সকল খবর

Top College in Dhaka City | ঢাকার ভিতর সেরা কলেজ সকল তথ্য

শিক্ষাজীবনে একটি ভালো কলেজে ভর্তি হয়ে পড়াশোনা শেষ করা অনেক গুরুত্বপূর্ণ। কারণ জীবনে এগিয়ে যেতে একটি ভালো কলেজ অনেক সহায়তা করে । সবাই চায় ভালো একটি কলেজে পড়াশোনা করতে কিন্তু তথ্যের অভাবে ভালো কলেজ নির্বাচন করা অনেক কঠিন হয়।

তাই আমরা আজকে শিক্ষার্থীদের কে জানাব বাংলাদেশ প্রাণকেন্দ্রে ঢাকা শহরে কিছু সেরা কলেজ এবং সে সকল কলেজের সকল তথ্য। মূলত একটি কলেজে ভর্তি হতে হলে দরকার শিক্ষাগত যোগ্যতা ও সেই কলেজ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য ।

এই পোষ্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কে জানাব সেরা 10 টি কলেজ তার অবস্থান শিক্ষাগত যোগ্যতা আসন সংখ্যা যোগাযোগের জন্য বিভিন্ন তথ্য সহ সকল কিছু।

ঢাকা কলেজঃ

ঢাকা কলেজ
  • প্রতিষ্ঠাকালঃ ১৮৪১ সাল
  • ঠিকানাঃ মিরপুর রোড নিউমার্কেট ধানমন্ডি ঢাকা ১২০৫
  • ওয়েবসাইটঃ https://dhakacollege.edu.bd/
  • ইমেইলঃ info@dhakacollege.edu.bd
  • ফোন নাম্বার: 8511354, 02-8618350
  • কারা পড়তে পারবেঃ শুধু ছাত্র বা পুরুষ
  • আসন সংখ্যাঃ বিজ্ঞান-৯০০ বাণিজ্য ২৫০ মানবিক ২০০
  • কোন বিষয় পড়ানো হয়ঃ এখানে উচ্চমাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ানো হয় ।
  • ভর্তির যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণিতে ভর্তি হতে হলে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫ থাকতে হবে । বাণিজ্য বিভাগের ৪.৭৫ এবং মানবিক বিভাগের জন্য ৪.৫০ থাকতে হবে।

রাজউক উত্তরা মডেল কলেজঃ

রাজউক উত্তরা মডেল কলেজ
  • প্রতিষ্ঠা কালঃ ১৯৯৪ সাল
  • ঠিকানাঃ রোড-৩ সেক্টর-৬ উত্তরা ঢাকা – ১২৩০
  • ওয়েবসাইটঃ https://rajukcollege.net/
  • ইমেইলঃ reumc19942gmail.com
  • ফোন নাম্বারঃ 8912780, 8924301, 8954676 Fax: 88-02-8918196
  • কারা পড়তে পারবেঃ ছেলে ও মেয়ে উভয়।
  • আসন সংখ্যাঃ মোট আসন সংখ্যা রয়েছে ১৬৩৮ যার মধ্যে বাংলা মাধ্যমের জন্য রয়েছে ১২৬০ ইংরেজি মাধ্যমের জন্য ৩৭৮।
  • কোন বিষয়ে পড়ানো হয়ঃ উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব বিষয় পড়ানো হয়।
  • ভর্তির যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ জিপিএ – ৫ বাণিজ্য বিভাগের জিপিএ ৪.৫০ এবং মানবিক বিভাগের জিপিএ ৪.০০ থাকতে হবে।

নটরডেম কলেজঃ

নটরডেম কলেজ
  • প্রতিষ্ঠা কালঃ ১৯৪৯ সালে
  • ঠিকানাঃ টয়েনবি সার্কুলার রোড ঢাকা – ১০০০
  • ওয়েবসাইটঃ https://ndc.edu.bd/
  • ইমেইলঃ notredamecollege2@gmail.com
  • ফোন নাম্বারঃ 02-7192325
  • আসন সংখ্যাঃ একাদশে শ্রেণিতে প্রতিবছর ২৬০০ ভর্তি করানো হয় মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ৬০০০ জন ।
  • কারা পড়তে পারবেঃ শুধু ছেলেরা
  • কোন বিষয় পড়ানো হয়ঃ এটি একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রী কলেজ । এখানে একাদশে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য পড়ানো হয় ।
  • ভর্তির যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ জিপিএ – ৫ , বাণিজ্য বিভাগে ৪ এবং মানবিক বিভাগের জিপিএ – ৩ থাকতে হবে।

