HSC 2024 Short Syllabus – এইচএসসি ২০২৪ সংক্ষিপ্ত সিলেবাস

উচ্চ মাধ্যমিক পর্যায়ে বর্তমানে একাদশ শ্রেণীতে যারা পড়াশোনা করছে তারা আগামী বছর পরীক্ষা দিবা অর্থাৎ এইচ এস সি ২০২৪ ব্যাচ। HSC 2024 Short Syllabus
তোমাদের সিলেবাস প্রকাশ করা হবে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হবে। তোমরা এর আগে সংক্ষিপ্ত সিলেবাসের উপর পরীক্ষা দিয়েছো
অর্থাৎ ২০২২ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো। এখন তোমাদের সিলেবাস প্রকাশ করা হবে নতুন ভাবে।
একাদশ শ্রেণী কলেজ পরিবর্তন ২০২২-২০২৩ | TC Apply
আমরা HSC 2024 Short Syllabus নিয়ে আলোচনা করছি। শিক্ষা বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমাদের জন্য সিলেবাস দেয়া হবে,
তার কারণ হচ্ছে তোমরা দুই বছরের ২৪ মাস ক্লাস পাওয়ার কথা এবং পরীক্ষা শেষ করার কথা কিন্তু তোমাদের
তার আগেই পরীক্ষা নেয়া হবে অর্থাৎ তোমরা হাতে পাবা সর্বোচ্চ 18 মাস। যার মধ্যে তোমাদের পরীক্ষা শেষ করতে হবে।
তাই এখানে প্রায় ছয় মাসের মত কম সময় পাওয়ার জন্য তোমাদের সিলেবাস প্রকাশ করা হবে, যাতে করে
তারা বই শেষ করতে পারে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করে সিলেবাস প্রকাশ করার কথা বলা হয়েছে।
প্রতিবছরই দেখা যায় গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোকে অন্তর্ভুক্ত করে তারা সিলেবাস প্রকাশ করে। এ বছর সেরকমই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
বলা হয়েছে তোমরা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমরা এই সিলেবাসের উপর তোমাদের সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে।
এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এবং জাতি শিক্ষকর্ম পাঠ্যপুস্তক বোর্ড সিলেবাস প্রকাশ করে থাকে।
তাদের নির্ধারিত ওয়েব সাইটে সিলেবাস প্রকাশ করা হবে। এখানে কত পারসেন্ট কমানো হবে জানতে চাইলে
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলে ধারণা করা যাচ্ছে ৭০ থেকে ৮০ শতাংশ অন্তর্ভুক্ত থাকবে অর্থাৎ ৩০ থেকে ২০ শতাংশ দেওয়া হবে।
HSC 2024 Short Syllabus কবে প্রকাশ করা হবে জানতে চাইলে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেন সিলেবাস তৈরি আছে।
জাতীয় শিক্ষাক্রম এখন অনুমতি পেলে প্রকাশ করে দিবে। এক্ষেত্রে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েব সাইটে
এই সিলেবাস প্রকাশ করা হবে ,খুব শীঘ্রই আগে কয়েকদিনের মধ্যে তোমরা সিলেবাস পেয়ে যাবে।
আগামী আগস্ট মাসে তোমাদের বাসায় পরীক্ষা হওয়ার কথা রয়েছে এর পরবর্তীতে তোমাদের দ্বিতীয় বর্ষ
শুরু হয়ে যাবে এবং দ্বিতীয় বর্ষে ক্লাস কার্যক্রম পরিচালনা করা। সিলেবাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,
তাছাড়া আগামী কুরবানী পরবর্তী ক্লাসে সিলেবাস পড়ানো শুরু হবে বলে জানানো হয়েছে।
HSC 2024 Short Syllabus kobe dibe amra syllabus anujai porbo