SSC Exam

How To Check SSC Result 2023 – Marksheet With Subject Number

আগামী ২৮ জুলাই তোমাদের SSC Result 2023 প্রকাশ করা হবে। তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে তোমাদের SSC Result 2023 দেখতে পারবা।

কিভাবে এসএসসি পরীক্ষার ফলাফল দেখবা এবং তার যাবতীয় সকল তথ্যগুলো আমরা আজকে এখানে তোমাদের সামনে তুলে ধরছি।

আরও পড়ুনঃ কয়টায় এসএসসি রেজাল্ট ২০২৩ প্রকাশ করা হবে ?

এসএসসি পরীক্ষা সম্পর্কিত তথ্য

গত ৩০ এপ্রিল চলতি বছরে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং ২৮ মে পরীক্ষা শেষ হয়েছে। এ বছরে পরীক্ষায়

এগারটি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লক্ষ ২১ হাজার শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল। বর্তমানে তাদের পরীক্ষার ফলাফল প্রকাশের সকল কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে।

SSC Result 2023 প্রকাশ তথ্য

শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছে আগামী ২৮ জুলাই শুক্রবার তারা এই ফলাফল প্রকাশ করবে।

এক্ষেত্রে ২৮ জুলাই থেকে শিক্ষার্থীর এই ফলাফল দেখতে পারবা সকাল ৯ টার দিকে তোমাদের ফলাফল প্রকাশ করা হবে।

এসএসসি পরীক্ষার ফলাফল দেখার বিভিন্ন নিয়মঃ

শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী তিনটি উপায় শিক্ষার্থীদের ফলাফল গুলো দেখতে পারবে। আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে তিনটি উপায় তুলে ধরছি।

  • এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষা ফলাফল দেখার নিয়ম
  • মার্কশিট সরকার এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম
  • স্বাভাবিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম

SMS এর মাধ্যমে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার সহজ নিয়ম:

শিক্ষার্থীরা নিজেদের মোবাইল থেকে অথবা বাবা মায়ের মোবাইল থেকে মেসেজ পাঠাতে পারবে। মেসেজ পাঠানোর

নিয়ম গুলো আমরা তুলে ধরছি। যে কোন সিমে অপারেটর থেকে মেসেজ পাঠাতে পারবে। তবে এখানে মেসেজ

পাঠানোর জন্য একটি চার্জ কাটা হবে, সিম কোম্পানি গুলো জানিয়েছে দুই টাকা থেকে তিন টাকা পর্যন্ত এই এসএমএস পাঠাতে খরচ যাবে।

তাই অবশ্যই এই টাকা ব্যালেন্সে রেখে তারপর মেসেজ অপশনে, গিয়ে নিচের উল্লেখিত তথ্যগুলো টাইপ করতে হবে।

SMS পাঠানোর নিয়ম:

SSC স্পেস পরীক্ষার বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস শিক্ষার্থীর রোল নাম্বার স্পেস পরীক্ষার সাল পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে

উদাহরণঃ SSC Dha 123456 2023 send to 16222

স্বাভাবিকভাবে এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়মঃ

যদি শিক্ষার্থীরা তাদের কোন বিষয়ে কত গ্রেড পয়েন্ট পেয়েছে এবং মূল রেজাল্ট কত যা দেখতে চাই তাহলে এইভাবে নিজের রেজাল্ট দেখতে হবে।

  1. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে শিক্ষার্থীদের প্রবেশ করতে হবে
  2. Examination অপশনে ক্লিক করে পরীক্ষার নাম SSC Dakhil সিলেক্ট করতে হবে
  3. Year অপশনে ক্লিক করে পরীক্ষার সাল 2023 সিলেক্ট করতে হবে
  4. Board অপশনে ক্লিক করে বোর্ডের নাম সঠিকভাবে সিলেক্ট করতে হবে
  5. Roll অপশনে ক্লিক করে রোল নাম্বার বসাতে হবে
  6. Reg অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে
  7. দুটি সংখ্যা যোগ করে তার যোগফল সামনে ফাঁকা করে বসাতে হবে
  8. উপরের সকল তথ্য সঠিক থাকলে Submit অপশনে ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে

Website Link

মার্কশিট সরকার এসএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম:

শিক্ষার্থীরা যদি মার্কশিট সহকারে তাদের ফলাফল দেখতে চায় তাদের নিচের নিয়ম অনুসরণ করে তাদের ফলাফল দেখতে হবে.

  1. মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
  2. Examination অপশনে ক্লিক করে পরীক্ষার নাম সিলেক্ট করতে হবে
  3. Year অপশনে ক্লিক করে পরীক্ষার সাল সিলেক্ট করতে হবে
  4. Board অপশনে ক্লিক করে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে
  5. Result Type অপশনে ক্লিক করে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করতে হবে
  6. Roll অপশনে ক্লিক করে রোল নাম্বার বসাতে হবে
  7. Reg অপশন ক্লিক করে রেজিস্ট্রেশন নাম্বার বসাতে হবে
  8. ছবিতে উল্লেখিত চারটি সংখ্যা সামনে ফাঁকা করে বসাতে হবে
  9. উপরের সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে গেট রেজাল্ট ওখানে ক্লিক করলে শিক্ষার্থীর ফলাফল চলে আসবে

Website Link

Related Articles

One Comment

  1. Hsidwkhs sisgwhisbs sugsisusbs susgwibs susubs susbsus usbsus sus zh shs sh sususb susnsu suznsushsb susjss. suzksgsubs uzbs shs zh dhsnsjs zhsnbs zjs zh shs zhsnis zjsns hzbsjs su shs shsbs shsbusnsus susbsubs shsbsysbhs susbusns d sy shd dhd dh dgsd djsbsh dhs shs hs shs sh dgbshebys sh sys shsbsysbhsbs dhd d hs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button