ভিকারুন্নেছা নূন কলেজঃ

ভিকারুন্নেছা নূন কলেজ
  • প্রতিষ্ঠা কালঃ ১৯৫২ সাল
  • ঠিকানাঃ 1/এ বেইলিরোড ঢাকা ১০০০
  • ওয়েবসাইটঃ https://www.vnsc.edu.bd/
  • ইমেইলঃ vnsc.edu@gmail.com
  • ফোন নাম্বারঃ 01867268422, 01866785183
  • কারা পড়তে পারবেঃ শুধুমাত্র মেয়েরা
  • আসন সংখ্যাঃ এই কলেজের স্কুলের শাখা থেকে শিক্ষার্থীদের বেশি অগ্রাধিকার দেয়া হয় উচ্চমাধ্যমিক ভর্তির ক্ষেত্রে । স্কুল ছাত্র-ছাত্রীর সংখ্যা 12 হাজার। উচ্চ মাধ্যমিকের ভর্তি আসন জানা নেই
  • কোন কোন বিষয় পড়ানো হয়ঃ উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শাখা রয়েছে । এখানে স্কুল ও রয়েছে।
  • ভর্তির যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ জিপিএ -৫ বাণিজ্য বিভাগের ৪.৫০ এবং মানবিক ৩.০০বিভাগের থাকতে হবে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজঃ

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
  • প্রতিষ্ঠা কালঃ ১৯৬০ সাল
  • ঠিকানাঃ ঢাকা সেনানিবাস ঢাকা ১২০৬
  • ওয়েবসাইটঃ http://acc.edu.bd/
  • ইমেইলঃ nfo@acc.edu.bd
  • ফোন নাম্বারঃ 880-2-8872446
  • কারা পড়তে পারবেঃ ছেলে ও মেয়ে উভয়েই
  • ভর্তির যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগের জিপিএ ৫ ও মানবিক বিভাগে ৩.৫০ এবং ব্যবসা বিভাগের ৪.৫০ থাকতে হবে । সেনা সদস্যদের ছেলে মেয়েদের ভর্তির জন্য এখানে আলাদা কোটা রয়েছে।
  • কোন বিষয়ে পড়ান হয়ঃ উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগে শাখা কার্যক্রম চালু আছে । জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স মাস্টার্স ও বিবিএ কোর্স রয়েছে।

আরও পড়ুনঃ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ২০২১ নম্বর রুপান্তর

ঢাকা সিটি কলেজঃ

ঢাকা সিটি কলেজ
  • প্রতিষ্ঠাকালঃ ১৯৫৭ সাল
  • ঠিকানাঃ রোড নং ২ ধানমন্ডি আর/এ ঢাকা- ১২০৫
  • ওয়েবসাইটঃ https://www.dhakacitycollege.edu.bd/
  • ইমেইলঃ dhakacitycollege1250@gmail.com
  • ফোন নাম্বারঃ +88-02-58610294
  • কারা পড়তে পারবেঃ ছেলে ও মেয়ে উভয়।
  • আসন সংখ্যাঃ তিন বিভাগে ৩ হাজার ৫৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হয় ইংরেজি মাধ্যমে ১৫০ টি আসন বরাদ্দ রয়েছে।
  • কোন বিষয় পড়ানো হয়ঃ এখানে উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বাণিজ্য ও মানবিক শাখায় শিক্ষা কার্যক্রম চালু আছে । তাছাড়া বিএ বিএসসি অনার্স সিইসি কোর্স করানো হয়।
  • ভর্তির যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ মানবিক বিভাগে জিপিএ ৩.৫০ এবং ব্যবসা বিভাগের জিপিএ ৪ থাকতে হবে।

