SSC Exam

SSC Routine 2023 Published – এসএসসি রুটিন ২০২৩

চলতি বছর SSC Routine 2023 এর মধ্যে প্রকাশ করা হয়েছে, সকল শিক্ষা বোর্ডের অধীনে একযোগে সারাদেশে পরীক্ষা শুরু হবে আগামী 30 এপ্রিল।

20 ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

যেখানে দেখা গেছে বাংলা প্রথম পত্রের মাধ্যমে আগামী 30 এপ্রিল পরীক্ষা শুরু হবে, এর পরবর্তীতে ধারাবাহিক ভাবে

সকল বিষয়ের পরীক্ষা শেষ হবে। আগামী 23 মে আনুষ্ঠানিক ভাবে এসএসসি পরীক্ষা শেষ হবে বলে জানানো হয়েছে।

এসএসসি ২০২৩ পরীক্ষার্থীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয়

ঢাকা রাজশাহী চট্টগ্রাম বরিশাল যশোর দিনাজপুর ময়মনসিংহ কুমিল্লা সিলেট শিক্ষা বোর্ডের অধীনে

সকলের জন্য এই রুটিন প্রকাশ করা হয়েছে, যেখানে আরো কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে।

পরীক্ষা শুরু হবে সকাল 10 ঘটিকার দিকে এবং শেষ হবে দুপুর একটায় তিন ঘন্টা সময়ের মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষার সকল বিষয়ে লিখতে হবে,

শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।

তারপরে তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সকল শিক্ষার্থীর সুবিধার্থে আমরা পরীক্ষার রুটিন নিচে তুলে ধরছি।

বাংলা প্রথম পত্র – 30 এপ্রিল 2023

বাংলা দ্বিতীয় পত্র – 02 মে 2023

ইংরেজি প্রথম পত্র – 03 মে 2023

ইংরেজি দ্বিতীয় পত্র – 07 মে 2023

গণিত – 09 মে 2023

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – 10 মে 2023

ধর্ম শিক্ষা – 11 মে 2023

পদার্থবিজ্ঞান – 14 মে 2023

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা – 14 মে 2023

ফিন্যান্স ও ব্যাংকিং – 14 মে 2023

গার্হস্থ্য বিজ্ঞান – 15 মে 2023

কৃষিশিক্ষা – 15 মে 2023

রসায়ন – 16 মে 2023

পৌরনীতি ও নাগরিকতা – 16 মে 2023

ব্যবসায় উদ্যোগ – 16 মে 2023

ভূগোল ও পরিবেশ – 17 মে 2023

জীববিজ্ঞান – 18 মে 2023

অর্থনীতি – 18 মে 2023

বিজ্ঞান – 21 মে 2023

উচ্চতর গণিত – 21 মে 2023

হিসাববিজ্ঞান – 22 মে 2023

বাংলাদেশ ও বিশ্বপরিচয় – 23 মে 2023

SSC Routine 2023 রুটিন আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে কোন ধরনের প্রোগ্রামিং

ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। সাধারন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ,

তাছাড়া কোনো শিক্ষার্থী বা শিক্ষক পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। শুধুমাত্র কেন্দ্রসচিব

মোবাইল ফোন নিয়ে যেতে পারবে, তাছাড়া আরও বেশ কিছু নিয়মের কথা বলা হয়েছে পরীক্ষার প্রকাশিত হয়েছে রুটিনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button