20 লাখ শিক্ষার্থী চলতি বছর SSC Exam 2023 অংশগ্রহণ করব জন্য অপেক্ষায় রয়েছে, তাদের জন্য পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে।
আজকে আমরা শিক্ষার্থীদের সামনে এসএসসি পরীক্ষার নতুন রুটিন তুলে ধরছি, শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।
স্বাভাবিক নিয়মে পরীক্ষা আয়োজন করা হবে। এরই মধ্যে সকল শিক্ষা বোর্ড সেরকম ভাবে তাদের পরীক্ষা প্রস্তুতি নিচ্ছে।
আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২৩ সৃজনশীল ও বহুনির্বাচনী কত মার্কে পাস ?
পরীক্ষা কেন্দ্রের কাছে উত্তর পত্র পাঠানো ও প্রশ্নপত্র পাঠানো কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু করা হবে কিছুদিনের মধ্যে। কয়েকটি শিক্ষা কর্মকর্তাদের সাথে কথা হয়েছিল।
তারা আমাদেরকে জানায় স্বাভাবিক নিয়মে পরীক্ষা আয়োজন করার জন্য। শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে,
আমরা সেভাবে কার্যক্রম হাতে নিয়েছে। 100 নম্বরের পরীক্ষা আয়োজন করা হচ্ছে এবং সকল বিষয়ে পরীক্ষা আয়োজন করা হচ্ছে।
সংক্ষিপ্ত সিলেবাস পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়েছে শিক্ষার্থীদের উপরে ভালো ফলাফল করতে পারবে।
তাছাড়া আরও বলা হয়েছে পরীক্ষার রুটিন কোনো পরিবর্তন আসবে না, যে রুটিন শিক্ষা মন্ত্রণালয় থেকে ফেব্রুয়ারি
মাসে প্রকাশ করা হয়েছে তা মত পরীক্ষার আয়োজন করা হবে অর্থাৎ পরীক্ষা পিছানো স্থগিত হওয়ার
কোনো ধরনের চিন্তাভাবনা শিক্ষা মন্ত্রণালয় থেকে করছেনা। শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন নিজে তুলে ধরা হলো।
SSC Exam 2023 নিচে তুলে ধরা হলোঃ
- বাংলা প্রথম পত্র – ৩০ এপ্রিল
- বাংলা দ্বিতীয় পত্র – ০২ মে
- ইংরেজি প্রথম পত্র – ০৩ মে
- ইংরেজি দ্বিতীয় পত্র – ০৭ মে
- সাধারণ গণিত – ০৯ মে
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – ১০ মে
- ধর্ম ও নৈতিক শিক্ষা – ১১ মে
- পদার্থবিজ্ঞান – ১৪ মে
- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা – ১৪ মে
- ফিন্যান্স ও ব্যাংকিং – ১৪ মে
- গার্হস্থ্য বিজ্ঞান – ১৫ মে
- কৃষিশিক্ষা – ১৫ মে
- রসায়ন – ১৬ মে
- পৌরনীতি ও নাগরিকতা – ১৬ মে
- ব্যবসায় উদ্যোগ – ১৬ মে
- ভূগোল ও পরিবেশ – ১৭ মে
- অর্থনীতি – ১৮ মে
- জীববিজ্ঞান – ১৮ মে
- বিজ্ঞান – ২১ মে
- উচ্চতর গণিত – ২১ মে
- হিসাববিজ্ঞান – ২২ মে
- বাংলাদেশ ও বিশ্বপরিচয় – ২৩ মে
এসএসসি ২০২৩ রুটিন পিডিএফ
ব্যবহারিক পরীক্ষা প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় থেকে রবিনের জানিয়েছে আগামী 23 মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু করা হবে।
ধারাবাহিকভাবে ব্যবহারিক পরীক্ষা নিতে হবে পরীক্ষা কেন্দ্রগুলোকে এবং 6 জুন সময়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষার নম্বর অনলাইনে বোর্ডের কাছে পাঠাতে হবে।
5 Comments
Mghkfb
Mghkfb
Mghkfb
Mghkfb
Mghkfb