ঢাকা কমার্স কলেজঃ

ঢাকা কমার্স কলেজ
  • প্রতিষ্ঠাকালঃ ১৯৮৯ সাল
  • ঠিকানাঃ সেকশন 2 মিরপুর ঢাকা ১২১৬
  • ওয়েবসাইটঃ https://www.dcc.edu.bd/
  • ইমেইলঃ cdhakacommercecollege@yahoo.com
  • ফোন নাম্বারঃ 48033903, 48036942, 48037357
  • কারা পড়তে পারবেঃ ছেলে ও মেয়ে উভয়েই
  • আসনসংখ্যাঃ উচ্চমাধ্যমিকে ভর্তির ক্ষেত্রে ২৮০০ টি আসন রয়েছে তা ছাড়াও ইংলিশ ভার্সনের জন্য ১০০ আসন বরাদ্দ রয়েছে।
  • কোন বিষয় পড়ানো হয়ঃ এখানে উচ্চমাধ্যমিক তিন বিষয়ে পড়ানো হয় । এছাড়া বিবিএ-এমবিএ বিএসসি এমএসএস কোর্স সম্পন্ন করা হয় ।
  • ভর্তির যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের জিপিএ ৫ থাকতে হবে মানবিকে জিপিএ ৪.৫০ এবং ব্যবসয় শাখার জিপিএ ৫ থাকতে হবে। ঢাকার ভিতরে কমার্সের জন্য সবচেয়ে ভালো কলেজ এটি।

সরকারি বিজ্ঞান কলেজঃ

সরকারি বিজ্ঞান কলেজ
  • প্রতিষ্ঠা কালঃ ১৯৫৪ সাল
  • ঠিকানাঃ ৩৪/বি ফার্মগেট তেজতুরি বাজার রোড ঢাকা ১২১৫
  • ওয়েবসাইটঃ http://ww1.govtsciencecollege.com/
  • ইমেইলঃ gsc1952@yahoo.com
  • ফোন নাম্বার: 8122817
  • কারা পড়তে পারবেনঃ শুধু ছেলেরা
  • আসন সংখ্যাঃ সরকারি বিজ্ঞান কলেজ শিক্ষার্থীদের জন্য ১২০০ টি ভর্তির আসন রয়েছে।
  • কোন বিষয় পড়ানো হয়ঃ এখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের পড়ানো হয় ।
  • ভর্তির যোগ্যতাঃ বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ থাকলে ভর্তি হতে পারবে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজঃ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ
  • প্রতিষ্ঠাকালঃ ১৯৬০ সা;
  • ঠিকানাঃ মিরপুর রোড ঢাকা ১২০৭
  • ওয়েবসাইটঃ http://www.drmc.edu.bd/
  • ইমেইলঃ drmc_bd@yahoo.com
  • ফোন নাম্বারঃ +880258153774
  • কারা পড়তে পারবেঃ ছেলে ও মেয়ে উভয়
  • আসন সংখ্যাঃ মোহাম্মদপুরে অবস্থিত কলেজটিতে বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ৯১০ টি আসন রয়েছে যার মধ্যে ইংরেজি ভার্সনের জন্য বরাদ্দ ১৪০ টি আসন।
  • কোন বিষয় পড়ান হয়ঃ উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ব্যবসা শাঁখা শিক্ষা কার্যক্রম চালু আছে।
  • ভর্তির যোগ্যতাঃ এই কলেজে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ ৫ ও ব্যবসায় শাখার নিজস্ব শিক্ষার্থীদের জন্য ৪ এবং বহিরাগতদের জন্য ৪.৫ এবং মানবিক শাখার নিজস্ব শিক্ষার্থীদেরজন্য ৩.৫ বহিরাগতদের জন্য ন্যূনতম ৪ থাকতে হবে।

ন্যাশনাল আইডিয়াল কলেজঃ

ন্যাশনাল আইডিয়াল কলেজ
  • প্রতিষ্ঠাকালঃ ২০০১ সাল
  • ঠিকানাঃ খিলগাঁও ঢাকা
  • ওয়েবসাইটঃ http://www.nationalidealschool.edu.bd/
  • ইমেইলঃ info@nationalidealschool.edu.bd
  • ফোন নাম্বারঃ 02-55120299
  • কারা পড়তে পারবেঃ ছেলে মেয়ে উভয়েই
  • কোন বিষয় পড়ানো হয়ঃ উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বাণিজ্য ও মানবিক বিভাগের সকল বিষয় পড়ানো হয়।
  • ভর্তির যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ বাণিজ্য বিভাগে জিপিএ ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.৫০ থাকতে হবে।
top 10 college in dhaka city , top 10 college in dhaka city for science
, top colleges in dhaka city

Related Articles

Back to top button