এসএসসি পরীক্ষার পর কি কি করা যেতে পারে ?
বর্তমানে তোমরা এসএসসি পরীক্ষার্থীরা অনেক চিন্তার মধ্যে রয়েছ। কারণ এখন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে।
কিন্তু যে সকল শিক্ষার্থী ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করে তারা ভাবছে, এই সময় তারা কি করতে পারে।
আমরা আজকে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিব। যে বিষয়গুলো তোমরা চাইলে করতে পারো।
আরও পড়ুনঃ
- ফেল থেকে পাস করিয়ে দিচ্ছে অনেক এসএসসি পরীক্ষার্থীদের
- এসএসসি রেজাল্ট প্রকাশ কত তারিখ ২০২৩
- ২০২৩ সালের এসএসসি রেজাল্ট প্রস্তুত – প্রকাশ কখন ?
- একাদশ শ্রেনীর কলেজ পরিবর্তন 2023 ও TC Apply
একটি বিষয় ভেবে দেখো তোমাদের রেজাল্ট প্রকাশ হতে এখনো প্রায় দুই মাসের মত সময় লাগবে এর পরবর্তীতে কলেজ ভর্তি হতেও তোমাদের সময় লাগবে।
সব মিলিয়ে বেশ ভালো একটি সময় তোমাদের লাগছে এবং তোমরা এই সময় ফ্রি আছো। চাইলে এই সময় তোমরা বেশ কিছু কাজ করতে পারো।
এক্ষেত্রে এসএসসি পরীক্ষার পরে কি কি কাজ করা যেতে পারে তা নিয়ে আমরা কথা বলছি। আমরা এখানে কথা বলবো
তোমার দক্ষতা উন্নয়ন নিয়ে তুমি তোমার দক্ষতা উন্নয়ন করার জন্য কাজ করতে পারো অর্থাৎ
তোমার যদি কোন বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে তুমি এই সময় সেগুলো করতে পারো তবে আমাদের পরামর্শ থাকবে।
বর্তমানে প্রতিযোগিতা মূলক জগতে টিকে থাকতে হলে, নিজেকে একটু এগিয়ে রাখতে হবে। বিভিন্ন বিষয় সম্পর্কে নিজেকে দক্ষ তৈরি করতে হবে।
তাই আমরা তোমাদেরকে বলব অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স তোমরা করতে পারো, খুব অল্প টাকায়
অথবা বিনামূল্যে ইউটিউব থেকে তোমরাই কোড গুলো করতে পারো। যেমন তুমি এখানে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতে পারো,
এর মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবা যেটা তুমি এর আগে জানতে না এছাড়া তুমি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারো চাইলে তোমার।
আরও পড়ুনঃ
- ফেল থেকে পাস করিয়ে দিচ্ছে অনেক এসএসসি পরীক্ষার্থীদের
- এসএসসি রেজাল্ট প্রকাশ কত তারিখ ২০২৩
- ২০২৩ সালের এসএসসি রেজাল্ট প্রস্তুত – প্রকাশ কখন ?
- একাদশ শ্রেনীর কলেজ পরিবর্তন 2023 ও TC Apply
তাছাড়া তুমি চাইলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারো যার মাধ্যমে তুমি বর্তমান সময়ে মার্কেট সম্পর্কে জানতে পারবা
এবং নিজে ইনকাম করতে পারবা। আমরা তোমাদেরকে পরামর্শগুলো দিয়েছে, এই কারণে বর্তমানে যখন
তোমরা পড়াশোনা করছে এবং ভবিষ্যতে যখন তোমরা পাস করে বের হয়ে যাবা। তখন সার্টিফিকেট থেকে অভিজ্ঞতা দাম বেশি হবে।
তাই পড়াশোনার পাশাপাশি যদি তুমি কোনো ব্যাপারে নিজেকে তৈরি করতে পারো এবং সে ব্যাপারে
নিজেকে যদি অভিজ্ঞতা অর্জন করো তাহলে চাকরির বাজারে তোমাকে অনেক সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।
বর্তমানে চাকরি একটি সোনার হরিণ। বেসরকারি চাকরি ও ঠিকভাবে পাওয়া যায় না, মাত্র আট দশ হাজার টাকায় চাকরি করে।
তোমাদের তেমন কিছু হবে না তাই নিজেকে প্রস্তুত করো ভবিষ্যৎ দুনিয়ায় যুদ্ধ করার জন্য যাতে করে
খুব ভালো একটি চাকরি তুমি পেতে পারো আর নয়তো ভালো একটা অবস্থানে তুমি যেতে পারো।