SSC Result 2023 With Marksheet – এসএসসি রেজাল্ট ২০২৩
SSC Result 2023 কিভাবে শিক্ষার্থীরা দেখতে পারবে ? কত তারিখে এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে ? SSC Result 2023 With Marksheet
মোবাইল ফোন থেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখা যাবে কিনা ? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব।
প্রিয় শিক্ষার্থীরা বর্তমান পরীক্ষা শেষ করেছে। তাদের দীর্ঘদিনের স্বপ্ন রেজাল্ট এর মাধ্যমে প্রতিফলিত হবে।
আরও দেখুনঃ কত নম্বর Grace দেওয়া হবে চলতি বছর এসএসসি পরীক্ষার্থীদের
এখন বর্তমানে শিক্ষার্থীরা দুশ্চিন্তায় রয়েছে, কিভাবে শিক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবে এবং রেজাল্ট প্রকাশ করা হবে।
SSC Result 2023 With Marksheet
মূলত শিক্ষার্থীদের সুবিধার্থে জানিয়ে রাখছি খুব সহজে অনলাইনের মাধ্যমে ফলাফল দেখা যাবে ফলাফল
দেখতে হলে তাদের নির্ধারিত কিছু নিয়ম অনুসরণ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতি বছর রেজাল্ট দেখার ব্যবস্থা করা হয়,
বিনামূল্যে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। যে সকল বোর্ডের এসএসসি পরীক্ষায় আয়োজন করা হয়েছে তা হলোঃ
- ঢাকা শিক্ষা বোর্ড
- রাজশাহী শিক্ষা বোর্ড
- দিনাজপুর শিক্ষা বোর্ড
- চট্টগ্রাম শিক্ষা বোর্ড
- বরিশাল শিক্ষা বোর্ড
- ময়মনসিংহ শিক্ষা বোর্ড
- কুমিল্লা শিক্ষা বোর্ড
- সিলেট শিক্ষা বোর্ড
- মাদ্রাসা শিক্ষা বোর্ড
- কারিগরি শিক্ষা বোর্ড
যেখানে প্রায় 20 লক্ষ 70 হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল, তার মধ্যে পরীক্ষায় কয়েক হাজার
শিক্ষার্থী অনুপস্থিত ছিল এবং কয়েক হাজার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সকল শিক্ষার্থীর রেজাল্ট
প্রকাশ করা হবে, কিছু শিক্ষার্থী ভালো ফলাফল করবে আবার কিছু শিক্ষার্থী খারাপ ফলাফল করতে পারে।
ফলাফল দেখতে হবে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে। এক্ষেত্রে নিচের নিয়ম অনুসরন করতে হবে।
SSC Result 2023 With Marksheet
- ১ম কাজঃ পরীক্ষার নাম এসএসসি বসাতে হবে
- ২য় কাজঃ পরীক্ষার সাল 2023 বসাতে হবে
- ৩য় কাজঃ পরীক্ষা বোর্ডের নাম সিলেক্ট করতে হবে
- ৪র্থ কাজঃ রেজাল্ট এর ধরন ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেট করতে হবে
- ৫ম কাজঃ 6 সংখ্যা রোল নম্বর বসাতে হবে
- ৬ষ্ঠ কাজঃ রেজিষ্ট্রেশন নম্বর বসাতে হবে ছবিতে দেখানো
- ৭ম কাজঃ চারটি সংখ্যা সামনের ফাঁকা ঘরে বসাতে হবে
- ৮ম কাজঃ গেট রেজাল্ট এ ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল মার্কশিট সহ চলে আসবে
রেজাল্ট দেখার লিংক
এসএসসি পরীক্ষা সম্পর্কিত তথ্যগুলোঃ
পরীক্ষা শুরু | ৩০ এপ্রিল ২০২৩ | ||||
পরীক্ষা শেষ | ২৮ মে ২০২৩ | ||||
পরীক্ষা কেন্দ্রের সংখ্যা | ৩৬০০ টি | ||||
শিক্ষা বোর্ডের সংখ্যা | ১১ টি | ||||
পরীক্ষার্থীর সংখ্যা | ২৭০০০০ জন | ||||
রেজাল্ট প্রকাশ | ২৫ জুলাই |
এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরSSC Result 2023 দেখতে পারবে। কারণ প্রতিটি সিম অপারেটর থেকে তারা শিক্ষা মন্ত্রণালয়
এসএমএস করতে পারবে এবং চাইলে রেজিস্ট্রেশন করে রাখতে পারবে যেখান থেকে তারা পরবর্তীতে ফলাফল জানতে পারবেন।
ফলাফল প্রকাশ করা হবে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ফলাফল তৈরি করা হচ্ছে। ফলাফল প্রকাশ করার সাথে সাথে
অনলাইনে মাধ্যমে ফলাফল দেখার ব্যবস্থা রাখা হয়েছে প্রধানমন্ত্রী সকল শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করবেন।
স্বাগতম এরকম একটা সুখবরের জন্যে।
আমরা সব সময় আপনাদের সাথেয় আছি ইনশাআল্লাহ।