SSC Routine 2023 Published – All Board – SSC Exam 2023
মাধ্যমিক পর্যায়ে চলতি বছর SSC Exam 2023 Routine প্রকাশ করা হয়েছে। যা অনুযায়ী তাদের পরীক্ষা আয়োজন করা হবে।
আরও বেশ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে। যেখানে তাদেরকে বলা হয়েছে রুটিনে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
কোনো শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন, আবার ডিজিটাল ডিভাইস নিয়ে যেতে পারবে না।
আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা ২০২৩ মানবন্টন, কত পেলে পাস ? পরীক্ষার নিয়ম
- ২০২৩ সালের এসএসসি পরীক্ষা নিয়ে জরুরী নির্দেশনা সকলের জন্য
- এসএসসি পরীক্ষা ২০২৩ সকল বিষয় সাজেশন – দেখে নেও
শুধুমাত্র তাদেরকে সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হবে, শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও
বলা হয়েছে শিক্ষার্থীদের সৃজনশীল এবং নৈব্যক্তিক ও ব্যবহারিক অংশ আলাদা ভাবে পাশ করতে হবে।
যদি কোনো শিক্ষার্থীকে ফেল করে এবং সকল অংশে পাশ করে, তাহলে তার ওই বিষয়ে ফেল দেখাবে।
তাই শিক্ষার্থীদের কে ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস এর উপর কার্যক্রম শুরু করা হয়েছে।
যে সকল শিক্ষার্থী এখনো সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করেনি তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড লিংক নিচে তুলে ধরছি।
আরও পড়ুনঃ
- এসএসসি পরীক্ষা ২০২৩ মানবন্টন, কত পেলে পাস ? পরীক্ষার নিয়ম
- ২০২৩ সালের এসএসসি পরীক্ষা নিয়ে জরুরী নির্দেশনা সকলের জন্য
- এসএসসি পরীক্ষা ২০২৩ সকল বিষয় সাজেশন – দেখে নেও
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত রুটিনে দেখা গেছে আগামী 30 এপ্রিল বাংলা প্রথম পত্রের বিষয় মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সারাদেশে একযোগে পরীক্ষা আয়োজন করা হবে।
শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা SSC Exam 2023 নতুন রুটিন নিচে তুলে ধরছিঃ
বাংলা প্রথম পত্র – 30 এপ্রিল
বাংলা দ্বিতীয় পত্র – ২ মে
ইংরেজি প্রথম পত্র – ৩ মে
ইংরেজি দ্বিতীয় পত্র – 7 মে
গণিত – ৯ মে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি – ১০ মে
ধর্মশিক্ষা – 11 মে
পদার্থবিজ্ঞান – 14 মে
বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা – ১৫ মে
ফিন্যান্স ও ব্যাংকিং – 14 ই মে
গার্হস্থ্য বিজ্ঞান – 15 মে
কৃষিশিক্ষা – 15 মে
রসায়ন – ১৬ মে
পৌরনীতি ও নাগরিকতা – ১৬ মে
ব্যবসায় উদ্যোগ – ১৬ মে
ভূগোল ও পরিবেশ – 17 মে
জীববিজ্ঞান – 18 মে
অর্থনীতি – 18 মে
বিজ্ঞান – 21 মে
উচ্চতর গণিত – ২১ মে
হিসাববিজ্ঞান – 22 মে
বাংলাদেশ ও বিশ্বপরিচয় – 23 মে
শিক্ষার্থীদের কে ব্যবহারিক অংশগ্রহণ করতে হবে আগামী 24 মে থেকে 30 মে পর্যন্ত এই সময়ের মধ্যে সকল বিষয়ে ব্যাপক আয়োজন করা হবে।
যে সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে তাহলো পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান উচ্চতর গণিত কৃষিশিক্ষা গার্হস্থ্য অর্থনীতি বিজ্ঞান।