SSC Exam 2023 কত মার্ক পেলে কোন গ্রেড ? A+ A A- B C D F
কত নম্বর পেলে শিক্ষার্থীরা কোন গ্রেড পাবে এ বিষয়ে জানতে চাচ্ছে সকল শিক্ষার্থীরা চলতি বছর SSC Exam 2023 অংশগ্রহণ করছে প্রায় 20 লাখ শিক্ষার্থী।
তারা অনেকেই এরই মধ্যে অনেকগুলো বিষয় পরীক্ষা দিয়েছে, অনেকে ধারনা করতে পারছে তাদের কোন বিষয়ে কত নম্বর পেয়েছে।
আরও পড়ুনঃ
- ঘূর্ণিঝড়ের কারণে এসএসসি পরীক্ষা স্থগিত হবে ? জানালে শিক্ষা বোর্ড
- উপবৃত্তি ২০২৩ ফলাফল কবে দিবে ? টাকা কিভাবে হাতে পাবে ?
তাই আমরা আজকে তুলে ধরছি কত নম্বর পেলে কোন গ্রেড দেয়া হবে এবং শিক্ষার্থীদের ফলাফল যোগ করে
বের করে ফেলতে পারবে, যে শিক্ষার্থীর বিষয়গুলোতে কত নম্বর পাবে এবং মূল ফলাফল কি হতে পারে।
SSC Exam 2023 অনুষ্ঠিত হচ্ছে 100 নম্বরে। যেখানে সৃজনশীল থাকছে 70 নম্বর এবং বহুনির্বাচনী প্রশ্ন থাকতে 30 নম্বর।
অন্যদিকে যে সকল বিষয় ব্যবহারিক খাতা রয়েছে সেখানে পরীক্ষা হচ্ছে 75 নম্বরে। কারণ 25 নম্বর থাকছে ব্যবহারিক খাতা।
তার মধ্যে 75 নম্বরের পরীক্ষায় ক্ষেত্রে 50 নম্বর থাকে সৃজনশীল প্রশ্ন এবং 25 নম্বর থাকছে বহুনির্বাচনী প্রশ্নের।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মতে শিক্ষার্থীদের এখানে আলাদা আলাদা ভাবে পাশ করতে হবে।
অর্থাৎ সৃজনশীল শিক্ষার্থী আলাদা পাস করবে, বহুনির্বাচনীতে শিক্ষার্থীকে আলাদা পাস করতে হবে।
কিন্তু যখন গেড নির্ণয় করা হবে তখন একসাথে গ্রেড নির্ণয় করা হবে অর্থাৎ যদি শিক্ষার্থী পাস করে ফেলে
তাহলে গ্রেড নির্ণয় করা হবে তখন একসাথে সৃজনশীল ও নৈব্যক্তিক মিলিয়ে A+ A A- B C D F প্লাস-নির্ণয় করা হবে।
SSC Exam 2023 কত নম্বর পেলে কোন গ্রেড তা নিচে তুলে ধরা হলোঃ
80 থেকে 100 নম্বর পেলে A+ = GPA 5
70 থেকে 79 নম্বর পেলে A = GPA 4
60 থেকে 69 নম্বর পেলে A- = GPA 3.5
50 থেকে 59 নম্বর পেলে B = GPA 3
40 থেকে 49 নম্বর পেলে C = GPA 2
33 থেকে 39 নম্বর পেলে D = GPA 1
0 থেকে 32 নম্বর পেলে F = GPA 0