদের এ প্লাস পাওয়া সম্ভব।
কারণ প্রতি অধ্যায় থেকে একাধিক প্রশ্ন থাকবে এবং কোন ধরনের বিভাগ বাধ্যতামূলক থাকবে না।
তারা চাইলে যেকোন জায়গা থেকে যে কোন বিভাগ থেকে প্রশ্নের উত্তর দিতে পারবে। সর্বমোট বিবেচনা করে
এটুকু বোঝা যাচ্ছে যে গণিতের প্রশ্নের সহজ তৈরি করা হবে। যারা পড়াশোনা করে যাবে তারা অবশ্যই ভালো ফলাফল করতে পারবে।
6 Comments
Pingback: পুজা বিবেচনায় এসএসসি ২০২২ রুটিন পরিবর্তন - যা বলল শিক্ষা মন্ত্রী -
Pingback: ২০২২ সালের এসএসসি পরীক্ষা কত নম্বর পেলে পাস মার্ক A+ মার্ক ? - Metro Academy
Pingback: সারাদেশে বন্যা এসএসসি পরীক্ষা কি পিছান হবে ? যা বলল শিক্ষা মন্ত্রী - Metro Academy
Pingback: ব্রেকিং নিউজঃ পুজার কারনে এসএসসি ২০২২ রুটিন পরিবর্তন হবে - Metro Academy
Pingback: সারাদেশে বৃষ্টি থাকবে দুই দিন এসএসসি পরীক্ষা ২০২২ পেছানো হবে ? - Metro Academy
Pingback: সারাদেশে বৃষ্টি থাকবে দুই দিন এসএসসি পরীক্ষা ২০২২ পেছানো হবে ? -