SSC Exam

SSC Routine 2023 PDF – এসএসসি রুটিন ২০২৩ সকল বোর্ড

Pinterest LinkedIn Tumblr

মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষা আগামী কয়েক দিনের মধ্যে শুরু হবে। এরমধ্যে SSC Routine 2023 শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেছে।

শিক্ষার্থীদের সুবিধার্থে রুটিনে তথ্য তুলে ধরা হলো। রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না, স্বাভাবিক ভাবেই পরীক্ষার আয়োজন করা হবে। সকল প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলোর সেভাবেই।

আরও পড়ুনঃ যে ৪ টি ভুল এসএসসি পরীক্ষা ২০২৩ যাবে না – জেনে নেও সকলে

সারাদেশে একযোগে একই রুটিনে পরীক্ষা আয়োজন করা হবে, অনেক শিক্ষার্থী পরীক্ষার রুটিন পরিবর্তন করার কথা বলেছে,

কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি বলে দেয়া হয়েছে বর্তমানে পরীক্ষার প্রস্তুতি পুরো পুরি ভাবে নেয়া হয়েছে।

এখন কোন কারণে পরীক্ষার রুটিন পরিবর্তন করা হচ্ছে না। যদি পরিস্থিতি কোন কারণে খুবই খারাপ হয়

তখন হয়তোবা সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো কিছু ভাবছে না শিক্ষা মন্ত্রণালয়।

পরীক্ষার রুটিনের বলা হয়েছে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে আসন গ্রহণ করতে হবে। শিক্ষার্থীরা শুধুমাত্র সাধারন

সাইন্টিফিক ক্যালকুলেটর পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবে। এছাড়া কোন দলের ডিজিটাল ডিভাইস নিয়ে যেতে পারবে না।

আরও পড়ুনঃ এসএসসি পরীক্ষা ২০২৩ প্রশ্ন কেমন হবে ? কঠিন নাকি সহজ ?

তাছাড়া পরীক্ষার্থী ও শুধুমাত্র এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে পারবে এবং কলম নিয়ে যেতে পারবে।

পরীক্ষা হলে প্রথমে শিক্ষার্থীদের নৈব্যক্তিক প্রশ্নের উত্তর দিতে বলা হবে যেখানে 30 মিনিট সময় প্রদান করা হবে।

পরবর্তীতে 2 ঘন্টা 30 মিনিট সময় প্রদান করা হবে সৃজন শীল প্রশ্ন উত্তর প্রদান করার জন্য।

SSC Routine 2023 রুটিন নিচে তুলে ধরা হলোঃ

  • বাংলা প্রথম পত্র – 30 April
  • বাংলা দ্বিতীয় পত্র – 02 May
  • ইংরেজি প্রথম পত্র – 03 May
  • ইংরেজি দ্বিতীয় পত্র – 07 May
  • সাধারণ গণিত – 09 May
  • তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি – 10 May
  • ধর্ম ও নৈতিক শিক্ষা – 11 May
  • পদার্থবিজ্ঞান – 14 May
  • বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা – 14 May
  • ফিন্যান্স ও ব্যাংকিং – 14 May
  • গার্হস্থ্যবিজ্ঞান – 15 May
  • কৃষিশিক্ষা – 15 May
  • রসায়ন – 16 May
  • পৌরনীতি ও নাগরিকতা – 16 May
  • ব্যবসায় উদ্যোগ – 16 May
  • ভূগোল ও পরিবেশ – 17 May
  • জীববিজ্ঞান – 18 May
  • অর্থনীতি – 18 May
  • বিজ্ঞান – 21 May
  • উচ্চতর গণিত – 21 May
  • হিসাববিজ্ঞান – 22 May
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয় – 23 May

SSC Routine 2023 PDF

ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী 24 মে থেকে। তথ্য যোগাযোগ প্রযুক্তি পদার্থবিজ্ঞান

রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত গার্হস্থ্যবিজ্ঞান কৃষি শিক্ষা বিষয়ে আয়োজন করা হবে।

Write A Comment