SSC Exam

এসএসসি গণিত এবং ইংরেজিতে পাস ও ফেলের হার জানুন

মাধ্যমিক পর্যায়ে 20 লাখ শিক্ষার্থী চলতি বছর এসএসসি পরীক্ষা বসে ছিল। এখন তাদের ফলাফল প্রকাশ করা হবে। কারণ তাদের খাতাগুলো দেখা হয়েছে।

আজকে আমরা কথা বলছি শুধুমাত্র গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে বিষয়গুলো হলো বাংলা ইংরেজি এবং গণিত

এই বিষয়গুলো খাতা দেখা শেষ করা হয়েছে এবং তা প্রধান পরীক্ষকের নিকট পাঠিয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন

কিভাবে খাতার নম্বর প্রদান করা হয়েছে জানতে চাওয়া হয়েছিল একাধিক শিক্ষকদের কাছে।

তারা আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে এবং তারা এখানে পাস এবং তারা জানিয়েছে।

এসএসসি বাংলা নিয়ে শিক্ষকের মতামতঃ

বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র খাতা দেখে শিক্ষক জানায় আমরা অনেক ভালো খাতা পেয়েছে। যেখানে অনেক

সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিবছরই দেখা যায় বাংলা পরীক্ষায় প্রথম হওয়ার কারণে অনেক

শিক্ষার্থী ভালোভাবে লিখতে পারে না। কিন্তু এবছর শিক্ষার্থী অনেক ভালো করে লিখতে পেয়েছে

এবং তারা অনেক ভালো নম্বর খাতায় পেয়েছে। কিন্তু দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে,

কারণ অনেক লেখা হওয়ার কারণে অনেক শিক্ষার্থী লেখার মান অনেকটা খারাপ হয়েছে।

এজন্য তাদের নিজেই নিজেদের দায়ী করছে শিক্ষকরা, তবে তারা সর্বোচ্চ মার্ক দিয়েছে।

তারা এক্ষেত্রে জানায় প্রতি 200 থেকে 300 টাকার মধ্যে বাংলায় 20 থেকে 25 জন শিক্ষার্থী ফেল করেছে।

আরও পড়ুন

ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে শিক্ষকদের মতামতঃ

ইংরেজি পরীক্ষার খাতা দেখছে শিক্ষকরা এখানে ২০০ নম্বরে পরীক্ষা হয়েছে। অর্থাৎ ইংরেজি প্রথম পত্র ১০০ এবং ইংরেজি দ্বিতীয় পত্র ১০০ নম্বর।

এখানে শিক্ষকরা আলাদা আলাদা খাতা পেয়েছে অর্থাৎ কোন শিক্ষক প্রথম পত্র পেয়েছে আবার

কোন শিক্ষক দ্বিতীয় পত্র পেয়েছে সব মিলিয়ে খাতা দেখা হয়েছে। শিক্ষকরা জানা এখানে যেহেতু সম্পূর্ণ 100 নম্বর

ও পাশে বিষয়টি শিক্ষকদের হাতে থাকে। তাই সবাইকে পাস করিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তবে গত কয়েক বছরের

শিক্ষা তুলনায় এবছর শিক্ষার্থীরা অনেক ভালোভাবে লিখেছে। অনেক ভালো ফলাফল তারা করবে বলে আশা ব্যক্ত করছে।

এক্ষেত্রে 2 বা 1 নম্বরে কারণে যদি কোনো শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে তাদেরকেও তারা পাশ করিয়ে দেওয়া সর্বোচ্চ চেষ্টা করেছে।

কিন্তু শিক্ষার্থীরা একদমই খাতা লিখতে পারেনি তাদেরকে পাশ করিয়ে দেওয়া কষ্ট করা হয়েছে।

আরও পড়ুন

এসএসসি গণিত নিয়ে শিক্ষকদের মতামতঃ

গণিত বিষয়ে খাতা দেখছি বিভিন্ন শিক্ষকরা তারা এখানে 300 থেকে 400 খাতার পেয়েছে, তারা যখন খাতা দেখছে।

সেখানে তারা জানিয়েছে যথেষ্ট নম্বর শিক্ষার্থীদের কে দেয়া হয়েছে, যারা অংক অর্ধেক রয়েছে তা দেখেও সেভাবেই নম্বর প্রদান করা হয়েছে।

শুধুমাত্র সূত্র অর্থাৎ ফর্মুলা লিখল তারা কিছুটা নম্বর দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে পাসের হার তারা স্বাভাবিক

রেখেছে 300 থেকে 400 খাতার মধ্যে দেখা যাচ্ছে, প্রায় 25 থেকে 30 টা অথবা 40 জন শিক্ষার্থী ফেল করেছে।

বাকি সবাই ভাল ফলাফল করেছে, তাছাড়া তারা জানায় এখানে এ প্লাস ফর সংখ্যা অনেক বেশি বলে

তারা ধারণা করছেন। যদি তারা বহুনির্বাচনীতে একটু ভালো ফলাফল করে তাহলে তার এখানে প্লাস পেয়ে যাবে।

আরও পড়ুন

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button