SSC Exam 2023 কত নম্বর পেলে কোন গ্রেড ? জেনে নেও
মাধ্যমিক পর্যায়ে SSC Exam 2023 কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাবে তা অনেক শিক্ষার্থী জানে না। তাদের সুবিধার্থে আমরা সে বিষয়গুলো তুলে ধরছি।
এখানে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন কিছু বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ
- ঘূর্ণিঝড়ের কারণে এসএসসি পরীক্ষা স্থগিত হবে ? জানালে শিক্ষা বোর্ড
- পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার সহজ কৌশল – জেনে রাখো সকলে
- উপবৃত্তি ২০২৩ ফলাফল কবে দিবে ? টাকা কিভাবে হাতে পাবে ?
- SSC 2023 English 2nd Paper Suggestion – 100% Common
যেখানে মূল পরীক্ষা আয়োজন করা হয় 75 নম্বর এবং এর সাথে ব্যবহারিক খাতা 25 নম্বর যোগ করা হয়।
আবার কিছু বিষয়ে সরাসরি 100 নম্বরের পরীক্ষা আয়োজন করা হয়, এক্ষেত্রে সবগুলো বিষয়
কিভাবে গ্রেড পয়েন্ট নির্ণয় করা হয় তা নিয়ে আমরা আজকে শিক্ষার্থীদের সামনে তুলে ধরছি।
গ্রেড পয়েন্ট এর সম্পূর্ণ বিষয়টি শিক্ষামন্ত্রণালয় নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় করা হয়ে থাকে।
এখানে শিক্ষার্থীরা যত নম্বর ভাবে তার উপরে তাদেরকে গ্রেড প্রদান করা হয় এবং তার ওপর ভিত্তি করে রেজাল্ট প্রকাশ করা হয়ে থাকে।
অনেক শিক্ষার্থী বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে চিন্তার মধ্যে থাকে।
কিভাবে নির্ণয় করা হয় তাদেরকে আমরা জানিয়ে রাখছি বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম পত্র
দ্বিতীয় পত্র মিলিয়ে নির্ণয় করা হয় অর্থাৎ প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলিয়ে তাদের রেজাল্ট নির্ণয় করা হবে আলাদা আলাদা নয়।
শিক্ষার্থীদের সুবিধার্তে গ্রেড পয়েন্ট তালিকা নিচে তুলে ধরা হলোঃ

উপরের উল্লেখিত ছবিতে দেখা গেছে শিক্ষার্থীদের 33 নম্বর পেলে পাস হয়। এর উপর বিভিন্ন গ্রেড নির্ণয় করা হয়েছে।
যেমন এ প্লাস পাওয়ার জন্য শিক্ষার্থীদের 80 থেকে 100 নম্বর পেতে হবে, 70 থেকে 79 নম্বরের মধ্যে
শিক্ষার্থী A দেয়া হয়. 60 থেকে 69 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের A- দেয়া হয়. 50 থেকে 69 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের B দেয়া হয়।
40 থেকে 49 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের হয় C দেয়া হয় এবং 33 থেকে 39 নম্বরের মধ্যে শিক্ষার্থীদের D দেওয়া হয়।
এভাবে শিক্ষার্থীদের সকল বিষয়ের নম্বর যোগ করে তাদের ফলাফল প্রকাশ করা হয়ে থাকে।
এক্ষেত্রে চলতি বছর SSC Exam 2023 আয়োজন করা হচ্ছে বারোটি বিষয়ের উপরে এবং তার ফলাফল প্রকাশ হবে সেভাবে।