SSC Exam

SSC Exam 2023 A+ A A- B C D F Grade Point

SSC Exam 2023 বর্তমানে চলমান থাকলো কত নম্বর পেলে কোন গ্রেডে বিষয়গুলো অনেক শিক্ষার্থী জানেনা। আজকে আমরা শিক্ষার্থীদের এই বিষয়গুলো তুলে ধরছি।

এক্ষেত্রে 100 নম্বরের মধ্যে কত নম্বর পেলে A+ A A- B C D F গ্রেড হিসেবে ধরা হবে তা নিচে তুলে ধরা হলো।

শিক্ষা মন্ত্রণালয় থেকে SSC Exam এই নিয়ম পরিচালনা করা হচ্ছে অনেক বছর ধরেই অর্থাৎ তাদের

আরও পড়ুনঃ

জিপিএ নির্ণয়ের ক্ষেত্রে নিচের নিয়ম অনুসরন করা হয়ে থাকে শিক্ষার্থীদের সুবিধার্থে তুলে ধরছি।

বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত হয়ে SSC Exam 2023 আয়োজন করা হলেও মূল ফলাফল প্রকাশ করা হয়ে থাকে 100 নম্বরে

অর্থাৎ ব্যবহারিক সৃজনশীল নৈবিত্তিক আলাদা আলাদাভাবে পরীক্ষা আয়োজন করা হলোল,

তা পরবর্তীতে 100 নম্বরের যোগ করে মূল ফলাফল প্রকাশ করে। এ ক্ষেত্রে ব্যবহারিক সৃজনশীল এবং

নৈব্যক্তিক থেকে আলাদা ভাবে পাশ করলে শিক্ষার্থী গ্রেড নির্ণয় করা হয়। এছাড়া যদি শিক্ষার্থী

এই গুরুত্বপূর্ণ তিনটি অংশে কোন একটি অংশে ফেল করে তাহলে উক্ত বিষয়ে তার ফেল দেখাবে।

১০০ যেসকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে সেখানে শিক্ষার্থীদের পাস করার জন্য দরকার হবে

আরও পড়ুনঃ

সৃজনশীলে 23 নম্বর এবং বহুনির্বাচনীতে 10 নম্বর এবং 75 নম্বর শিক্ষার্থীরা যেখানে পরীক্ষা অংশগ্রহণ করে

সেখানে সৃজনশীল দরকার হবে 16 নম্বর এবং বহুনির্বাচনি তো দরকার হবে 8 নম্বর। এভাবে আলাদা ভাবে

শিক্ষার্থীদের পাস নির্ধারণ করা হবে, এর পরবর্তীতে যেসব শিক্ষার্থী পাস করবে তাদের গ্রেড নির্ণয় করা হবে একই সাথে।

SSC Exam 2023 গ্রেডিং সিস্টেম নিচে তুলে ধরা হলো

  • 100 – 80 মধ্যে নম্বর পেলে A+ = GPA 5
  • 79 – 70 মধ্যে নম্বর পেলে A = GPA 4
  • 69 – 60 মধ্যে নম্বর পেলে A- = GPA 3.5
  • 59 – 50 মধ্যে নম্বর পেলে B = GPA 3
  • 49 – 40 মধ্যে নম্বর পেলে C = GPA 2
  • 39 – 33 মধ্যে নম্বর পেলে D = GPA 1
  • 00 – 32 মধ্যে নম্বর পেলে F =

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button