SSC Exam

SSC Result 2023 Marksheet with All Education Board

Pinterest LinkedIn Tumblr

SSC Result 2023 যদি শিক্ষার্থীরা মার্কশিট সরকারি দেখতে চায় তাহলে নিচে নিয়ে অনুসরণ করে খুব সহজে তারা তাদের ফলাফল গুলো দেখতে পারবে।

অনেক শিক্ষার্থী ফলাফল দেখার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ফলাফল দেখতে পারছে না। ফলাফল আসলে সব ভাবে দেখা যাবে না,

কিছু নিয়ম রয়েছে সে নিয়ম গুলো অনুসরণ করে ফলাফল দেখলে তারা নম্বর সহ ফলাফল দেখতে পারবে।

আরও পড়ুনঃ

নম্বর সহ ফলাফল দেখাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ কলেজ ভর্তির ক্ষেত্রে বিষয়গুলো বড় ভূমিকা রাখবে।

কলেজগুলো শিক্ষার্থীদের যোগ্যতার উপর বিবেচনা করে বলতো নিয়ে থাকে, শিক্ষার্থী কত নম্বর পেয়েছে তাজেনে রাখলে সেখানে আবেদন করতে সুবিধা হবে।

কারণ তার রেজাল্টের উপর একাদশ ভর্তি কার্যক্রম প্রয়োজনে করা হবে এছাড়া আরও বিভিন্ন কাজে তাদের এই নম্বর সহ দরকার হবে।

২০২৩ সালে এসএসসি পরীক্ষায় এগারোটি শিক্ষা অংশগ্রহণ করেছিল। যেখানে ২০ লক্ষ একুশের শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল।

শিক্ষার্থীদের সুবিধার্থে SSC Result 2023 পাশের হার নিচে তুলে ধরা হলো

  • ঢাকা শিক্ষা বোর্ড – ৭৭ %
  • চট্টগ্রাম শিক্ষা বোর্ড – ৭৮ %
  • কুমিল্লা শিক্ষা বোর্ড – ৭৮ %
  • দিনাজপুর শিক্ষা বোর্ড – ৭৬ %
  • বরিশাল শিক্ষা বোর্ড –
  • মাদ্রাসা শিক্ষা বোর্ড – ৭৪ %
  • কারিগরি শিক্ষা বোর্ড – ৮৬ %
  • ময়মনসিংহ শিক্ষা বোর্ড –
  • রাজশাহী শিক্ষা বোর্ড – ৮৭%
  • যশোর শিক্ষা বোর্ড – ৮৬ %
  • সিলেট শিক্ষা বোর্ড – ৭৬ %

শিক্ষার্থীরা মার্কশিট সহ ফলাফল গুলো দেখতে চাইলে দুইটি নিয়মে ফলাফল দেখা সম্ভব। তাই এখানে আমরা দুটি নিয়মে শিক্ষার্থীদের সুবিধে তুলে ধরছি।

প্রথম নিয়ম হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একটি ওয়েবসাইট এবং দ্বিতীয় নিয়ম হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় প্রতিটি বোর্ডের আলাদা আলাদা ওয়েবসাইট।

এক্ষেত্রে প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা ভাবে তারা ওয়েবসাইটে গিয়ে ফলাফল দেখতে পারবে।

আজকে আমরা শিক্ষার্থীদেরকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত ফলাফল দেখার নিয়ম দেখিয়ে দিচ্ছি।

আরও পড়ুনঃ

মার্কশিট সহ এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম –

  • মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
  • পরীক্ষার নাম এসএসসি দাখিল ভোকেশনাল সিলেক্ট করতে হবে
  • পরীক্ষার সাল ২০২৩ সিলেক্ট করতে হবে
  • পরীক্ষা বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
  • রেজাল্টের ধরন ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে
  • শিক্ষার্থীর রোল নাম্বার সঠিকভাবে বসাতে হবে
  • শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার সঠিকভাবে বসাতে হবে
  • ছবিতে দেখানো চারটি সংখ্যা সামনে ফাঁকা করে বসা দেয়া হবে
  • উপরের সকল তথ্য সঠিক থাকলে সাবমিট অপশনে ক্লিক করলে ফলাফল চলে আসবে

ওয়েবসাইট লিংক

6 Comments

Write A Comment