SSC Result 2023 Published Date – All Education Board
প্রিয় শিক্ষার্থীরা তোমরা অপেক্ষায় রয়েছো তোমাদের SSC Result 2023 নিয়ে বর্তমানে রেজাল্ট তৈরি করা হচ্ছে। এখন কবে রেজাল্ট পাবে তোমরা তা নিয়ে কথা বলব।
তোমরা পরীক্ষার্থীরা দীর্ঘ অপেক্ষা রয়েছে তোমাদের এই ফলাফলের জন্য। কারণ শিক্ষা বোর্ড গুলো ফলাফল তৈরি করছে।
তোমরা খুব শীঘ্রই তোমাদের এই ফলাফল হাতে পেয়ে যাবা। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ফলাফল
প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছে, যে বিষয়গুলো তোমাদের জন্য অনেক সুখবর বয়ে আনবে।
আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষার পর কি কি করা যেতে পারে ?
- এসএসসি রেজাল্ট প্রকাশ কত তারিখ ২০২৩
- ফেল থেকে পাস করিয়ে দিচ্ছে অনেক এসএসসি পরীক্ষার্থীদের
- ২০২৩ সালের এসএসসি রেজাল্ট প্রস্তুত – প্রকাশ কখন ?
অনেক শিক্ষার্থী এই সময়ে বাসায় বসে আছো। তাই তোমাদেরকে বলব বসে না থেকে তোমরা বিভিন্ন ধরনের কোর্স করতে পারো।
কারণ যদি তোমরা কোর্স করো তাহলে খুব সুন্দর ভাবে নিজেকে দক্ষ প্রমাণ করতে পারবা। ভবিষ্যতে তোমার চাকরির জীবনে অনেক সহযোগিতা করবে।
এসএসসি পরীক্ষা ২০২৩ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
পরীক্ষা শুরু | 30 April |
পরীক্ষা শেষ | 28 May |
পরীক্ষা কেন্দ্রে সংখ্যা | 3600 School |
পরীক্ষা বোর্ডের সংখ্যা | 11 Board |
পরীক্ষার্থী সংখ্যা | 272000 |
ফলাফল প্রকাশ |
SSC Result 2023 দেখার নিয়ম:
শিক্ষার্থীর SSC Result 2023 দেখতে চাইলে নিচে নিয়ম অনুসরণ করতে হবে। খুব সহজেই ফলাফল দেখতে পারবে।
- মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে তাদের প্রবেশ করতে হবে – http://www.educationboardresults.gov.bd/
- Examination অপশনে ক্লিক করে পরীক্ষার নাম এসএসসির দাখিল সিলেক্ট করতে হবে
- year অপশনে ক্লিক করে পরীক্ষার সাল ২০২৩ সিলেক্ট করতে হবে
- board অপশনে ক্লিক করে বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
- Roll অপশনে ক্লিক করে শিক্ষার্থীর রোল নাম্বার সঠিকভাবে বসাতে হবে
- Reg no অপশন এ ক্লিক করে শিক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে বসাতে হবে
- ক্যাপচারটি সঠিকভাবে পূরণ করতে হবে
- উপরের সকল তথ্য সঠিক থাকলে Submite ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল সাথে সাথে চলে আসবে

যে সকল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা আয়োজন করা হয়েছে তা হলঃ
- ঢাকা শিক্ষা বোর্ড
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড
- দিনাজপুর শিক্ষা বোর্ড
- কুমিল্লা শিক্ষা বোর্ড
- রাজশাহী শিক্ষা বোর্ড
- যশোর শিক্ষা বোর্ড
- সিলেট শিক্ষা বোর্ড
- বরিশাল শিক্ষা বোর্ড
- ময়মনসিংহ শিক্ষা বোর্ড
- মাদ্রাসা শিক্ষা বোর্ড
- কারিগরি শিক্ষা বোর্ড
SSC Result 2023 কত তারিখ প্রকাশ করা হবে?
এসএসসি পরীক্ষা শেষ হয়েছে গত ২৮ মে। এক্ষেত্রে নিয়ম রয়েছে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার।
সেই হিসাব করে আগামী ২৮ জুলাই ফলাফল প্রকাশ করার তারিখ নির্ধারণ করা হতে পারে, কিন্তু আগামী ২৮ তারিখে
শুক্রবার হওয়ার কারণে পরীক্ষার ফলাফল ২৫ থেকে ৩০ জুলাই এর মধ্যে প্রকাশ করার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
এসএসসি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং খুব শীঘ্রই তা জানিয়ে দেয়া হবে সকলের মাঝে।
এসএসসি রেজাল্ট কবে দিবে