SSC Exam 2023 Pass Mark Koto – CQ MCQ Pass Mark
চলতি বছরSSC Exam 2023 বর্তমানে চলছে এক্ষেত্রে কত নম্বর পেলে শিক্ষার্থীরা পাস করবে তা নিয়ে কথা বলব। SSC Exam 2023
এক্ষেত্রে অনেক শিক্ষার্থী এ বিষয়গুলো এখনো জানে না। তাদেরকে আমরা বিষয়গুলো তুলে ধরছি।
আরও পড়ুনঃ
- তিনটি আপডেট এসএসসি পরীক্ষা 2023 নিয়ে – জেনে নাও
- স্থগিত এসএসসি পরীক্ষা নতুন রুটিন প্রকাশ – নতুন পরীক্ষার সময়সূচি
- এসএসসি রেজাল্ট ২০২৩ কবে প্রকাশ হবে জানালে শিক্ষা মন্ত্রণালয়
তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা জানতে চাচ্ছে তারা যদি এক বা দুই নম্বরের কারণে পরীক্ষায় ফেল করে তাহলে তাদেরকে নম্বর দেওয়া হবে কিনা।
প্রথমে আমরা কথা বলি শিক্ষার্থীদের পাশ করার নম্বর নিয়ে মূলত পরীক্ষা আয়োজন করা হয়েছে দুইটি ফরমেটে।
যেখানে শিক্ষার্থীদের পাস করতে হলে আলাদা আলাদা ভাবে চেষ্টা করতে হবে অর্থাৎ সৃজনশীলে তাদের আলাদা
পাশ করতে হবে এবং বহুনির্বাচনীতে আলাদা পাস করতে হবে। কিন্তু বাকি গ্রেড নির্ণয় করা হবে একই সাথে।
আমরা শিক্ষার্থীদের সামনে বিষয়গুলো সহজ ভাবে উপস্থাপন করছি।
100 নম্বরের পরীক্ষা আয়োজন করা হয়। যে সকল বিষয়ে সেখানে 70 নম্বর শিক্ষার্থীদের সৃজনশীল পরীক্ষা অংশগ্রহণ করতে হয়
এবং 30 নম্বর বহুনির্বাচনী প্রশ্নের জন্য অংশগ্রহণ করতে হয়। 70 নম্বর শিক্ষার্থীদের আলাদা ভাবে 23 নম্বর পেতে হবে
পাস করার জন্য এবং বহুনির্বাচনীতে আলাদা ভাবে শিক্ষার্থীকে 10 নম্বর পেতে হবে পাস করার জন্য।
আরও পড়ুনঃ
- তিনটি আপডেট এসএসসি পরীক্ষা 2023 নিয়ে – জেনে নাও
- স্থগিত এসএসসি পরীক্ষা নতুন রুটিন প্রকাশ – নতুন পরীক্ষার সময়সূচি
- এসএসসি রেজাল্ট ২০২৩ কবে প্রকাশ হবে জানালে শিক্ষা মন্ত্রণালয়
অন্যদিকে যে সকল বিষয়ের ব্যবহারিক আছে সেখানে ৭৫ নম্বরের পরীক্ষা আয়োজন করা হয়।
যেখানে শিক্ষার্থীকে সৃজনশীল পরীক্ষা 50 নম্বরে। পাস করার জন্য শিক্ষার্থীদের 50 নম্বরের মধ্যে দরকার হবে
16 নম্বর এবং বহু নির্বাচনী ২৫ নম্বরে পরীক্ষা আয়োজন করা হয়। এখানে পাস করার জন্য শিক্ষার্থীদের দরকার হবে 8 নম্বর।
অন্যদিকে ব্যবহারিক পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে, ২৫ নম্বরে যেখানে তাকে খাতায় 8 নম্বর পেতে হবে পাস করার জন্য।
এবার আসি তাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন শিক্ষার্থীরা জানতে চেয়েছিল এক বা দুই নম্বর বাড়িয়ে দেয়া হয় কিনা।
এক্ষেত্রে শিক্ষকদের সাথে কথা বলে তারা বলে সৃজনশীল এর ক্ষেত্রে এক বা দুই নম্বর বাড়িয়ে দেওয়ার কে স্বাভাবিক ঘটনা।
শিক্ষকরা SSC Exam 2023 তাদেরকে ধরনের সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। কিন্তু বহুনির্বাচনি যেহেতু
কম্পিউটার মেশিনের মাধ্যমে দেখা হয় এখানে কোন নাম্বারে দেওয়ার সুযোগ থাকছে না SSC Exam 2023